আড়াই ঘণ্টা পর শাহবাগ মোড় ছাড়লেন আন্দোলনকারীরা
Published: 28th, November 2025 GMT
আড়াই ঘণ্টা অবরোধ করে রাখার রাজধানীর ব্যস্ততম শাহবাগ মোড় ছেড়ে গেছেন ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনকারীরা। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে থেকে অবরোধ শুরু করেন তাঁরা। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।
এর আগে বেলা তিনটায় পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে শুরু হয়। পরে বিকেল চারটার দিকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা।
সেতু নির্মাণ ছাড়াও আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে ভোলায় মেডিকেল কলেজ স্থাপন, গ্যাসভিত্তিক শিল্পায়ন, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং নদীভাঙন রোধে স্থায়ী টেকসই বেড়িবাঁধ ও মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ।
আন্দোলনের সমন্বয়কারী মেহেরাব হোসেন অপি প্রথম আলোকে বলেন, ‘আমরা ভোলায় গিয়ে আগামীকাল থেকে ভোলা লকডাউন কর্মসূচি পালন করব। এর আওতায় ভোলা থেকে গ্যাস, বিদ্যুৎ, কৃষিপণ্য এবং মৎস্য সরবরাহ হবে না। আমরা বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে চাই। আমাদের আন্দোলন চলমান থাকবে।’
আন্দোলনের আরেক সমন্বয়কারী মীর মোশাররফ প্রথম আলোকে বলেন, ‘ডিসি মাসুদ স্যার (ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপকমিশনার) আমাদের সঙ্গে কথা বলেছেন। আগামী রোববার সড়ক উপদেষ্টার (সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান) সঙ্গে বৈঠক হবে। সেখানে আমাদের দাবিগুলো পর্যালোচনা করা হবে।’
এই কর্মসূচি সামনে রেখে দুপুরের পর থেকেই শাহবাগে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এরপর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল আসতে দেখা যায়।
আরও পড়ুনভোলা–বরিশাল সেতু নির্মাণসহ ৫ দাবিতে শাহবাগ মোড় অবরোধ২ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ হব গ ম ড় অবর ধ
এছাড়াও পড়ুন:
অবশেষে মৌসুমে প্রথম জয়ের দেখা পেল আবাহনী
ড্র দিয়ে মৌসুম শুরু, তারপর টানা দুই হার। বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের চতুর্থ ম্যাচে এসে মৌসুমের প্রথম জয় পেল আবাহনী। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে আজ পুলিশ এফসিকে ২-০ গোলে হারিয়েছে মারুফুল হকের দল।
ম্যাচের ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আবাহনীর সুলেমান দিয়াবাতে। ক্লাবের জার্সিতে এই মৌসুমে লিগে এটা দিয়াবাতের দ্বিতীয় গোল। মালির এই ফরোয়ার্ড লিগে এর আগে গোল করেছিলেন ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।
পিছিয়ে পড়ে আক্রমণে ধার বাড়ায় পুলিশ এফসি, বেশ কয়েকটি সুযোগও তৈরি করে। কিন্তু গোল করতে পারেনি। উল্টো ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আবাহনীর এনামুল ইসলাম।
পেনাল্টি থেকে গোল করেন সুলেমান দিয়াবাতে