যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চক্রান্ত ইরান কখনও করেনি বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মঙ্গলবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ও মার্কিন সরকারের পূর্ববর্তী এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি। 
পেজেশকিয়ান বলেন, আমরা আগেও এমন কিছু করিনি এবং ভবিষ্যতেও করব না। ট্রাম্পকে কথিত গুপ্তহত্যার চক্রান্তে জড়িত থাকার সন্দেহে গত নভেম্বরে এক ইরানি ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে মার্কিন বিচার বিভাগ।

অভিযোগে বলা হয়, ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস ওই হত্যার আদেশ দিয়েছিল। গত বছর ট্রাম্প নিজেও একাধিকবার অভিযোগ করে বলেছেন, তাঁকে হত্যার প্রচেষ্টায় ইরানের হাত থাকতে পারে। রয়টার্স।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ওসির পদায়নও হবে লটারিতে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। লটারি করে তাদের নির্বাচন করা হয়। এসপিদের মতো একই পদ্ধতি বিভিন্ন থানায় অফিসার ইনচার্জদের (ওসি) পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “মেধাভিত্তিক বাছাই শেষ হওয়ার পর কোন কর্মকর্তা কোন জেলায় যাবেন—তা নির্ধারণে লটারি পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এতে কোনো মেধাবী কর্মকর্তা বাদ পড়েননি।” 

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জেলার আয়তন নয়, বরং আইনশৃঙ্খলার পরিস্থিতিকে প্রধান বিবেচনায় নিয়ে জেলাগুলোকে এ, বি ও সি—এই তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এরপর তালিকা চূড়ান্ত করে লটারির মাধ্যমে কর্মকর্তাদের অবস্থান নির্ধারণ করা হয়।

তিনি বলেন, “৬৪ জেলার মধ্যে ১৮ জন এসপিকে কেন্দ্রীয়ভাবে নিয়ে আসা হয়েছে। তাদের স্থলে নতুন কর্মকর্তারা দায়িত্ব পেয়েছেন। লটারিতে যার ভাগ্যে যে জেলা পড়েছে, সেভাবেই দায়িত্ব বণ্টন করা হয়েছে।”

ওসি পদায়নেও কি লটারি পদ্ধতি চালু হবে—এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা সংক্ষেপে বলেন, “ইনশাআল্লাহ।”

সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে তিনি পুনরায় উল্লেখ করেন, “বাছাইয়ের ক্ষেত্রে মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর লটারির মাধ্যমে জেলার দায়িত্ব চূড়ান্ত করা হয়েছে।”

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ