রান পাচ্ছিলেন না মুমিনুল হক। কিন্তু আবাহনী লিমিটেডের কোচ হান্নান সরকারের আস্থা ছিল প্রবল। মুমিনুল ভালো করবেন-ই। সেই আস্থার প্রতিদান মুমিনুল দিলেন ৯২ রানের ঝকঝকে ইনিংস খেলে। কিন্তু, ৮ রানের আক্ষেপে পুড়েছেন। 

তিন অঙ্কের ছোঁয়ার দারুণ সুযোগ থাকলেও স্পিনার আইচ মোল্লার বলে বোল্ড হয়ে যান। ৭৪ বলে ৭ চার ও ৪ ছক্কায় সাজান তার দৃষ্টিনন্দন ইনিংস। মুমিনুলের রান পাওয়ার দিনে অবশ্য আবাহনী জিতেছে অনায়েসে। 

বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ৩১০ রান করেছে আবাহনী লিমিটেড। জবাব দিতে নেমে ব্রাদার্স ৭ উইকেটে ২৩০ রানের বেশি করতে পারেনি। 

আরো পড়ুন:

ব্যাটিংয়ে নাঈম-জাকির-শামীমদের করুণ দশা!

‘একটা ট্রফি জিততে পারলে আমাদের প্রজন্মের জন্য ভালো হবে’

মুমিনুল বাদে এই ম্যাচে রান পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। ৮৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৭১ রান করেন। রান পাননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১২ রানে থেমে যায় তার ইনিংস। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত ২৩ ও মাহফুজুর রাব্বী ২৮ রান করেন। 

ব্রাদার্সের সেরা বোলার ছিলেন পেসার আল-আমিন হোসেন। ৪১ রানে ২ উইকেট নেন তিনি। 

ব্রাদার্স জবাব দেয় অধিনায়ক মাইশুকুর রহমান রিয়েলের ব্যাটে। ৭৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৮৪ রান করেন তিনি। এছাড়া দলের হয়ে ফিফটি পাননি কেউ।

মিজানুর রহমান ৪৫ ও অলোক কাপালি ৩৩ রান করেন। আবাহনীর হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন মোসাদ্দেক হোসেন সৈকত ও মেহরব হোসেন। 

পাঁচ ম্যাচে চার জয়ে আবাহনী এখন টেবিল টপার। রান রেটে তারা এখন সবাইকে ছাড়িয়ে। ব্রাদার্সের এটি পঞ্চম ম্যাচে চতুর্থ হার। 

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ন উইক ট

এছাড়াও পড়ুন:

কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য হলেন অধ্যাপক হযরত আলী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী। 

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিযুক্ত করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম  কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে এই বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ড. মো. হযরত আলীকে কুয়েটের উপাচার্য পদের রুটিন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

সম্পর্কিত নিবন্ধ