শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
Published: 27th, March 2025 GMT
শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।
আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলমসহ আরো ৫০৩ জনকে। ‘জয় বাংলা ব্রিগেড’ নামে অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে এ মামলা করা হয়।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আরো পড়ুন:
হাসিনা-রেহানা-জয়-পুতুলসহ ২০১ জনের নামে হত্যাচেষ্টা মামলার আবেদন
টিসিবির চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান
এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করে একটি গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেওয়া এবং তা নিশ্চিতকরণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবেন বলে অনেকেই প্রত্যয় ব্যক্ত করেন। মোট ৫৭৭ জন অংশগ্রহণকারী দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে ওই জুম মিটিংয়ে অংশগ্রহণ করে এবং শেখ হাসিনার সমস্ত নির্দেশ পালন করার ব্যাপারে একাগ্রচিত্তে মত প্রকাশ করে।
ড.
ঢাকা/এমআর/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ল য টফর ম
এছাড়াও পড়ুন:
রাবিতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালন
‘কোনো মাত্রাই নিরাপদ নয়, সিসা দূষণ বন্ধে কাজ করার এখনই সময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পালিত হলো ‘আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫’।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে ইউনিসেফের সহযোগিতায় ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ যৌথভাবে জনসচেতনতামূলক র্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।
আরো পড়ুন:
অসুস্থ হয়ে পড়েছেন অনশনরত রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ৫ শিক্ষার্থী
রাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু. বিচার দাবিতে বিক্ষোভ
সিনেট ভবনের সামনে থেকে র্যালি শুরু হয়ে জোহা চত্বর প্রদক্ষিণ শেষে মানববন্ধনের মধ্য দিয়ে সকাল ১১টায় তাদের এ কর্মসূচি শেষ হয়।
এতে অংশ নেন রাবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম, ইয়ুথনেট গ্লোবালের স্বেচ্ছাসেবক, পিওর আর্থ ও ইউনিসেফের প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ শতাধিক অংশগ্রহণকারী।
র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল সিসা দূষণ প্রতিরোধমূলক ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। ‘সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে’সহ বিভিন্ন স্লোগানের মাধ্যমে সিসা বিষক্রিয়া রোধে জনসচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগ ও সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
মানববন্ধন থেকে জানা যায়, সিসা দূষণে বিশ্বে বাংলাদেশ চতুর্থ। দেশের ৬০ শতাংশ শিশুর রক্তে অতিরিক্ত সিসা পাওয়া গেছে, যা বুদ্ধি ও মনোযোগ কমায় এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এ দূষণে বছরে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু ও জিডিপির ৬–৯ শতাংশ অর্থনৈতিক ক্ষতি হয়। দেয়াল রং, খেলনা, প্রসাধনী, মসলা ও অনিরাপদ ব্যাটারি রিসাইক্লিং সিসা দূষণের প্রধান উৎস।
পিওর আর্থ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিতালী দাশ বলেন, “আমাদের মাটি, পানি ও বায়ু সিসা দ্বারা দুষিত হচ্ছে। ভোগ্য পণ্যে সিসার মান নির্ধারণ, অবৈধ ব্যাটারি রিসাইক্লিং প্রতিরোধ এবং কঠোর আইন প্রয়োগ ছাড়া সিসা দূষণ রোধ সম্ভব নয়।”
ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, “সিসা দূষণ শিশুদের ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ। যুবসমাজকে সম্পৃক্ত করে সচেতনতা বাড়াতে পারলেই সিসামুক্ত, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।”
ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক বলেন, “সিসা দূষণ প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বাড়াতে হবে।”
কর্মসূচির শেষে আয়োজক ও অংশগ্রহণকারীরা সরকার ও নীতিনির্ধারকদের প্রতি দশ দফা দাবি জানান। যার মধ্যে উল্লেখযোগ্য— সিসাকে ‘বিষাক্ত রাসায়নিক দ্রব্য’ হিসেবে জাতীয়ভাবে তালিকাভুক্ত করা, জনগণের রক্তে সিসার মাত্রা নির্ধারণে জাতীয় জরিপ পরিচালনা, শিশু ও গর্ভবতী নারীদের জন্য বিশেষ ব্যবস্থা এবং ভোগ্যপণ্যে সিসার মান নিয়ন্ত্রণ ও কঠোর মনিটরিং নিশ্চিত করা।
জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বানে প্রতিবছর অক্টোবর মাসে বিশ্বব্যাপী পালিত হয় ‘আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ’।
ঢাকা/ফাহিম/মেহেদী