গ্রাস ম্যাট রপ্তানি শুরু করল আরএফএল
Published: 5th, April 2025 GMT
ফিলিপাইনে প্রথম চালান পাঠানোর মধ্য দিয়ে বাংলাদেশ থেকে গ্রাস ম্যাট রপ্তানি শুরু করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আরএফএল। গ্রাস ম্যাট মূলত ভবনের ভেতরে ও বাইরের সৌন্দর্য বৃদ্ধি, খেলার মাঠ তৈরি ও ল্যান্ডস্কেপের কাজে ব্যবহৃত হয়।
সম্প্রতি নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে আরএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আরএফএল প্লাস্টিকসের নিজস্ব কারখানা থেকে সাপোর্ট ব্র্যান্ডের গ্রাস ম্যাটের প্রথম চালান ফিলিপাইনে পাঠানো হয়েছে। আজ শনিবার আরএফএলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
আরএফএল প্লাস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক মো.
আরএফএল গ্রুপের কর্মকর্তারা জানান, ‘ইউরোপ ও উত্তর আমেরিকার দেশে গ্রাস ম্যাটের ব্যাপক চাহিদা রয়েছে। শিগগিরই প্রতিষ্ঠানটি সেখানে গ্রাস ম্যাট রপ্তানি করার চেষ্টা করছে। এ জন্য আমাদের কারখানার উৎপাদন সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।’
আরএফএল প্লাস্টিকসের প্রধান পরিচালন কর্মকর্তা আহসান হাবিব বলেন, ‘প্রথমবারের মতো “সাপোর্ট” গ্রাস ম্যাট রপ্তানি করতে পেরে আমরা আনন্দিত। আমাদের পণ্যের গুণগত মান ও উৎপাদন সক্ষমতা আন্তর্জাতিক বাজারেও স্বীকৃত হয়েছে। আমরা এখন শুধু দেশীয় চাহিদা মেটাতেই সক্ষম নই; বরং বিদেশেও রপ্তানি করার সক্ষমতা আমাদের রয়েছে।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম দ র
এছাড়াও পড়ুন:
ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।
মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।
আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।
পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।