‘ট্রাম্পকে হত্যার চক্রান্ত করেনি ইরান’
Published: 15th, January 2025 GMT
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চক্রান্ত ইরান কখনও করেনি বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
মঙ্গলবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ও মার্কিন সরকারের পূর্ববর্তী এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি।
পেজেশকিয়ান বলেন, আমরা আগেও এমন কিছু করিনি এবং ভবিষ্যতেও করব না। ট্রাম্পকে কথিত গুপ্তহত্যার চক্রান্তে জড়িত থাকার সন্দেহে গত নভেম্বরে এক ইরানি ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে মার্কিন বিচার বিভাগ।
অভিযোগে বলা হয়, ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস ওই হত্যার আদেশ দিয়েছিল। গত বছর ট্রাম্প নিজেও একাধিকবার অভিযোগ করে বলেছেন, তাঁকে হত্যার প্রচেষ্টায় ইরানের হাত থাকতে পারে। রয়টার্স।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফর্মুলা ওয়ানে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন লান্ডো নরিস
আবুধাবিতে গতকাল রোববার ম্যাক্স ভেরস্টাপেনের চার বছরের রাজত্বের অবসান ঘটিয়ে ফর্মুলা ওয়ানে চালকদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন ব্রিটেনের লান্ডো নরিস। ভেরস্টাপেন আবুধাবি গ্রাঁ প্রিঁ জিতলেও সেটা ম্যাকলারেনের হয়ে নরিসের প্রথম বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জয় ঠেকাতে পারেনি।
ডাচ ড্রাইভার ভেরস্টাপেন ১২.৫ সেকেন্ড ব্যবধানে দ্বিতীয় স্থানে থাকা অস্কার পিয়াস্ত্রিকে পেছনে ফেলে আবুধাবি গ্রাঁ প্রিঁ জেতেন। তৃতীয় হওয়া নরিসের সঙ্গে ভেরস্টাপেনের ব্যবধান ছিল ১৬.৫ সেকেন্ডের। বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব জিততে আবু ধাবিতে বিজয় মঞ্চে থাকাটা নিশ্চিত করতে হতো নরিসকে। তৃতীয় হয়ে ওয়ার্ল্ড ড্রাইভার্স চ্যাম্পিয়নশিপ তালিকায় ভেরস্টাপেনকে ২ পয়েন্ট ব্যবধানে পেছনে ফেলে শীর্ষে ওঠেন নরিস। তৃতীয় পিয়াস্ত্রির সঙ্গে তাঁর ব্যবধান ১৩ পয়েন্টের।
বিজয় মঞ্চে অশ্রুসজল নরিস