Risingbd:
2025-10-26@14:16:42 GMT

নড়াইলে ঘোড়দৌড় প্রতিযোগিতা

Published: 15th, January 2025 GMT

নড়াইলে ঘোড়দৌড় প্রতিযোগিতা

নড়াইলে তিন দিনব্যাপী চাকই-রুখালী ঐতিহ্যবাহী পৌষ মেলার প্রথম দিনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিছালি ইউনিয়নের চাকই মাঠে এ ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়। 

দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার নারী-পুরুষ ও শিশুর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ। শীতের পড়ন্ত বিকেলে ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন সকলেই। 

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, নড়াইল, যশোর, মাগুরাসহ বিভিন্ন এলাকা থেকে আসা ৩২টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। এতে প্রথম হয় যশোরের অভয়নগর উপজেলার সিংগাড়ী থেকে আসা রাব্বি ইসলামের ঘোড়া, নড়াইলের লোহাগড়া উপজেলার নওখোলা গ্রামের আইয়ুব হোসেনের ঘোড়াটি দ্বিতীয়, নড়াইল সদর উপজেলার মির্জাপুরের নিছার আলীর ঘোড়াটি তৃতীয় এবং যশোরের অভয়নগর উপজেলার পুড়াখালী এলাকার রাসেলের ঘোড়াটি চতুর্থ হয়েছে। যথাক্রমে তাদের দশ হাজার, সাত হাজার, পাঁচ হাজার ও তিন হাজার টাকা উপহার দেওয়া হয়েছে। 

মেলা আয়োজক কমিটির সভাপতি ও বিছালী ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী হাসরাত বলেন, “ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের এই আয়োজন। এতে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এটা সম্পর্কে জানতে পারে এবং আরো সুন্দর করে পালন করতে পারে।”

ঢাকা/শরিফুল/ইমন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপজ ল র

এছাড়াও পড়ুন:

‘কানতারা’কত আয় করল

ঋষভ শেঠির কন্নড় সিনেমা কানতারা: চ্যাপটার ১ বক্স অফিসে এখনো ঝড় তুলছে। মুক্তির তিন সপ্তাহ পরও ছবিটির দাপট কিছুটা কমলেও আয় দাঁড়িয়েছে বিশাল অঙ্কে। শিল্পবিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ২৪তম দিনে গতকাল পর্যন্ত ভারতের বক্স অফিসে সিনেমাটির আয় ৫৭৮.০১ কোটি রুপি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
‘কানতারা: চ্যাপটার ১’ টানা ২৪ দিন ধরে বক্স অফিসে রাজত্ব করে চলেছে। মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে ৬১.৮৫ কোটি রুপি। কর্ণাটক, হিন্দি ও তেলেগু বেল্টে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দ্বিতীয় দিনে ২৬ শতাংশ কমলেও সপ্তাহান্তে আবার গতি ফিরে পায় ছবিটি। চতুর্থ দিনে আয় ছুঁয়েছিল ৬৩ কোটি রুপিতে। প্রথম সপ্তাহ শেষে ভারতেই মোট আয় ৩৩৭.৪ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে আয় ১৪৭.৮৫ কোটি রুপি, তৃতীয় সপ্তাহে কিছুটা কমে ৭৮.৮৫ কোটি, আঞ্চলিক ছবির জন্য এই আয় যথেষ্ট বেশি।

‘কানতারা: চ্যাপটার ১’ সিনেমায় ঋষভ শেঠি

সম্পর্কিত নিবন্ধ