শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার অটোরিকশাচালক
Published: 13th, March 2025 GMT
পঞ্চগড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শরিফুল ইসলাম সৌরভ (৩০) নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সৌরভের বাড়ি পঞ্চগড় পৌরসভার উত্তর দর্জিপাড়া এলাকায়।
বুধবার (১২ মার্চ) বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় সৌরভ কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে।
শিশুটির পরিবার জানায়, শিশুটির কান্নার শব্দ শুনে তার মা খুঁজতে গিয়ে সৌরভের ঘরে আপত্তিকর দৃশ্য দেখতে পান। তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে সৌরভের পরিবারের সদস্যরা শিশুটির বাবাকে মারধর করে। খবর পেয়ে পুলিশ সৌরভকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তাকে আসামি করে মামলা করেছেন শিশুটির মা। শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির বাবা বলেন, “তার সাথে আমার কোন বিরোধ নেই। তারপরও সে আমার মেয়ের সাথে এমনটা করেছে। আমি প্রতিবাদ করতে গেলে আমাকে মারধরও করে। আমি এর ন্যায্য বিচার চাই।”
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.
পঞ্চগড় সদর থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, “শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। আমরা আসামিকে গ্রেপ্তার করেছি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/নাঈম/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চল্লিশের পর তারুণ্য ধরে রাখতে যে পুষ্টি দরকার
বয়স ৪০ পেরোনোর পর থেকেই শরীরে নানা পরিবর্তন দেখা দেয়। হরমোনের ওঠানামা, শক্তির ঘাটতি, হাড়ে ব্যথা, কিংবা মনোযোগ কমে যাওয়ার মতো বিষয় ঘটে। বয়স বাড়লেও প্রাণশক্তি ধরে রাখা সম্ভব, যদি আমরা প্রতিদিনের খাবার নিয়ে একটু সচেতন হই। পুষ্টি শুধু রোগপ্রতিরোধে নয়, শরীরের প্রতিটি কোষের পুনর্গঠন, মানসিক ভারসাম্য ও তারুণ্য ধরে রাখারও মূল চাবিকাঠি।
অস্থিসন্ধি ও হাড়ের যত্নে সঠিক খাবার
ইলিশ, রুই, কাতলা, তেলাপিয়া, সামুদ্রিক মাছ, ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড ও প্রোটিনে সমৃদ্ধ।
দুধ, টক দই, পনির, ছানা ক্যালসিয়াম ও ভিটামিন ডি জোগায়।
হলুদ ও আদা রান্নায় নিয়মিত ব্যবহার করলে প্রদাহ কমে।
তিল, চিনাবাদাম, বাদাম, চিয়া সিড, তিসির বীজ অস্থিসন্ধিতে ভালো ফ্যাট সরবরাহ করে।
পালংশাক, লালশাক, কলমিশাক, পুঁইশাক, মিষ্টিকুমড়ার পাতা হাড়ের জন্য চমৎকার।
ডিমে প্রোটিন ও ভিটামিন ডি উভয়ই আছে। তাজা মাছের তেল বা শর্ষের তেল বেশ উপকারী।
খেতে হবে পুষ্টিকর খাবার