শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার অটোরিকশাচালক
Published: 13th, March 2025 GMT
পঞ্চগড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শরিফুল ইসলাম সৌরভ (৩০) নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সৌরভের বাড়ি পঞ্চগড় পৌরসভার উত্তর দর্জিপাড়া এলাকায়।
বুধবার (১২ মার্চ) বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় সৌরভ কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে।
শিশুটির পরিবার জানায়, শিশুটির কান্নার শব্দ শুনে তার মা খুঁজতে গিয়ে সৌরভের ঘরে আপত্তিকর দৃশ্য দেখতে পান। তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে সৌরভের পরিবারের সদস্যরা শিশুটির বাবাকে মারধর করে। খবর পেয়ে পুলিশ সৌরভকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তাকে আসামি করে মামলা করেছেন শিশুটির মা। শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির বাবা বলেন, “তার সাথে আমার কোন বিরোধ নেই। তারপরও সে আমার মেয়ের সাথে এমনটা করেছে। আমি প্রতিবাদ করতে গেলে আমাকে মারধরও করে। আমি এর ন্যায্য বিচার চাই।”
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.
পঞ্চগড় সদর থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, “শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। আমরা আসামিকে গ্রেপ্তার করেছি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/নাঈম/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জুলাই সনদে স্বাক্ষর করেনি যেসব দল
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং চারটি বাম রাজনৈতিক দল।
শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা অংশ নিলেও এনসিপি ও বাম দলগুলোর কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না।
আরো পড়ুন:
‘কিছু দল জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে’
আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর করব না: নাহিদ
অনুপস্থিত বাম চার দল হলো-বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ জাসদ।
বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর কিছু আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছান।
এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, দলের পক্ষ থেকে আগে থেকেই না যাওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছিল। গতকাল দিবাগত রাত ২টার দিকে এনসিপির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আইনি ভিত্তির নিশ্চয়তা না থাকায় তারা এখনই সনদে স্বাক্ষর করছে না।
শুক্রবার রাজধানীর ইস্কাটনে এক অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জাতীয় ঐকমত্যের নামে কিছু রাজনৈতিক দল জনগণকে প্রতারিত করছে।”
অন্যদিকে, বাম দলগুলোও সনদ সংশোধনের দাবি জানিয়ে অনুষ্ঠানে অংশ নেয়নি। গতকাল পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সিপিবি, বাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদের নেতারা জানান, সংশোধিত খসড়া না পেলে তারা সনদে স্বাক্ষর করবে না।
সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির বলেন, “আমরা আগেই আমাদের অবস্থান পরিষ্কার করেছি।”
অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন ছয়টি বড় ধরনের সংস্কার কমিশনের মাধ্যমে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন, পুলিশ ও বিচার বিভাগের সংস্কার প্রস্তাব নিয়ে ৬৩টি দলের সঙ্গে আলোচনা করে এই সনদ তৈরি করে। তবে জাতীয় পার্টিকে আলোচনায় রাখা হয়নি।
অনুষ্ঠান শুরুর আগে ‘জুলাই যোদ্ধা’ নামধারী একটি দল অনুষ্ঠানস্থলে জড়ো হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে। ইটপাটকেল, অগ্নিসংযোগসহ কয়েকটি সহিংস ঘটনা ঘটে।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, যেসব দল এখন সনদে স্বাক্ষর করেনি, তারা চাইলে পরবর্তীতেও তা করতে পারবে।
ঢাকা/এএএম/এসবি