ইপসউইচ ০ : ৪ আর্সেনাল

ইউনাইটেড ০ : ১ উলভস

ফুলহাম ১ : ২ চেলসি

লিভারপুল আজকেই শিরোপা নিশ্চিত করতে পারত। সে জন্য পূরণ হতে হতো দুটি শর্ত। প্রথম শর্তটি ছিল ইপসউইচের বিপক্ষে আর্সেনালের হার এবং দ্বিতীয় শর্ত ছিল লেস্টার সিটির বিপক্ষে নিজেদের জয়। তবে প্রথম শর্তটি পূরণ না হওয়ায় আজ লেস্টার সিটির বিপক্ষে জিতলেও শিরোপা উৎসবে মাতা হবে না লিভারপুলের।

লিয়ান্দ্রো ত্রোসারের জোড়া গোলে ইপসউইচের মাঠে আজ আর্সেনাল জিতেছে ৪-০ গোলে। ফলে এখনো কাগজে-কলমে শিরোপা সম্ভাবনা বেঁচে থাকল ‘গানার’দের।
আজকের জয়ের পর ৩৩ ম্যাচে আর্সেনালের পয়েন্ট এখন ৬৬। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৭৬।

আজ রাতে পরের ম্যাচে লেস্টারের মুখোমুখি হবে লিভারপুল। সেই ম্যাচ জিতলে পয়েন্ট ব্যবধান গিয়ে হবে ১৩। এরপর লিভারপুল যদি পরের ম্যাচে টটেনহামকেও হারায় তবে আর কোনো হিসাব ছাড়াই চ্যাম্পিয়ন হবে তারা। অর্থাৎ এখন হাতে থাকা ৬ ম্যাচ থেকে ৬ পয়েন্ট পেলেই লিগ চ্যাম্পিয়ন হবে লিভারপুল।

লিভারপুলের অপেক্ষা বাড়ানোর ম্যাচে অবনমন অঞ্চলের দল ইপসউইচকে শুরু থেকেই চেপে ধরে আর্সেনাল। ম্যাচে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি মিকেল আরতেতার দল। এমনকি পরিসংখ্যানের দিক থেকেও দুই দলের অবস্থান ছিল দুই মেরুতে।

৭৫ শতাংশ বদলের দখল রাখা আর্সেনাল ২৪ শট নিয়ে ৭টি লক্ষ্যে রেখেছে, বিপরীতে ২৫ শতাংশ বলের দখল রাখা ইপসউইচ ৪টি শট নিলেও কোনোটি লক্ষ্যে ছিল না। আর দাপুটে পারফরম্যান্স দেখানোর ম্যাচে ত্রোসারের জোড়া গোল ছাড়া অন্য গোল দুটি এসেছে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ইথান এনওয়ানেরির কাছ থেকে।

একই রাতে অন্য ম্যাচে আবারও হার নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের ১৫তম হারটি ইউনাইটেডকে উপহার দিয়েছে উলভস। ম্যাচের ৭৭ মিনিটে উলভসের হয়ে জয়সূচক গোলটি করেন পাবলো সারাবিয়া। এই হারের পর পয়েন্ট তালিকার ১৪ নম্বরেই থাকল ইউনাইটেড।

ইউনাইটেড না পারলেও শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় পেয়েছে চেলসি। ফুলহামের বিপক্ষে চেলসির জয় ২-১ গোলে। এদিন ম্যাচের ২০ মিনিটে অ্যালেক্স আইওবির গোলে পিছিয়ে পড়ে চেলসি।

এরপর সমতা ফেরানোর জন্য চেলসিকে অপেক্ষা থাকতে হয় ৮৩ মিনিট পর্যন্ত। তাইরিক গিওর্গির গোলে সমতায় ফেরে ব্লুজরা। আর যোগ করা সময়ে পাবলো নেতোর গোলে জয় নিশ্চিত করেছে চেলসি। এই জয়ে ৩৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে চেলসি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর স ন ল ন ইট ড

এছাড়াও পড়ুন:

২৪৭ রান তুলে প্রথম দিন শেষ করল দ. আফ্রিকা

আজ শনিবার (২২ নভেম্বর) থেকে গৌহাটিতে শুরু হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্ট। টস জিতে সফরকারীরা আগে ব্যাট করতে নেমে ৮১.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান তুলে প্রথম দিন শেষ করেছে। সেনুরান মুথুসামি ২৫ ও কাইল ভেরেইনি ১ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল রবিবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।

ব্যাট করতে নেমে শুরুটা মন্দ হয়নি প্রোটিয়াদের। উদ্বোধনী জুটিতে এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন ৮২ রান তোলেন। এই রানে অবশ্য দুইজনই বিদায় নেন। প্রথমে মার্করাম বুমরাহর বলে বোল্ড হন ব্যক্তিগত ৩৮ রানে। এরপর রিকেলটন উইকেটের পেছনে ধরা পড়েন কুলদীপ যাদবের বলে ব্যক্তিগত ৩৫ রানে।

আরো পড়ুন:

দুই দিনে ১৪১.১ ওভারে শেষ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট

সাকিবকে ছাড়িয়ে উইকেট শৃঙ্গে তাইজুল

সেখান থেকে টেম্বা বাভুমা ও ট্রিস্টান স্টাবস ৮৪ রানের জুটি গড়েন তৃতীয় উইকেটে। ১৬৬ রানের মাথায় জাদেজার বলে বাভুমা ফিরলে ভাঙে এই জুটি। তিনি ৪১ রান করেন। ১৮৭ রানের মাথায় স্টাবস ফেরেন কুলদীপের দ্বিতীয় শিকার হয়ে। তিনি ৪৯ রান করেন।

এরপর ২০১ রানের মাথায় উইয়ান মুল্ডারের উইকেট নেন কুলদীপ। তিনি ১৩ রানের বেশি করতে পারেননি। আর ২০৪৬ রানের মাথায় টনি ডি জর্জিকে আউট করেন মোহাম্মদ সিরাজ। এরপর দলীয় সংগ্রহে ১ রান যোগ করতেই দিনের খেলা শেষ করেন আম্পায়াররা।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। এই টেস্টটি কোনোভাবে ড্র করতে পারলে সিরিজ জয় নিশ্চিত হবে তাদের।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • রাবির দুই শিক্ষককে বিভাগীয় সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি
  • তিশার বিরুদ্ধে ভারতীয় প্রযোজকের অর্থ আত্মসাতের অভিযোগ
  • শাকসু নির্বাচনের নতুন তারিখ ২০ জানুয়ারি, পুনঃ তফসিল কাল
  • কু‌ষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের অফিসের সাইনবোর্ডে আগুন
  • বাঁধনের ১৭ কেজি ওজন কমানোর পেছনের গল্প
  • নিখোঁজ ব্যক্তির মাটিচাপা লাশ মিলল বাড়ির উঠানে
  • কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন
  • দাপুটে জয়ে ক্যাম্প ন্যুতে বার্সেলোনার প্রত্যাবর্তন
  • রাজশাহীতে স্ত্রীর শরীরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ২৪৭ রান তুলে প্রথম দিন শেষ করল দ. আফ্রিকা