সুইডেনের মধ্যাঞ্চলে প্রাপ্তবয়স্কদের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন।  মৃতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে অরেব্রো শহরে এ হামলার ঘটনা ঘটে। সুইডিশ পুলিশের বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছে।

রিসবার্গস্কা স্কুলে এ হামলার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। আহতদের মধ্যে ছয়জনকে স্থানীয় ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজনই গুলিবিদ্ধ হয়েছেন। 

ঘটনার প্রতিক্রিয়ায় সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেন, ‘এটা আমাদের দেশের ইতিহাসে অত্যন্ত কষ্টের দিন।’ প্রাথমিকভাবে এ হামলার পেছনে কোনো ধরনের সন্ত্রাসবাদী উদ্দেশ্য পায়নি পুলিশ।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মতিঝিলে শাকিব খানের শুটিং চলাকালে ভূমিকম্প, যা যা হলো

ছুটির দিন শুক্রবারে মতিঝিল এলাকায় থাকে নিস্তব্ধতা। কিন্তু আজ সকালটা এর ব্যতিক্রম। দিলকুশায় দেখা মিলল শত শত মানুষের ভিড়। গাড়ির হর্ন নেই, কিন্তু মানুষের কথাবার্তার গুঞ্জন, মোবাইল ক্যামেরার ক্লিক, আর চায়ের দোকানের হাঁকডাক—সব মিলিয়ে যেন উৎসবমুখর শব্দের এক অদ্ভুত কোলাহল।

‘সোলজার’ পোস্টারে শাকিব খান। ছবি: ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ