চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার রাস্তার মাথা নামক চেকপোস্টে গাড়ি তল্লাশিকালে পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- বায়েজিদ কুঞ্জছায়া আবাসিক এলাকার মনছুর আহমেদ এর ছেলে মো.

মোরশেদ (৩১) ও বোয়ালখালী জব্বার সওদাঘর বাড়ির শামসুল আলমের ছেলে মো. করিম (৩৮)। 

চট্টগ্রাম মহানগর পুলিশের মিডিয়া বিভাগ থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। 

বুধবার (১৫ জানুয়ারি) সকালে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চান্দগাঁও থানার এএসআই অসিত নাথ ফোর্সসহ কাপ্তাই রাস্তার মাথার মোহরা পুলিশ চেকপোস্টে ডিউটি করছিলেন। এ সময় তল্লাশিকালে মো. মোরশেদ ও মো. করিম নামের দুই ব্যক্তি পুলিশের উপর হামলা করে। এতে এক এসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। তারা হলেন– এসআই মো. হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আব্দুস সাত্তার, মো. আমিরুল ইসলাম ও ফরিদ শেখ। পরে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পুলিশের সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের উপর আক্রমণ করে গুরুতর জখম করায় মোরশেদ ও করিমকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা/রেজাউল/ইমন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে খাগড়াছড়ির নারীদের ভাবনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে। তফসিল ঘোষণার পর নির্বাচনকে ঘিরে এরইমধ্যে সারাদেশে ব্যাপক নির্বাচনী প্রচারণাসহ নানা কর্মসূচি পালন করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের মন জয় করতে তারা নানা কৌশল অবলম্বন করছেন। 

সেই ঢেউ থেকে খাগড়াছড়িও বাদ পড়েনি। তবে নির্বাচন নিয়ে ভোটারদেরও কিছু ভাবনা রয়েছে। বিশেষ করে নারী ভোটাররা কী ভাবছেন? কেমন প্রার্থী চান তারা?

পার্বত্য জেলা খাগড়াছড়ি ৯টি উপজেলা, ৩টি পৌরসভা আর ৩৮টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। পুরো জেলাজুড়ে সংসদীয় আসন মাত্র একটি। আসন নম্বর ২৯৮।

এই জেলায় পাহাড়ি-বাঙালী মিলে বিভিন্ন জাতি গোষ্ঠীর বসবাস। ভোটারের অনুপাতে নারী ভোটার পুরুষের প্রায় কাছাকাছি। সামনে ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেমন প্রার্থীকে ভোট দেবেন ভাবছেন খাগড়াছড়ির নারীরা?

খাগড়াছড়ি সদরের কলেজ পাড়া এলাকার নারী নেত্রী নমিতা চাকমা ও ঠাকুরছড়া গ্রামের শেফালি ত্রিপুরা, গোলাবাড়ী এলাকার ক্রইসাউ মারমা বলেন, “এমন একজন প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই, যিনি জয়যুক্ত হলে নারীরা নিরাপদে চলতে পারবেন। নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মস্থানের ক্ষেত্রে অগ্রাধিকার দেবেন সর্বোপরি যিনি নারীদের মর্যাদা রক্ষার জন্য কাজ করবেন, সেই ধরনের প্রার্থীকে ভোট দিতে চাই।

তিনি আরো বলেন, “যেহেতু পার্বত্য জেলা হওয়ায় এখানে যেহেতু পাহাড়ি–বাঙালী বসবাস করেন সেই সম্প্রীতির কথাও বলেছেন অনেকেই। যিনি পাহাড়কে শান্ত রাখতে চান বা রাখতে পারবেন সেই ধরনের প্রার্থীও চান তারা।”

সব মিলিয়ে যিনি পাহাড়ের শান্তি সম্প্রীতি ও নারীদের নিরাপত্তাসহ শিক্ষা, স্বাস্থ্য কর্মস্থানের ব্যবস্থা করে দেবেন সেই ধরনের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাতে চান এখানকার নারী ভোটাররা।

তবে নতুন নারী ভোটারদের ভাবনা খানিকটা অন্যরকম। খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের তিশা চাকমা ও টিপলি চাকমা প্রথমবার ভোট দেবেন। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা আনন্দিত ও উচ্ছ্বসিত। তারা এমন প্রার্থীকে ভোট দিতে চান যিনি দুর্নীতির ঊর্ধ্বে থেকে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা দেবেন এবং চাকরি ক্ষেত্রে অগ্রাধিকার দেবেন সেই ধরনের প্রার্থীকে ভোট দেবেন।

খাগড়াছড়ি সদরের আপার পেরাছড়া নিবাসী ঢাকা ইডেন এর ছাত্রী হৃদিতা চাকমা বলেন, “নারীদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সর্বপরি নিরাপত্তার ব্যবস্থা করবেন সেই প্রার্থীকে ভোট দিব।”

এবার ২৭ হাজার ৪৯৩ জন নতুন ভোটারসহ এ আসনে মোট ভোটার ৫ লাখ ৪৫ হাজার ৬৮৮ জন। তারমধ্যে নারী ভোটার ২,৬৭,৬৭১ জন আর তৃতীয় লিঙ্গের ভোটার চার জন।

ঢাকা/রূপায়ন/এস

সম্পর্কিত নিবন্ধ