ছবি: সংগৃহীত

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদুল হত্যায় আরও একজন গ্রেপ্তার

বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২২) হত্যার ঘটনায় ফারিয়া হক নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের তদন্তে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফারিয়া হককে ভাটারা এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের নতুন উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন। বনানী থানার পুলিশ ফারিয়াকে গ্রেপ্তার করেছে বলে তালেবুর রহমান জানান।

পুলিশ বলছে, ১৯ এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জাহিদুল ও তাঁর বন্ধু তরিকুল ইসলামের ওপর হামলা চালান। হামলায় গুরুতর আহত পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় জাহিদুলের ফুফাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন।

জাহিদুল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহে।

গত ২০ এপ্রিল জাহিদুল হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। পরে তাঁদের রিমান্ডে নেওয়া হয়।

আরও পড়ুনপ্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল হত্যায় তিনজন ৭ দিন রিমান্ডে২১ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ