যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চক্রান্ত ইরান কখনও করেনি বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মঙ্গলবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ও মার্কিন সরকারের পূর্ববর্তী এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি। 
পেজেশকিয়ান বলেন, আমরা আগেও এমন কিছু করিনি এবং ভবিষ্যতেও করব না। ট্রাম্পকে কথিত গুপ্তহত্যার চক্রান্তে জড়িত থাকার সন্দেহে গত নভেম্বরে এক ইরানি ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে মার্কিন বিচার বিভাগ।

অভিযোগে বলা হয়, ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস ওই হত্যার আদেশ দিয়েছিল। গত বছর ট্রাম্প নিজেও একাধিকবার অভিযোগ করে বলেছেন, তাঁকে হত্যার প্রচেষ্টায় ইরানের হাত থাকতে পারে। রয়টার্স।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শিক্ষকদের চার দিনের কর্মসপ্তাহ—বিলাসিতা নাকি অনিবার্য?

ব্র্রিটেনে শীতের মৌসুমে যখন অন্য পেশার মানুষ উৎসবের আনন্দে ব্যস্ত, তখন বিপরীত চিত্র দেখা যায় শিক্ষকসমাজে। অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত, অসুস্থ, প্রায় ‘জম্বি’র মতো দিন পার করা—এই বাস্তবতাই শিক্ষকদের দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে। জনপ্রিয় ধারণার বাইরে, স্কুল ছুটির সময়েও শিক্ষকদের বিশ্রাম খুব কমই মেলে।

ইংল্যান্ড ও ওয়েলসের স্কুলগুলোতে শিক্ষকদের কর্মপরিবেশ যে ক্রমেই সংকটপূর্ণ হয়ে উঠছে, তা নতুন করে উঠে এসেছে ফোর ডে ইউক ফাউন্ডেশনের (4 Day Week Foundation) সাম্প্রতিক আহ্বানে। সংস্থাটি বলছে, শিক্ষকদের জন্য চার দিনের কর্মসপ্তাহ চালু করা এখন ‘বিলাসিতা নয়, বরং টিকে থাকার প্রয়োজনীয়তা’।

ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের (টিইউসি) তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে দুজনের মধ্যে একজন শিক্ষক সপ্তাহে গড়ে ২৬ ঘণ্টা বিনা পারিশ্রমিকে অতিরিক্ত কাজ করেন। দেশের যেকোনো পেশার মধ্যে এটি সর্বোচ্চ। হিসাব করলে দেখা যায়, বছরে শিক্ষকের বেতন প্রায় ১৫ হাজার পাউন্ড কমে যায়—যা এনএএসইউডব্লিউটি ইউনিয়নের সাধারণ সম্পাদক প্যাট্রিক রোচ ‘ডে-লাইট রবারি’ হিসেবে উল্লেখ করেছেন।

ছবি: এআই/প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ