ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে ১৬টি ভাষা কোর্সে শিক্ষার্থী ভর্তি নেবে। আধুনিক ভাষা ইনস্টিটিউট ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১৬টি ভাষা কোর্সে শিক্ষার্থী ভর্তি নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বর্তমান শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৫০০ টাকা, ভূতপূর্ব ও অন্য শিক্ষার্থীদের ক্ষেত্রে ৭০০ টাকা। কোর্সের মেয়াদ ১৫০ ঘণ্টা (১ বছরে সমাপ্য)। আগ্রহী প্রার্থীরা ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

ভাষা কোর্স মধ্য আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, জার্মানি, হিন্দি, ইতালিয়ান, জাপানি, কোরিয়ান, মালয়, ফারসি, রাশিয়ান, স্প্যানিশ, তুর্কি সবার জন্য উন্মুক্ত। ইংরেজি ভাষা কোর্সটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা স্নাতক শিক্ষার্থীদের জন্য। বিদেশি শিক্ষার্থীদের জন্য বাংলা।

শিক্ষা কার্যক্রমের নাম

এলিমেন্টারি সার্টিফিকেট কোর্স। ইংরেজি ভাষার জন্য প্রিইন্টারমিডিয়েট ও ইন্টারমিডিয়েট সার্টিফিকেট কোর্স। ক্লাসের ব্যাপ্তি: প্রতি ক্লাস ২ ঘণ্টা করে, সপ্তাহে ২/৩ দিন।

ভর্তির যোগ্যতা

এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ন্যূনতম দ্বিতীয় বিভাগ/বি গ্রেড/জিপিএ-২.

৫ থাকতে হবে।

আবেদনপত্র সংগ্রহ (অনলাইন ও অফলাইন): ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি শাখার জনতা ব্যাংক থেকে নগদ টাকার বিনিময়ে ভর্তির আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

আধুনিক ভাষা ইনস্টিটিউটের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত ফরম অনলাইনে পাওয়া যাবে, যা যথাযথভাবে পূরণ করে ১ কপি ছবি ও নিজ স্বাক্ষরের (৮০×৮০ কেবির নিচে) স্ক্যান কপি আপলোড করতে হবে। 

বিস্তারিত তথ্যের জন্য https://iml.du.ac.bd/

গ্রন্থনা: রাজিয়া আক্তার

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

বিশ্বকাপের টিকিট কাটল ঘানা

পঞ্চম আফ্রিকান দেশ হিসেবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ঘানা। আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে গতকাল রাতে মোহাম্মদ কুদুসের গোলে কোমোরোসকে ১–০ গোলে হারিয়েছে ‘ব্ল্যাক স্টার্স’খ্যাত দলটি।

এর ফলে আফ্রিকার উত্তরাঞ্চলের বাইরের প্রথম দেশ হিসেবে এবার বিশ্বকাপে জায়গা করল ঘানা। এর আগে আফ্রিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছিল আলজেরিয়া, মিসর, মরক্কো ও তিউনিসিয়া। এই দেশগুলো উত্তর আফ্রিকার, ঘানা পশ্চিমের।

আক্রায় পাওয়া এই জয়ে গ্রুপ ‘আই’তে ঘানার পয়েন্ট ১০ ম্যাচে ২৫। দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কার থেকে ৬ পয়েন্টে এগিয়ে আছে তারা। ৯ গ্রুপের রানার্সআপদের মধ্যে শীর্ষ চারে থেকে আঞ্চলিক প্লে–অফ নিশ্চিত করতে মাদাগাস্কারকে মালির বিপক্ষে জিততেই হতো। কিন্তু বামাকোতে গতকাল রাতে মালির কাছে ৪–১ গোলে হেরে লড়াই থেকে ছিটকে গেছে তারা।

আরও পড়ুন১২ বছর পর বিশ্বকাপে মাহরেজের আলজেরিয়া, রইল বাকি ২৮১০ অক্টোবর ২০২৫

ঘানা অবশ্য এই ম্যাচের আগেই নিজেদের পঞ্চম বিশ্বকাপ টিকিট নিয়ে অনেকটাই নিশ্চিত ছিল। ঘানাকে পেছনে ফেলে বিশ্বকাপ খেলতে মাদাগাস্কারকে গতকাল নিজেদের ম্যাচে জেতার পাশাপাশি পোষাতে হতো ৮ গোলের ঘাটতিও; সঙ্গে ঘানার হার তো আছেই। ফলে মাদাগাস্কারের যেটুকু সম্ভাবনা ছিল, তা শুধু কাগজে–কলমেই। তবে সে হিসাব–নিকাশে যাওয়ার প্রয়োজনই পড়েনি।

গতকাল রাতে জিতেছে আগেই বিশ্বকাপ নিশ্চিত করা মিসরও

সম্পর্কিত নিবন্ধ