যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চক্রান্ত ইরান কখনও করেনি বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মঙ্গলবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ও মার্কিন সরকারের পূর্ববর্তী এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি। 
পেজেশকিয়ান বলেন, আমরা আগেও এমন কিছু করিনি এবং ভবিষ্যতেও করব না। ট্রাম্পকে কথিত গুপ্তহত্যার চক্রান্তে জড়িত থাকার সন্দেহে গত নভেম্বরে এক ইরানি ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে মার্কিন বিচার বিভাগ।

অভিযোগে বলা হয়, ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস ওই হত্যার আদেশ দিয়েছিল। গত বছর ট্রাম্প নিজেও একাধিকবার অভিযোগ করে বলেছেন, তাঁকে হত্যার প্রচেষ্টায় ইরানের হাত থাকতে পারে। রয়টার্স।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ওয়েটার, ফটোগ্রাফার থেকে পর্দার ‘ভাইরাস’

কাজ করেছেন বিচিত্র পেশায়। কখনো হোটেলের ওয়েটার, কখনো পারিবারিক দোকানে কাজ করেছেন। আবার কাজ করেছেন আলোকচিত্রী হিসেবেও। পর্দায় অভিনয় করেছেন বহুমাত্রিক চরিত্রে, ইদানীং শুরু করেছেন পরিচালনাও। তিনি আর কেউ নন, বোমান ইরানি। আজ ২ ডিসেম্বর অভিনেতার জন্মদিন। এ উপলক্ষে আলো ফেলা যাক তাঁর জীবন ও ক্যারিয়ারে।

শুরুর গল্প
মুম্বাইয়ের ইরানি পরিবারে জন্ম নেওয়া বোমানের জীবনই যেন কোনো প্রেরণামূলক সিনেমার চিত্রনাট্য। জন্মের আগে বাবার অকালমৃত্যু হয়, শৈশবে ডিসলেক্সিয়াও বেশ ভুগিয়েছে। মায়ের ছিল বেকারির দোকান। ছোট থেকেই দোকানে বসতেন। বেকারির কাজ তাঁকে শৃঙ্খলা, দায়িত্ববোধ আর সহানুভূতির পাঠ শিখিয়েছিল, যা পরে তাঁর অভিনয়ে ফুটে ওঠে।

নানা পরিচয়ে বোমান
কিন্তু অভিনয়ের আগে বোমান ইরানি ছিলেন একাধিক পরিচয়ে। তিনি হোটেলে ওয়েটার, মায়ের দোকানে সহকারী এবং এমনকি একজন স্পোর্টস ও বক্সিং ফটোগ্রাফারও ছিলেন। তাঁর ক্যামেরার চোখ মানুষের আবেগের গল্পগুলোকে তুলে ধরত। ক্যামেরা দিয়ে তিনি অনেক বক্সিং ম্যাচ ধারণ করেছেন এবং শেষ পর্যন্ত ভারতীয় বক্সিং অ্যাসোসিয়েশনের অফিশিয়াল ফটোগ্রাফার হিসেবে খ্যাতি অর্জন করেন।

সিনেমার পোস্টারে বোমান ইরানি। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ