জিৎ বনাম প্রসেনজিৎ, প্রথমবার ওয়েব সিরিজে এসে চমকে দিলেন
Published: 4th, February 2025 GMT
একসঙ্গে প্রসেনজিত আর জিৎকে ওয়েব সিরিজে দেখা যাবে এমন কথা বছরখানেক আগে কেউ কল্পনাও করেনি হয়তো। সেটাই এখন হচ্ছে। তবে বাংলা নয়, হিন্দি একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাদের। ইতোমধ্যে প্রকাশ হয়েছে তার টিজার। আর তা নিয়েই তোলপাড় সৃষ্টি হয়েছে দর্শকদের মাঝে।
নীরজ পাণ্ডে পরিচালিত এই সিরিজটির নাম ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। যার কাস্টিং নিয়ে প্রথম থেকেই চর্চা ছিল তুঙ্গে। প্রসেনজিৎ-জিৎ ছাড়াও পরমব্রত চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জিদের একসঙ্গে দেখতে পাওয়াটা দর্শকদের জন্য এক বিরাট ‘ট্রিট’ হতে চলেছে। মঙ্গলবার সিরিজের টিজার প্রকাশ পেতেই বোঝা গেল কতটা জমজমাট হতে চলেছে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’।
হিন্দি এই ওয়েব সিরিজে পুলিশ অফিসারের ভূমিকায় জিৎ। অন্যদিকে রাজনীতিবিদের চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি। পুলিশের ভূমিকায় আছেন পরমব্রতও। শাশ্বতকে দেখা গেল সাদা পাঞ্জাবিতে। তার ঠোঁটের কোণে চিলতে হাসি। অন্য দৃশ্যে তিনি নিজেই কপালে ঠেকাচ্ছেন পিস্তল।
টিজার জুড়ে একটা উত্তেজনার আবহ দেখা গেছে। শুরুতেই বন্দুক, কার্তুজের ঝলক। পুলিশ, রাজনীতি ও খুনের কোলাজে জমজমাট দৃশ্যগুলি নিঃসন্দেহে কৌতূহলোদ্দীপক।
২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’। করণ ট্যাকার, অবিনাশ তিওয়ারি, অভিমন্যু সিংয়ের মতো অভিনেতারা ছিলেন সেখানে। এরপর থেকেই নাকি ‘খাকি: বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রস্তুতি শুরু করে দেন নীরজ। অবশেষে মুক্তি পেল টিজার।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বন্ধু এন্ড্রু কিশোরকে নিয়ে স্মৃতিকাতর হানিফ সংকেত
তিনি ছিলেন গানপাগল একজন মানুষ। গানের ভেতরেই ছিল যার নিঃশ্বাস, আবেগ, আত্মা। তিনি এন্ড্রু কিশোর—বাংলা চলচ্চিত্রের অমর ‘প্লেব্যাক সম্রাট’। রবিবার (৬ জুলাই) তার পঞ্চম প্রয়াণ দিবস। এ দিনটিতে বন্ধুকে হারানোর বেদনায় স্মৃতিকাতর হয়ে পড়েন বরেণ্য ব্যক্তিত্ব হানিফ সংকেত।
ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক ও নির্মাতা হিসেবে বহুদিন একসঙ্গে পথচলা, আড্ডা, কাজ—সব মিলিয়ে এক গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল তাদের মধ্যে। সেই বন্ধুর স্মৃতিতে হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন হানিফ সংকেত।
লেখার শুরুতে হানিফ সংকেত লেখেন, “আজ বন্ধু এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস। যার কাছে গানই ছিল জীবন-মরণ, গানই ছিল প্রাণ। এই গানের জন্যই মানুষ তাকে ভালোবাসতো, দিয়েছিল ‘প্লেব্যাক সম্রাট’ উপাধি।”
একসঙ্গে বিভিন্ন দেশ ভ্রমণের স্মৃতিচারণ করে হানিফ সংকেত লেখেন, “কিশোর যেমন প্রাণ খুলে দরাজ গলায় গাইতে পারতো, তেমনি সবার সঙ্গে প্রাণ খুলে মিশতেও পারতো। চার দশকের বেশি সময়ের সম্পর্ক ছিল আমাদের। একসঙ্গে অনেক দেশ সফর করেছি, অনেক আড্ডা দিয়েছি। ‘ইত্যাদি’-তে সে ছিল প্রায় নিয়মিত শিল্পী।”
প্রিয় বন্ধুকে কখনো ভুলতে পারবেন না। তা জানিয়ে হানিফ সংকেত লেখেন, “একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ ছিল কিশোর। গানের মাধ্যমেই সে বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। বন্ধু, ভুলিনি তোমায়—ভুলব না, ভুলতেও পারব না। ভালো থেকো, শান্তিতে থেকো।”
ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ২০২০ সালের ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে রাজশাহীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। প্রায় ১৫ হাজার গানে কণ্ঠ দেওয়া এই কিংবদন্তি শিল্পী ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন।
ঢাকা/রাহাত/শান্ত