ফাইনাল সেরা তামিম, টুর্নামেন্ট সেরা মিরাজ
Published: 7th, February 2025 GMT
বিপিএলের ২০২৫ আসরের চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলেছে দলটি। ফাইনালে চিটাগংয়ের ১৯৪ রান তাড়া করে ৩ উইকেটে জিতেছে বরিশাল।
ফাইনালের সেরা ক্রিকেটার হয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া টুর্নামেন্ট সেরা হয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক ও অলরাউন্ডার মেহেদী মিরাজ।
তামিম দলকে শিরোপা জেতানোর পথে ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে নয়টি চারের সঙ্গে একটি ছক্কা আসে। তার চেয়ে চিটাগংয়ের খাজা নাফি ও পারভেজ ইমন বেশি রান করেন। নাফি ৪৪ বলে ৬৬ রান করেন। ইমন ৪৯ বলে খেলেন ৭৮ রানের হার না মানা ইনিংস।
তবে তামিম দলকে জেতানো ফিফটি করার ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন। বিসিবির পূর্বঘোষণা অনুযায়ী, ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ৫ লাখ টাকার অর্থ পুরস্কার পাবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও ওপেনার।
টুর্নামেন্ট সেরা হওয়া মিরাজ দারুণ অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি ১৪ ম্যাচে ৩৫৫ রান করেন। বল হাতে নেন ১৩ উইকেট। যে কারণে তাকে টুর্নামেন্ট সেরা ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্ট সেরা হওয়া ডানহাতি এই স্পিন অলরাউন্ডার ১০ লাখ টাকা অর্থ পুরস্কার পাবেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল ত ম ম ইকব ল
এছাড়াও পড়ুন:
‘মার্চ টু যমুনা’র জন্য প্রস্তুত শিক্ষকরা
বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া এবং চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা দেওয়াসহ তিন দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হয়েছেন সারা দেশ থেকে আসা এমপিওভুক্ত শিক্ষকরা। এসব দাবি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির জন্য প্রস্তুত হচ্ছেন তারা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে শহীদ মিনারে সরেজমিনে গিয়ে দেখা গেছে, শিক্ষকরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অবস্থান করছেন এবং স্লোগানে মুখর করে তুলেছেন চারপাশ। মূল বেদির নিচে শিক্ষক নেতারা বক্তব্য রাখছেন।
শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অল্প সময়ের মধ্যেই তারা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে যমুনার উদ্দেশে যাত্রা করবেন। দাবি পূরণ না হলে তারা আমরণ অনশনেও যেতে প্রস্তুত।
খুলনার একটি স্কুলের সহকারী শিক্ষক মো. আবুল কালাম আজাদ বলেছেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তারা দিন-রাত পরিশ্রম করে জাতিকে শিক্ষা দেন। কিন্তু, তারা আজ বঞ্চিত। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।
ঢাকা/এএএম/রফিক