সিরাজগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে ঈদপূর্ব যানবাহনের চাপ বাড়ছে। বিকেল থেকে যানবাহনের চাপ বাড়লেও সিরাজগঞ্জের মহাসড়কের যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল মোড় থেকে চান্দাইকোনা পর্যন্ত অংশের কোথাও যানজট বা ধীরগতি নেই। 

এদিকে মহাসড়কের শৃঙ্খলারক্ষায় বগুড়া রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মো শহিদুল্লাহ'র নেতৃত্বে হাটিকুমরুল ও শেরপুর হাইওয়ে পুলিশের বেশ কয়েকটি দল মাঠে রয়েছে। 

অন্যদিকে যমুনা সেতু পশ্চিম থানাসহ জেলা ও ট্রাফিক পুলিশ তৎপর রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টা থেকে যমুনা সেতুর পশ্চিম পাড় গোল চত্বরে টানা দু’ঘণ্টা অবস্থান করেও যানজট দেখা যায়নি। 

সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়, যমুনা সেতু পশ্চিম পাড় থেকে চান্দাইকোনা হয়ে বগুড়ার শেরপুর, বনানী, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ীসহ মহাসড়কের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের ডজনখানেক নিরাপত্তাশেড তৈরি করা হয়েছে। সড়কের সুশৃঙ্খলা রক্ষায় সেসব সেড থেকে চালক-যাত্রীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে।

যমুনা সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

আনোয়ারুল ইসলাম দুপুর আড়াইটায় জানান, ‘ঈদের আগে যানবাহনের চাপ বাড়লেও তুলনামূলক যাত্রীর সংখা কম। হয়তো সন্ধ্যায় বা রাতে বাড়তে পারে।’

তিনি আরও জানান, ‘জেলার গণমাধ্যমকর্মীরা মহাসড়কের নিরাপত্তা ও ডাকাতির সংবাদ পরিবেশন করায় আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তৎপর হওয়ার নতুন করে আর কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।’ 

এদিকে বৃহস্পতিবারও হাটিকুমরুল মোড়সহ সিরাজগঞ্জ ও বগুড়ার মহাসড়কের নিরাপত্তা পরিদর্শনে আসেন বগুড়া রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মো. শহিদুল্লাহ। 

আজ বিকেলে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে অবস্থানকালে বলেন, ‘সিরাজগঞ্জের নলকা থেকে বগুড়ার রহবার পর্যন্ত মহাসড়কের শৃঙ্খলতায় ৪২২ জন ঈদের আগে দিনরাত দায়িত্ব পালন করছেন। ঈদের আগে ট্রাক চলাচল বন্ধের বিষয়ে নির্দেশনা থাকলেও ট্রাক মালিক-শ্রমিক সংগঠন সাড়া না দেওয়ায় বাড়তি ঝামেলার সৃষ্টি হয়েছে।’ 

সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি ও জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে আমি অনেকটা দূরে সরে আছি।’ বর্তমান দায়িত্বপ্রাপ্ত সভাপতি সিরাজগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম সমকালের মুঠোফোনে সাড়া দেননি। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আনায়ারুল কবির পাভেল বলেন, ‘ঢাকা থেকে লক্কর ঝক্কর ও ফিটনেসবিহীন বাসের সংখ্যা বাড়ায় সেসব নিয়ন্ত্রণে ঝামেলায় রয়েছি। তবে যানবাহনের চাপ বাড়ছে।’ 

ঢাকা-রংপুর মহাসড়কের সওজের সাউথ এশিয়া রিজিওনাল কো-অপারেশন সম্প্রসারণ প্রকল্পের (সাসেক) পরিচালক ডক্টর অলিউর রহমান আজ বিকেলে সমকালকে বলেন, ‘এবারের রাস্তাঘাটে কোনো সমস্যা নেই। আশা করছি, সুশৃঙ্খলভাবে উত্তর অঞ্চলের লোকজন ঘরে ফিরতে পারবেন।’

উৎস: Samakal

কীওয়ার্ড: স র জগঞ জ স র জগঞ জ র

এছাড়াও পড়ুন:

তুর পাহাড় কোথায় অবস্থিত

তুর পাহাড় ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে আল্লাহ তায়ালা সরাসরি নবী মুসা (আ.)-এর সঙ্গে কথা বলেছেন। পবিত্র কোরআনে এই পাহাড়কে ‘তুর সিনিন’ বা ‘আত-তুর’ নামে উল্লেখ করা হয়েছে। এর ভূগোল, ধর্মীয় তাৎপর্য ও ঐতিহাসিক প্রমাণ ইসলাম, খ্রিষ্টান ও ইহুদি—তিন ধর্মেই বিশেষ গুরুত্ব বহন করে।

ধর্মীয় ইতিহাসে তুর পাহাড়

তুর পাহাড়কে ইসলামের পাশাপাশি খ্রিষ্টান ও ইহুদিধর্মেও পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়। ইহুদিরা বিশ্বাস করে, এখানেই নবী মুসা (আ.) তাওরাত গ্রহণ করেছিলেন। খ্রিষ্টানদের মতে, এখানে নবী মুসা (আ.) আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন এবং পরে ‘দশ আদেশ’ লাভ করেছিলেন। (এক্সোডাস ১৯-২০, পুরাতন নিয়ম, বাইবেল)

পবিত্র কোরআনে বর্ণিত আছে, আল্লাহ তাআলা মুসা (আ.)-কে এই পাহাড়ে আহ্বান করেছিলেন। মুসা (আ.) তখন বললেন, “হে আমার প্রতিপালক, আপনি আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখব।’ তিনি বললেন, ‘তুমি আমাকে কখনো দেখবে না। বরং তুমি পাহাড়ের দিকে তাকাও।’ (সুরা আরাফ, আয়াত: ১৪৩)

চূড়ার কয়েট মিটার পূর্বে

সম্পর্কিত নিবন্ধ