দীর্ঘ দেড় বছর প্রতিক্ষার পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর শাখার ৫১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। আর নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমদের নেতৃত্বে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে নতুন চমক এসেছে। 

জানাগেছে, বিগত সরকারবিরোধী আন্দোলনে রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকে যারা দলের কর্মসূচি পালন করতে গিয়ে মামলা হামলা ও জেল খেটেছেন সেই সব নেতাদের রাখা হয়েছে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে।

তবে সবচেয়ে বড় চমক সাবেক ছাত্রদলের নেতৃত্বে থাকা নেতাদের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি স্থান দেওয়া হয়েছে। দল তাদের এই শ্রমের মূল্যায়ন করেছে। যারা আন্দোলনে মাঠে ছিল তাদের পুরস্কৃত করলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ। আর দলের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা।

এদিকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণার পর কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি মহানগর যুবদলের মধ্যে। নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান দলীয় নেতা–কর্মীরা। বিগত সময়ে বাদ পড়া নেতারা কমিটির বিরুদ্ধে অবস্থান নিলেও এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন তারা। 

আর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে রাজপথের ত্যাগী ও নির্যাতিতরাই স্থান পাওয়ায় নেতা-কর্মীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

এবিষয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, আলহামদুলিল্লাহ সকল কৃতিত্ব মহান আল্লাহর। কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় কমিটির প্রতি। আমাদের উপর আস্থা রেখে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন। 

তিনি আরও বলেন, বিগত সরকার বিরোধী আন্দোলনে যে সকল যুবদলের নেতাকর্মীরা নিজের জীবন বাজিয়ে রেখে দলীয় কর্মসূচি পালন করেছে মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির মাধ্যমে আমরা তাদের পরিচয় দিতে পেরেছি।

এই দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে তারা ত্যাগের মূল্যায়ন পেয়েছে। আগামীতে স্বচ্ছভাবে মহানগর যুবদলকে পরিচালনা করতে চাই। আমরা কোনো গ্রুপিং এর মধ্যে নেই, সবাইকে নিয়ে কাজ করতে চাই।

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর শাখা মনিরুল ইসলাম সজলকে আহ্বায়ক ও সাহেদ আহমেদকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি দীর্ঘ দেড় বছর পর সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এ কমিটি অনুমোদন করেন।

গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে ১১জনকে। তারা হলেন, নুরে এলাহী সোহাগ, রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, আহসান খলিল শ্যামল, সাইফুল আলম সজিব, জাকির হোসেন সেন্টু, আক্তারুজ্জামান মৃধা। 

আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড.

শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, সম্রাট হাসান সুজন, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৯ আগস্ট মনিরুল ইসলাম সজলকে আহ্বায়ক, সাগর প্রধানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও  সাহেদ আহমেদকে সদস্য সচিব করে ৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন তাৎকালীন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: য বদল ন র য়ণগঞ জ ন র ল ইসল ম স স হ দ আহম র রহম ন আহম দ

এছাড়াও পড়ুন:

ছাত্র আন্দোলন : গুলিতে নিহত শিশু রিয়ার মৃত্যুর এক বছর পর মামলা, বাদী পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে নিজ বাসার ছাদে গুলিতে নিহত ছয় বছর বয়সী রিয়া গোপের মৃত্যুর প্রায় এক বছর পর পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। গতকাল মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক আবু রায়হান বাদী হয়ে আওয়ামী লীগের অজ্ঞাতপরিচয় ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলাটি করেন।

রিয়া গোপ নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকার দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান ছিল। গত বছর সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিও হয়েছিল। পুলিশ জানিয়েছে, নিহত শিশুটির পরিবার মামলা করতে রাজি না হওয়ায় তারা হত্যা মামলাটি করেছে।

আরও পড়ুনবাসার ছাদে বাবার কোলে ঢলে পড়ে ছোট্ট মেয়েটি২৫ জুলাই ২০২৪

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত বছরের ১৯ জুলাই নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া থেকে ২ নম্বর রেলগেট এলাকায় মিছিল বের করেন শিক্ষার্থীরা। ওই দিন বিকেল চারটার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০-২০০ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলকারীদের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করে। একপর্যায়ে তাদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হয় রিয়া। ওই সময় সে নয়ামাটি এলাকার নিজ বাড়ির পাঁচতলা ছাদে খেলছিল। ওই অবস্থায় রিয়ার মাথায় গুলিটি লাগে। তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ২৪ জুলাই মারা যান রিয়া।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, শিশু রিয়া গোপের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে মামলা করতে বলা হলেও মামলা করতে রাজি হয়নি কেউ। এ কারণে পুলিশ বাদী হয়ে হত্যা মামলাটি করেছে।

এ বিষয়ে জানতে রিয়া গোপের বাবা দীপক কুমার গোপের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

সম্পর্কিত নিবন্ধ

  • শেখ হাসিনার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে আরও ২ হত্যা মামলা
  • লটারিতে বিজয়ী নির্ধারণ করলেন তারকারা, কারা পেলেন পুরস্কার
  • নারায়ণগঞ্জ জেলা হিন্দু মহাজোটের কমিটি ঘোষণা
  • জাহিদুল হক বাঁধন এর নেতৃত্বে সোনারগাঁয়ে জাতীয় যুবশক্তি কর্মসূচী 
  • নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে মহিলা দলের শুভেচ্ছা
  • আমাদের দায়িত্ব দলের শক্তি আরও বহুগুণ বৃদ্ধি করা : মামুন মাহমুদ
  • শামীম. সেলিম ও আইভীর প্রেতাত্মারা যাতে সদস্য হতে না পারে : সাখাওয়াত 
  • ১৬নং ওয়ার্ড বিএনপি'র সদস্য ফরম বিতরণ 
  • নারায়ণগঞ্জকে গ্রীন সিটিতে পরিনত করার চেষ্টা করছি : ডিসি  
  • ছাত্র আন্দোলন : গুলিতে নিহত শিশু রিয়ার মৃত্যুর এক বছর পর মামলা, বাদী পুলিশ