হলিউড বা বলিউডে আগে থেকেই তৈরি থাকে সিনেমার ক্যালেন্ডার। আগামী বছর হলিউড বা বলিউডে বড় উৎসবে যেসব সিনেমা মুক্তি পাবে, তার অনেকগুলোর নামই চূড়ান্ত হয়ে গেছে। কোনো কোনোটির পোস্টার পর্যন্ত চলে এসেছে। কিন্তু আমাদের এখানে ঈদের সিনেমার চূড়ান্ত তালিকা পেতে অনেক সময় ঈদের আগের দিন পর্যন্তও অপেক্ষা করতে হয়! তবে গত কয়েক বছরে ঈদে সিনেমা ব্যবসাসফল হওয়ায় নতুন করে ভাবছেন প্রযোজকেরা। প্রায় আট মাস বাকি থাকলেও এখনই ঠিক হয়ে গেছে ঈদের চারটি ছবি!

রেদওয়ান রনি ও চঞ্চল চৌধুরী। ছবি : খালেদ সরকার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শতবর্ষী ‘হাতির বাংলো’

২ / ১০শত বছরের পুরোনো হাতির বাংলো।

সম্পর্কিত নিবন্ধ