‘ট্রাম্পকে হত্যার চক্রান্ত করেনি ইরান’
Published: 15th, January 2025 GMT
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চক্রান্ত ইরান কখনও করেনি বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
মঙ্গলবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ও মার্কিন সরকারের পূর্ববর্তী এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি।
পেজেশকিয়ান বলেন, আমরা আগেও এমন কিছু করিনি এবং ভবিষ্যতেও করব না। ট্রাম্পকে কথিত গুপ্তহত্যার চক্রান্তে জড়িত থাকার সন্দেহে গত নভেম্বরে এক ইরানি ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে মার্কিন বিচার বিভাগ।
অভিযোগে বলা হয়, ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস ওই হত্যার আদেশ দিয়েছিল। গত বছর ট্রাম্প নিজেও একাধিকবার অভিযোগ করে বলেছেন, তাঁকে হত্যার প্রচেষ্টায় ইরানের হাত থাকতে পারে। রয়টার্স।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনার প্লট দূর্নীতি মামলার রায় আজ, আদালতে নিরাপত্তা জোরদার
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২৩ জন আসামির বিরুদ্ধে আজ বৃহস্পতিবার পৃথক তিন মামলার রায় ঘোষণা করবেন আদালত।
আজ বেলা ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত–৫ এর বিচারক মো. আবদুল্লাহ আল মামুনের আদালত এই রায় ঘোষণা করবেন।
এই রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতের প্রবেশ মুখে বসানো হয়েছে পুলিশের তল্লাশি চৌকি। এ ছাড়া নিরাপত্তা জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, নিয়মিত সদস্যের পাশাপাশি অতিরিক্ত আরও দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিবির দুই প্লাটুন সদস্য দায়িত্বে আছেন। এ ছাড়া স্থানীয় থানার পুলিশ ও র্যাবের সদস্যরা টহলে আছেন। নিরাপত্তা নিয়ে এখনো পর্যন্ত কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে।
রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালতে বিজিবির দুই প্লাটুন সদস্য ছাড়াও পুলিশ ও র্যাব দায়িত্বে আছে। আজ বৃহস্পতিবার সকালে