মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সঙ্গে বাণিজ্য যুদ্ধ আরো তীব্র করে তুলেছেন। আগামীকাল ১ আগস্ট শুল্ক চুক্তির সময়সীমা শেষ হওয়ার একদিন আগে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন জানানোর পর কানাডার সঙ্গে চুক্তি করা ‘খুব কঠিন’ হবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আল-অ্যারাবিয়া জানিয়েছে, যদি দুই দেশ নির্ধারিত সময়ের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারে, তাহলে ট্রাম্প মার্কিন-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তির আওতাভুক্ত নয় এমন সব কানাডিয়ান পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক কার্যকরের প্রস্তুতি নেবেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেছেন, “বাহ! কানাডা ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিনের রাষ্ট্রের মর্যাদাকে সমর্থন করছে। এর ফলে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়বে।”

আরো পড়ুন:

ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি ঠেকানোর চেষ্টা সিনেটে ব্যর্থ

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এর আগে বলেছিলেন, ওয়াশিংটনের সঙ্গে শুল্ক আলোচনা গঠনমূলক হয়েছে, তবে আলোচনা সময়সীমার মধ্যে শেষ নাও হতে পারে। তিনি আরো বলেন, “দুই দেশের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তবে এমন একটি চুক্তির সম্ভাবনা কম যা সব মার্কিন শুল্ক অপসারণ করবে।”

মেক্সিকোর পরে কানাডা দ্বিতীয় বৃহত্তম মার্কিন বাণিজ্য অংশীদার এবং মার্কিন পণ্যের সবচেয়ে বড় ক্রেতা। মার্কিন আদমশুমারি ব্যুরোর তথ্য অনুসারে, কানাডা গত বছর ৩৪৯.

৪ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কিনেছে এবং ৪১২.৭ বিলিয়ন ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে।

কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের শীর্ষ সরবরাহকারীও, তবে সাম্প্রতিক সময়ে ইস্পাত-অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর ট্রাম্পের নতুন শুল্ক আরোপের কারণে ক্ষতির মুখে পড়েছে কানাডা।

গত মাসে, ট্রাম্প হঠাৎ করে বাণিজ্য আলোচনা বাতিল করে দেওয়ার পর কার্নির সরকার মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে পরিকল্পিত ডিজিটাল পরিষেবা কর বাতিল করে। কারণ ট্রাম্প কানাডার ওই আরোপের পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রে বিরুদ্ধে ‘প্রকাশ্যে আক্রমণ’ বলে অভিযোগ করেছিলেন। 

কার্নি বুধবার ফ্রান্স ও যুক্তরাজ্যের পথ অনুসরণ করে বলেছিলেন, তার দেশ সেপ্টেম্বরে জাতিসংঘের একটি সভায় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।

সিদ্ধান্ত ঘোষণা করার সময় কার্নি গাজার দুর্ভিক্ষসহ বাস্তবতার কথা বলেছেন। 

তিনি বলেন, গাজায় মানবিক বিপর্যয়ের মাত্রা সহনীয় নয় এবং তা দ্রুত অবনতির দিকে যাচ্ছে। 

তবে ইসরায়েল ও তাদের ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র, উভয়ই কার্নির মন্তব্য প্রত্যাখ্যান করেছে।

আল-অ্যারাবিয়া জানিয়েছে, ট্রাম্পের পোস্টের বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধের জবাব কার্নির অফিস তাৎক্ষণিকভাবে দেয়নি।

ঢাকা/ফিরোজ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র ইসর য় ল য ক তর ষ ট র র পর ক

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে আবার চালু হলো নিউজ পোর্টাল ‘পদ্মাটাইমস’

রাজশাহীভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম’-এর কার্যক্রম আবার চালু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে পোর্টালটি সচল করা হয়।

গত ২১ জুলাই পোর্টালটি সাময়িকভাবে বন্ধ করে দেয় মালিকপক্ষ। তখন পদ্মাটাইমসের সম্পাদক এম বদরুল হাসান অভিযোগ করেছিলেন, জেলা বিএনপির কমিটি নিয়ে একটি সংবাদ প্রকাশের পর মালিকপক্ষের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নিউজ পোর্টালের কার্যক্রম বন্ধ করা হয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আজ সকালে পোর্টালটির ফেসবুক পেজে সম্পাদক বদরুল হাসানের স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, অনিবার্য কারণে সাময়িকভাবে বন্ধ থাকা পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম-এর কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশ-বিদেশের সম্মানিত পাঠক, শুভানুধ্যায়ী ও প্রশাসনের পরামর্শ ও সহযোগিতার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সাময়িক বিরতিতে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখিত এবং সবার ভালোবাসা কামনা করছি।’

এম বদরুল হাসান আজ সকালে বলেন, জেলা বিএনপি-সংক্রান্ত একটি সংবাদের জেরে মালিকপক্ষের ওপর চাপ সৃষ্টি হয়। এমনকি প্রকাশকের বাড়িতে গিয়ে ‘মব’ তৈরি করে হামলার চেষ্টাও করা হয়। বিষয়টি সেনাবাহিনীকেও জানানো হয়েছিল। এরপর মালিকপক্ষ পোর্টালটি বন্ধ করে দেয়। গতকাল বৃহস্পতিবার তাঁরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। কমিশনার ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটার আশ্বাস দেন। এতে মালিকপক্ষ আশ্বস্ত হয়ে পোর্টালটি আবার চালু করেছে।

আরও পড়ুনরাজশাহীতে বন্ধ হলো নিউজ পোর্টাল পদ্মাটাইমস, চাপের কথা জানালেন সম্পাদক২১ জুলাই ২০২৫

২০১৭ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করে পদ্মাটাইমস। ২০২২ সালের ২১ জুলাই এটি সরকার থেকে নিবন্ধন পায়। পোর্টালটির প্রকাশক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম (বেন্টু)। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন তাঁর ওপর হামলা হয়। এর পর থেকে তিনি পলাতক। ২০২২ সালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আজিজুল আলম। পরে তাঁকে সাংগঠনিক সম্পাদক করা হলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন না।

সম্পর্কিত নিবন্ধ