দেশের নন্দিত অভিনেত্রী ডলি জহুর নাটক-সিনেমায় কয়েক দশকের অভিনয়জীবনে বারবার দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের না বলা আক্ষেপ প্রকাশ করেন এই কিংবদন্তি শিল্পী।

বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ডলি জহুর বলেন, “আমরা যারা মা-খালার চরিত্র করি, ইন্ডাস্ট্রিতে কোনো মর্যাদাই পাইনি। পারিশ্রমিক ঠিকমতো দিত না। আমার সারাজীবন শুনতে হয়েছে—টাকার জন্য কাজ করি কি না!”

২০১১ সালে সিনেমা থেকে সরে দাঁড়ানোর সময় তার ৩৪ লাখ টাকারও বেশি পারিশ্রমিক পাওনা ছিল। কাঁদতে কাঁদতে টাকা চাইলেও কোনো সাড়া মেলেনি, বরং অনেকে যোগাযোগই বন্ধ করে দেন। এমনকি যার কাছে টাকা তোলার দায়িত্ব দিয়েছিলেন, তার কাছেও পাওনা ছিলেন বলে জানা এই অভিনেত্রী।

আরো পড়ুন:

বাংলায় দেখা যাবে তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’

ট্র্যাব স্টার অ্যাওয়ার্ড পেলেন এরশাদ হাসান

তবে সেই পাওনা টাকা নিয়ে আর কোনো প্রত্যাশা নেই বলেই জানিয়ে দেন ডলি জহুর। তবে কারো নাম প্রকাশ করে কাউকে ছোট করেননি এই গুণী শিল্পী।

৭০ বছরে পা রাখা এই অভিনেত্রী বলেন, “সারাজীবন অভিনয় করে গেছি, কোন কাজ করে কত সম্মানী পাব—তা কখনো ভাবিনি। অভিনয়ই ভালোবাসি, তাই এখনো অভিনয় করি।”

উল্লেখ্য, ‘শঙ্খনীল কারাগার’ ও ‘ঘানি’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ডলি জহুর ২০২১ সালে পেয়েছেন ‘আজীবন সম্মাননা’।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

বিবাহবিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন চাহাল

এ বছরের মার্চে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ইউটিউবার–অভিনেত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। ভারতের ইউটিউবার রাজ শামানির সঙ্গে পডকাস্টে সংসার ভাঙা নিয়ে কথা বলেছেন চাহাল।

ভারতের হয়ে ২০২৩ সালে সর্বশেষ খেলা এই লেগ স্পিনার জানিয়েছেন, কয়েক বছর ধরেই তাঁর ও ধনশ্রীর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না। তবু তাঁরা এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত ব্যক্তিগত জীবনের ঝামেলা সামনে নিয়ে আসেননি। তিনি আরও জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পর তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যান এবং একপর্যায়ে আত্মহত্যা করার কথাও ভাবেন।

আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১ ঘণ্টা আগে

ভারতের হয়ে ৭২ ওয়ানডে ও ৮০ টি–টোয়েন্টি খেলা চাহালের কাছে রাজ শামানি জানতে চেয়েছিলেন, ঠিক কী কারণে তাঁদের সম্পর্কটা ভেঙে গেল? ৩৫ বছর বয়সী চাহালের উত্তর, ‘বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল। কিন্তু আমরা সিদ্ধান্ত নিই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ব্যাপারটা সামনে আনব না।’

২০১৬ সালের জুনে ভারতের হয়ে অভিষেক চাহালের। চার বছর পর ধনশ্রীকে বিয়ে করেন তিনি। চাহাল জানিয়েছেন, জাতীয় দলে হয়ে খেলায় তাঁর ব্যস্ত হয়ে পড়া এবং ধনশ্রীরও নিজ ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়ে পড়ায় কেউ কাউকে সময় দিতে পারেননি। সাংসারিক ঝামেলার এটাই মূল কারণ বলে মনে করেন চাহাল।

যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা

সম্পর্কিত নিবন্ধ