একসঙ্গে প্রসেনজিত আর জিৎকে ওয়েব সিরিজে দেখা যাবে এমন কথা বছরখানেক আগে কেউ কল্পনাও করেনি হয়তো। সেটাই এখন হচ্ছে।  তবে বাংলা নয়, হিন্দি একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাদের। ইতোমধ্যে প্রকাশ হয়েছে তার টিজার। আর তা নিয়েই তোলপাড় সৃষ্টি হয়েছে দর্শকদের মাঝে। 


নীরজ পাণ্ডে পরিচালিত এই সিরিজটির নাম ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’। যার কাস্টিং নিয়ে প্রথম থেকেই চর্চা ছিল তুঙ্গে। প্রসেনজিৎ-জিৎ ছাড়াও পরমব্রত চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জিদের একসঙ্গে দেখতে পাওয়াটা দর্শকদের জন্য এক বিরাট ‘ট্রিট’ হতে চলেছে। মঙ্গলবার সিরিজের টিজার প্রকাশ পেতেই বোঝা গেল কতটা জমজমাট হতে চলেছে ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’।

হিন্দি এই ওয়েব সিরিজে পুলিশ অফিসারের ভূমিকায় জিৎ। অন্যদিকে রাজনীতিবিদের চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি। পুলিশের ভূমিকায় আছেন পরমব্রতও। শাশ্বতকে দেখা গেল সাদা পাঞ্জাবিতে। তার ঠোঁটের কোণে চিলতে হাসি। অন্য দৃশ্যে তিনি নিজেই কপালে ঠেকাচ্ছেন পিস্তল।

টিজার জুড়ে একটা উত্তেজনার আবহ দেখা গেছে। শুরুতেই বন্দুক, কার্তুজের ঝলক। পুলিশ, রাজনীতি ও খুনের কোলাজে জমজমাট দৃশ্যগুলি নিঃসন্দেহে কৌতূহলোদ্দীপক।

২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’। করণ ট্যাকার, অবিনাশ তিওয়ারি, অভিমন্যু সিংয়ের মতো অভিনেতারা ছিলেন সেখানে। এরপর থেকেই নাকি ‘খাকি: বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রস্তুতি শুরু করে দেন নীরজ। অবশেষে মুক্তি পেল টিজার।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আর গোপনে নয়, প্রকাশ্যে এলেন ম্যাচিং পোশাকে

দুই বছরের বেশি সময় ধরে প্রেম করছেন টিমোথি শ্যালামে ও কাইলি জেনার। শুরুর দিকে নিজেদের সম্পর্ককে ‘ব্যক্তিগত’ই রেখেছিলেন এই তারকা যুগল। তাঁদের একসঙ্গে দেখা যেত নৈশ ক্লাব ও রেস্তোরাঁয়; কিন্তু প্রকাশ্যে প্রেমের কথা কেউই স্বীকার করেননি। গত মে মাসে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একসঙ্গে হাজির হওয়ার পর প্রেমের গুঞ্জন আরও চাউর হয়। এবার তাঁদের পাওয়া গেল ‘মার্টি সুপ্রিম’ সিনেমার প্রিমিয়ারে।

৮ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসে সিনেমার প্রিমিয়ারে দ্বিতীয়বারের মতো একসঙ্গে লালগালিচায় দেখা গেল তাঁদের। ছবির মূল তারকা শ্যালামে, জেনার এতে অভিনয় করেননি; কিন্তু যুগল হিসেবে হাজির হয়ে অনুষ্ঠানের সব আলো যেন কেড়ে নিলেন তাঁরা। বিশেষ করে অনুষ্ঠানে ম্যাচিং করে পরা উজ্জ্বল কমলা রঙের পোশাক দ্রুতই সাড়া ফেলে অন্তর্জালে।

প্রিমিয়ারের শ্যালামে ও কাইলি জেনার। ছবি: এএফপি

সম্পর্কিত নিবন্ধ

  • মালদ্বীপ থেকে ফিরে বড় ঘোষণা, চরকিতে প্রথমবার মিম
  • একসঙ্গে ভিডিও দেখার সুযোগ আনছে টিকটক
  • আর গোপনে নয়, প্রকাশ্যে এলেন ম্যাচিং পোশাকে