বিপিএলের ২০২৫ আসরের চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলেছে দলটি। ফাইনালে চিটাগংয়ের ১৯৪ রান তাড়া করে ৩ উইকেটে জিতেছে বরিশাল।

ফাইনালের সেরা ক্রিকেটার হয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া টুর্নামেন্ট সেরা হয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক ও অলরাউন্ডার মেহেদী মিরাজ। 

তামিম দলকে শিরোপা জেতানোর পথে ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে নয়টি চারের সঙ্গে একটি ছক্কা আসে। তার চেয়ে চিটাগংয়ের খাজা নাফি ও পারভেজ ইমন বেশি রান করেন। নাফি ৪৪ বলে ৬৬ রান করেন। ইমন ৪৯ বলে খেলেন ৭৮ রানের হার না মানা ইনিংস। 

তবে তামিম দলকে জেতানো ফিফটি করার ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন। বিসিবির পূর্বঘোষণা অনুযায়ী, ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ৫ লাখ টাকার অর্থ পুরস্কার পাবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও ওপেনার। 

টুর্নামেন্ট সেরা হওয়া মিরাজ দারুণ অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি ১৪ ম্যাচে ৩৫৫ রান করেন। বল হাতে নেন ১৩ উইকেট। যে কারণে তাকে টুর্নামেন্ট সেরা ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্ট সেরা হওয়া ডানহাতি এই স্পিন অলরাউন্ডার ১০ লাখ টাকা অর্থ পুরস্কার পাবেন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ত ম ম ইকব ল

এছাড়াও পড়ুন:

ওসমান হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। তাঁরা হাদির অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

আজ শুক্রবার রাত ১০টার দিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হাসপাতালে পৌঁছান। এর কিছুক্ষণ পর হাসপাতালে আসেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত আটটার দিকে হাদিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর হয়।

এদিকে ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন।

বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

সম্পর্কিত নিবন্ধ