নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
Published: 13th, March 2025 GMT
নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জয়নগর ইউনিয়নের চর জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। আকরাম শেখ চর জয়নগর গ্রামের হেকমত শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর জয়নগর গ্রামের আনসার জমাদ্দার পক্ষের সঙ্গে একই গ্রামের হেকমত শেখের পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
বুধবার রাতে হেকমত শেখের ছেলে আকরাম শেখ স্থানীয় একটি দোকানে চা খেতে গেলে আনসার জমাদার পক্ষের ১৫-২০ জন তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ‘‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ নিহত হয়েছেন। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/শরিফুল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আকর ম শ খ
এছাড়াও পড়ুন:
বিকেএসপিতে উন্মোচিত ৫০ কিংবদন্তির নামফলক
বাংলাদেশের খেলাধুলায় প্রতিভা তৈরির সবচেয়ে বড় আঁতুড়ঘর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ৩৯ বছরের পথচলায় এখান থেকে উঠে এসেছেন অসংখ্য তারকা। তাঁদের মেধা, শৃঙ্খলা আর পরিশ্রমে দেশের ক্রীড়াঙ্গন বারবার গর্বিত হয়েছে। সেই দীর্ঘ যাত্রাকে সম্মান জানাতে আজ উন্মোচন করা হলো বিকেএসপির ‘৫০ লিজেন্ডারি খেলোয়াড়’-এর নামফলক। এই কীর্তিমান ক্রীড়াবিদদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা।
বিকেএসপির অডিও ভিজ্যুয়াল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। তিনি ৫০ কিংবদন্তিকে আলোকিত মানুষ হিসেবে বর্ণনা করেন। তাঁর ভাষায়, এসব খেলোয়াড়ের আলোয় বিকেএসপি ও দেশ উজ্জ্বল হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত কিংবদন্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিকেএসপির উত্তরীয় পরিয়ে দেন তিনি।
বিকেএসপির মহাপরিচালকের হাত থেকে সম্মাননা স্মারক নিচ্ছেন ক্রিকেটার মারুফা আক্তার