কুমিল্লায় ৯ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, জমে ওঠার প্রত্যাশা আয়োজকদের
Published: 28th, November 2025 GMT
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে ৯ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগরের কান্দিরপাড় এলাকার টাউনহল মাঠে বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। পাঠকদের আগমনে দ্রুতই বইমেলায় বেচাকেনা জমে উঠবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বিকেল ৪টার দিকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের মেলায় রাজধানীর ৭৪টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান, ১০টি সরকারি প্রতিষ্ঠান এবং কুমিল্লার ১০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৯৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই বইমেলা চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। কুমিল্লার বইমেলায় রাজধানীর প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমা প্রকাশন ও প্রথম আলো বন্ধুসভাও অংশগ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: বইম ল
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় বাসের ধাক্কায় দুজনের মৃত্যু
কুমিল্লার দাউদকান্দি উপজেলার হুগুলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইট ভাঙার ট্রাক্টরে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—কুমিল্লার চান্দিনা উপজেলার ককড়িকান্দি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে তোফাজ্জল হোসেন (৪৫) এবং একজন অজ্ঞাত ব্যক্তি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হুগুলিয়া মার্কাজ মসজিদ এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা ইট ভাঙার ট্রাক্টরকে পিছন দিক থেকে ধাক্কা দেয় স্টার লাইন পরিবহনের একটি বাস। ট্রাক্টরটি সড়কের পাশে উল্টে পড়ে। ঘটনাস্থলেই ট্রাক্টরে থাকা দুজনের মৃত্যু হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেছেন, “নিহত একজনের পরিচয় শনাক্ত করা গেছে। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। মরদেহ দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।”
ঢাকা/রুবেল/রফিক