যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভিজিটিং অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্বসেরা পাঁচ বিজ্ঞানী। 

মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ 

ভিজিটিং অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়া বিজ্ঞানীরা হলেন, মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড.

সাইদুর রহমান, জাপানের তহুকো বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক তাডাহেরু কোমেডা, চায়নার জর্জিয়া টেক সেনজেন ইনস্টিটিউটের খণ্ডকালীন সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী সাদ আলী, জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজির ম্যাটেলিয়ালস্ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক তমোহিরো হায়েসি এবং চায়নার হেনান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক জিউহা লিউ।

যবিপ্রবির নিয়োগ পাওয়া এ বিজ্ঞানীরা বিশ্ববিদ্যালয় ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষা ও গবেষণার বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করবেন। যা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের বিশ্বের কাছে পরিচিত হতে সহযোগিতা করবে। এতে বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। 

গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত ১০৪তম রিজেন্ট বোর্ড সভায় বিভাগীয় পরিকল্পনা কমিটির সুপারিশ অনুসারে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচজন অধ্যাপককে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশল বিভাগের ভিজিটিং অধ্যাপক হিসেবে ১ বছরের জন্য নিয়োগের সিদ্ধান্ত নেন।

ঢাকা/ইমদাদুল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বার্সার বিপক্ষে দ্বিতীয় লেগে খেলা হবে না মার্টিনেজের 

বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ৩-৩ গোলের সমতা করেছে ইন্টার মিলান। বার্সার মাঠ থেকে সমতা করে যাওয়ায় কিছুটা হলেও এগিয়ে আছে ইতালির জায়ান্টরা। তবে অলিখিত ওই ফাইনালে আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজকে না পাওয়ার শঙ্কায় আছে দ্য হিরোনসরা। 

বার্সার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় লাওতারো মার্টিনেজের। প্রথমার্ধ চলাকালে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। দ্বিতীয়ার্ধে তাকে বদলি করে মেহদি তারিমিকে মাঠে নামান ইন্টার মিলান কোচ সিমোন ইনজাঘি। 

আগামী ৬ মে রাতে দ্বিতীয়ার্ধের ম্যাচ খেলতে নামবে ইন্টার ও বার্সা। ওই ম্যাচে মার্টিনেজের খেলা হবে না। বিষয়টি পুরোপুরি নিশ্চিত না করলেও এক প্রকার জানিয়ে দিয়েছেন ইন্টার কোচ, ‘লাওতারো পায়ে অস্বস্তি বোধ করছিল। আমরা কাল তার আরও কিছু পরীক্ষা করানোর পর পরিস্থিতি বুঝতে পারবো। তবে দ্বিতীয় লেগে আমাদের জন্য অলিখিত ফাইনালে সে খুবই অনিশ্চিত।’

সাবেক ইতালি স্ট্রাইকার ইনজাঘি দ্বিতীয় লেগে বার্সার বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী। সান সিরোর ৭৫ হাজার দর্শকের সমর্থন বড় পার্থক্য গড়ে দেবে বলে মনে করেন তিনি, ‘আশা করছি, আমরা দ্বিতীয় লেগে বেঞ্জামিন পাভার্ডকে (রাইট ব্যাক) পাবো। কিন্তু দূর্ভাগ্যবশত লাওতারোর ক্ষেত্রে একই আশা করছি পারছি না। দ্বিতীয় লেগ আমাদের জন্য ফাইনালের সমান এবং আমি ঘরের মাঠের ৭৫ হাজার দর্শককে গোনায় ধরছি। আমাদের ভক্তরা এই অর্জনে আমাদের সাহায্য করবে।’

চলতি মৌসুমে ইন্টার মিলানের সামনে ট্রেবল জয়ের সুযোগ ছিল। তবে কোপা ইতালিয়ায় এসি মিলানের বিপক্ষে হেরে ট্রেবলের সুযোগ শেষ হয়েছে তাদের। টিকে আছে ডাবল জয়ের সুযোগ। তবে পথে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। বার্সার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে জিততে হবে। ওদিকে ইতালির সিরি আ’তে সমান ম্যাচে ৩ পয়েন্টে এগিয়ে ইন্টারের শীর্ষস্থান কেড়ে নিয়েছে নাপোলি। 

সম্পর্কিত নিবন্ধ