নড়াইলে তিন দিনব্যাপী চাকই-রুখালী ঐতিহ্যবাহী পৌষ মেলার প্রথম দিনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিছালি ইউনিয়নের চাকই মাঠে এ ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়।
দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার নারী-পুরুষ ও শিশুর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ। শীতের পড়ন্ত বিকেলে ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন সকলেই।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, নড়াইল, যশোর, মাগুরাসহ বিভিন্ন এলাকা থেকে আসা ৩২টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। এতে প্রথম হয় যশোরের অভয়নগর উপজেলার সিংগাড়ী থেকে আসা রাব্বি ইসলামের ঘোড়া, নড়াইলের লোহাগড়া উপজেলার নওখোলা গ্রামের আইয়ুব হোসেনের ঘোড়াটি দ্বিতীয়, নড়াইল সদর উপজেলার মির্জাপুরের নিছার আলীর ঘোড়াটি তৃতীয় এবং যশোরের অভয়নগর উপজেলার পুড়াখালী এলাকার রাসেলের ঘোড়াটি চতুর্থ হয়েছে। যথাক্রমে তাদের দশ হাজার, সাত হাজার, পাঁচ হাজার ও তিন হাজার টাকা উপহার দেওয়া হয়েছে।
মেলা আয়োজক কমিটির সভাপতি ও বিছালী ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী হাসরাত বলেন, “ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের এই আয়োজন। এতে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এটা সম্পর্কে জানতে পারে এবং আরো সুন্দর করে পালন করতে পারে।”
ঢাকা/শরিফুল/ইমন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে ‘মানসিক ভারসাম্যহীন’ নারীর মৃত্যু
যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অরুণা বিশ্বাস (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে; যিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ভাষ্য স্থানীয়দের।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার প্রেমবাগ ইউনিয়নে নিটল টাটা অফিসের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন:
টাঙ্গাইল কারাগারে আ. লীগ নেতার মৃত্যু
সৌদি আরবে পুলিশের গুলিতে প্রবাসী নিহত, পরিবারে শোক
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে নিটল টাটা অফিসের সামনে রেললাইনে বসে ছিলেন ওই নারী। এ সময় যশোরগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মশিয়ার রহমান নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘নিহত নারী ঢাকার ধামরাই এলাকার বাসিন্দা। তিনি যশোরের বসুন্দিয়া ইউনিয়নে মেয়ে জামাইয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।’’
নওয়াপাড়া রেলস্টেশনের মাস্টার ইয়াসির আরাফাত বলেন, ‘‘চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’’
ঢাকা/প্রিয়ব্রত/রাজীব