শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
Published: 27th, March 2025 GMT
শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।
আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলমসহ আরো ৫০৩ জনকে। ‘জয় বাংলা ব্রিগেড’ নামে অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে এ মামলা করা হয়।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আরো পড়ুন:
হাসিনা-রেহানা-জয়-পুতুলসহ ২০১ জনের নামে হত্যাচেষ্টা মামলার আবেদন
টিসিবির চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান
এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করে একটি গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেওয়া এবং তা নিশ্চিতকরণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবেন বলে অনেকেই প্রত্যয় ব্যক্ত করেন। মোট ৫৭৭ জন অংশগ্রহণকারী দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে ওই জুম মিটিংয়ে অংশগ্রহণ করে এবং শেখ হাসিনার সমস্ত নির্দেশ পালন করার ব্যাপারে একাগ্রচিত্তে মত প্রকাশ করে।
ড.
ঢাকা/এমআর/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ল য টফর ম
এছাড়াও পড়ুন:
জেসিআই বাংলাদেশ ডিবেট ও পাবলিক স্পিকিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত ডিবেট ও পাবলিক স্পিকিং চ্যাম্পিয়নশিপ-২০২৫ এক বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি অভিজাত হোটেলে শনিবার দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের যুক্তিবিদ্যা, বক্তৃতাশৈলী এবং চিন্তাশক্তির প্রকাশ ঘটানোর সুযোগ পান। প্রতিটি পর্বে অংশগ্রহণকারীদের প্রতিভা ও আত্মবিশ্বাস নজর কাড়ে দর্শক ও বিচারকদের।
চূড়ান্ত ফলাফলে, পাবলিক স্পিকিং ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে জেসিআই ঢাকা সিগনেচার এবং রানার-আপ হয়েছে জেসিআই ঢাকা অ্যাসপিরান্টস। ডিবেট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে জেসিআই ঢাকা ইস্ট, আর রানার-আপ হয়েছে জেসিআই ঢাকা এস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশ-এর জাতীয় সভাপতি কাজী ফাহাদ, জাতীয় গভর্নিং বডির সদস্যগণ এবং বিভিন্ন স্থানীয় ইউনিটের সভাপতি ও প্রতিনিধি।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশ-এর সাবেক জাতীয় সভাপতি সারাহ কামাল (২০২০), এরফান হক ও শাহমিনা ঈশা মান্নান।
পুরো আয়োজনটি সুচারুভাবে সম্পন্ন করতে নেতৃত্ব দিয়েছেন ইভেন্ট অ্যাডভাইজার জাফির শাফি চৌধুরী, ইভেন্ট ডিরেক্টর মুনতাসির মামুন, কনভেনার মো. কামরুজ্জামান পাভেল এবং রাফায়েলুর রহমান মেহেদী।
তরুণদের মধ্যে নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে জেসিআই বাংলাদেশ।
ঢাকা/হাসান/এনএইচ