বিএসইসির সাবেক চেয়ারম্যান গ্রেফতারআগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা সেবা চালু হচ্ছে কালফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিতরমজানে দুর্নীতিমুক্ত ত্রাণ প্যাকেজ চালু করবে পাকিস্তানরিমান্ড শেষে কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানজেনিথ ইসলামী লাইফের সব সূচকেই প্রবৃদ্ধি১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই নির্বাচন হতে হবে: গোলাম পরওয়াররমজানে কম লাভ করে জনগণের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টারগুচ্ছভর্তি পরীক্ষায় থাকছে ২০ বিশ্ববিদ্যালয়জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.
উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
সর্বোচ্চ উচ্চতায় ওড়া পাঁচ পাখি
পৃথিবীর বায়ুমণ্ডলের যে স্তরে বাণিজ্যিক বিমান চলাচল করে, সেই ৩০ হাজার ফুটের বেশি উচ্চতায় কিছু পাখি দেখা যায়। অক্সিজেন খুবই কম আর তাপমাত্রা জমাট বাঁধা শীতল হলেও অনেক উঁচুতে কিছু পাখি দেখা যায়। চরম পরিবেশে টিকে থাকার জন্য এসব পাখির দেহে রয়েছে অবিশ্বাস্য অভিযোজনক্ষমতা। উচ্চতম উচ্চতায় উড্ডয়নের রেকর্ডধারী এমন পাঁচটি অসাধারণ পাখিকে নিয়ে পড়ুন।
রুপেলস শকুন
উচ্চতম উড্ডয়নের বিশ্ব রেকর্ড রয়েছে আফ্রিকার বিশাল শিকারি পাখি রুপেলস শকুনের দখলে। রুপেলস শকুনের উড্ডয়নের সর্বোচ্চ রেকর্ডটি বিশ্বাস করা হয় ৩৭ হাজার ফুট বা ১১ হাজার ৩০০ মিটার। ১৯৭৩ সালে আইভরি কোস্টের আকাশে একটি বিমান ইঞ্জিনে আঘাত হানার পর সেই ইঞ্জিনের মধ্যে মৃত অবস্থায় একটি রুপেলস শকুনকে পাওয়া গিয়েছিল। বিমানটি তখন ৩৭ হাজার ফুট উচ্চতায় ছিল। এই উচ্চতা প্রমাণ করে পাখিটি বিমান চলাচলের সাধারণ সীমা অতিক্রম করে উড়ছিল। এসব শকুন তাদের শক্তিশালী দৃষ্টিশক্তি ব্যবহার করে বিস্তীর্ণ এলাকা পর্যবেক্ষণ করে খাদ্য সন্ধানের জন্য এত ওপরে ওঠে।
সারস