চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার রাস্তার মাথা নামক চেকপোস্টে গাড়ি তল্লাশিকালে পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- বায়েজিদ কুঞ্জছায়া আবাসিক এলাকার মনছুর আহমেদ এর ছেলে মো.

মোরশেদ (৩১) ও বোয়ালখালী জব্বার সওদাঘর বাড়ির শামসুল আলমের ছেলে মো. করিম (৩৮)। 

চট্টগ্রাম মহানগর পুলিশের মিডিয়া বিভাগ থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। 

বুধবার (১৫ জানুয়ারি) সকালে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চান্দগাঁও থানার এএসআই অসিত নাথ ফোর্সসহ কাপ্তাই রাস্তার মাথার মোহরা পুলিশ চেকপোস্টে ডিউটি করছিলেন। এ সময় তল্লাশিকালে মো. মোরশেদ ও মো. করিম নামের দুই ব্যক্তি পুলিশের উপর হামলা করে। এতে এক এসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। তারা হলেন– এসআই মো. হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আব্দুস সাত্তার, মো. আমিরুল ইসলাম ও ফরিদ শেখ। পরে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পুলিশের সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের উপর আক্রমণ করে গুরুতর জখম করায় মোরশেদ ও করিমকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা/রেজাউল/ইমন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জের এক নম্বর ওয়ার্ড মিজমিজি পশ্চিমপাড়া ধনুহাজী এলাকা ও ৬ নম্বর ওয়ার্ড সুমিলপাড়া বিহারী কলোনী ট্যাংকি এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বুধবার (৯ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি শাহীনুর আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পশ্চিমপাড়া ধনুহাজী এলাকার শাহাদাত হোসেনের বাড়ি ভাড়াটিয়া জমির উদ্দিনের ছেলে কাজী মেজবাহ (১৯) এবং সুমিলপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে আতিক (২০)।

সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুর আলম জানান, বুধবার (৯ জুলাই) রাত ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই বজলুর রহমান ও এএসআই গৌরাঙ্গ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ স্পেশাল-৩৩ (নাইট) ডিউটিরত অবস্থায় তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিমপাড়া মিজমিজি ধনুহাজী রোড ভাই ভাই সৌদি টাওয়ারের সামনে পাঁকা রাস্তার উপর থেকে কাজী মেজবাহের দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনের মধ্যে রক্ষিত ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৮ জুলাই) রাত ১১ টার দিকে এসআই মাসুম বিল্লাহ ও এএসআই গৌরাঙ্গ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার পানির ট্যাংকি আসলাম এর চা দোকানের সামনে থেকে আসামির দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা পলিথিনে রাখা সাদা কাগজে মোরানো স্টেপলার পিন দ্বারা আটকানো ২০ পুরিয়া হেরোইনসহ আতিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • আসামির বাসা থেকে আনা চেক বই তোলা হয়নি জব্দ তালিকায়
  • আসামির বাসা থেকে ব্যাংক চেক আনা হলেও নেই জব্দ তালিকায়, এডির অফিস সিলগালা
  • সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
  • মামলার ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ, তিনজন বরখাস্ত
  • নাশকতার আসামিকে ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ায় এএসআই ক্লোজড