ফাইনাল সেরা তামিম, টুর্নামেন্ট সেরা মিরাজ
Published: 7th, February 2025 GMT
বিপিএলের ২০২৫ আসরের চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলেছে দলটি। ফাইনালে চিটাগংয়ের ১৯৪ রান তাড়া করে ৩ উইকেটে জিতেছে বরিশাল।
ফাইনালের সেরা ক্রিকেটার হয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া টুর্নামেন্ট সেরা হয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক ও অলরাউন্ডার মেহেদী মিরাজ।
তামিম দলকে শিরোপা জেতানোর পথে ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে নয়টি চারের সঙ্গে একটি ছক্কা আসে। তার চেয়ে চিটাগংয়ের খাজা নাফি ও পারভেজ ইমন বেশি রান করেন। নাফি ৪৪ বলে ৬৬ রান করেন। ইমন ৪৯ বলে খেলেন ৭৮ রানের হার না মানা ইনিংস।
তবে তামিম দলকে জেতানো ফিফটি করার ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন। বিসিবির পূর্বঘোষণা অনুযায়ী, ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ৫ লাখ টাকার অর্থ পুরস্কার পাবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও ওপেনার।
টুর্নামেন্ট সেরা হওয়া মিরাজ দারুণ অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি ১৪ ম্যাচে ৩৫৫ রান করেন। বল হাতে নেন ১৩ উইকেট। যে কারণে তাকে টুর্নামেন্ট সেরা ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্ট সেরা হওয়া ডানহাতি এই স্পিন অলরাউন্ডার ১০ লাখ টাকা অর্থ পুরস্কার পাবেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল ত ম ম ইকব ল
এছাড়াও পড়ুন:
কুয়েটে অন্তবর্তী উপাচার্য নিয়োগ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হযরত আলী।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। কুয়েটে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য হযরত আলী উপাচার্যের দায়িত্ব পালন করবেন। বিস্তারিত আসছে...