ইপসউইচ ০ : ৪ আর্সেনাল

ইউনাইটেড ০ : ১ উলভস

ফুলহাম ১ : ২ চেলসি

লিভারপুল আজকেই শিরোপা নিশ্চিত করতে পারত। সে জন্য পূরণ হতে হতো দুটি শর্ত। প্রথম শর্তটি ছিল ইপসউইচের বিপক্ষে আর্সেনালের হার এবং দ্বিতীয় শর্ত ছিল লেস্টার সিটির বিপক্ষে নিজেদের জয়। তবে প্রথম শর্তটি পূরণ না হওয়ায় আজ লেস্টার সিটির বিপক্ষে জিতলেও শিরোপা উৎসবে মাতা হবে না লিভারপুলের।

লিয়ান্দ্রো ত্রোসারের জোড়া গোলে ইপসউইচের মাঠে আজ আর্সেনাল জিতেছে ৪-০ গোলে। ফলে এখনো কাগজে-কলমে শিরোপা সম্ভাবনা বেঁচে থাকল ‘গানার’দের।
আজকের জয়ের পর ৩৩ ম্যাচে আর্সেনালের পয়েন্ট এখন ৬৬। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৭৬।

আজ রাতে পরের ম্যাচে লেস্টারের মুখোমুখি হবে লিভারপুল। সেই ম্যাচ জিতলে পয়েন্ট ব্যবধান গিয়ে হবে ১৩। এরপর লিভারপুল যদি পরের ম্যাচে টটেনহামকেও হারায় তবে আর কোনো হিসাব ছাড়াই চ্যাম্পিয়ন হবে তারা। অর্থাৎ এখন হাতে থাকা ৬ ম্যাচ থেকে ৬ পয়েন্ট পেলেই লিগ চ্যাম্পিয়ন হবে লিভারপুল।

লিভারপুলের অপেক্ষা বাড়ানোর ম্যাচে অবনমন অঞ্চলের দল ইপসউইচকে শুরু থেকেই চেপে ধরে আর্সেনাল। ম্যাচে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি মিকেল আরতেতার দল। এমনকি পরিসংখ্যানের দিক থেকেও দুই দলের অবস্থান ছিল দুই মেরুতে।

৭৫ শতাংশ বদলের দখল রাখা আর্সেনাল ২৪ শট নিয়ে ৭টি লক্ষ্যে রেখেছে, বিপরীতে ২৫ শতাংশ বলের দখল রাখা ইপসউইচ ৪টি শট নিলেও কোনোটি লক্ষ্যে ছিল না। আর দাপুটে পারফরম্যান্স দেখানোর ম্যাচে ত্রোসারের জোড়া গোল ছাড়া অন্য গোল দুটি এসেছে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ইথান এনওয়ানেরির কাছ থেকে।

একই রাতে অন্য ম্যাচে আবারও হার নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের ১৫তম হারটি ইউনাইটেডকে উপহার দিয়েছে উলভস। ম্যাচের ৭৭ মিনিটে উলভসের হয়ে জয়সূচক গোলটি করেন পাবলো সারাবিয়া। এই হারের পর পয়েন্ট তালিকার ১৪ নম্বরেই থাকল ইউনাইটেড।

ইউনাইটেড না পারলেও শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় পেয়েছে চেলসি। ফুলহামের বিপক্ষে চেলসির জয় ২-১ গোলে। এদিন ম্যাচের ২০ মিনিটে অ্যালেক্স আইওবির গোলে পিছিয়ে পড়ে চেলসি।

এরপর সমতা ফেরানোর জন্য চেলসিকে অপেক্ষা থাকতে হয় ৮৩ মিনিট পর্যন্ত। তাইরিক গিওর্গির গোলে সমতায় ফেরে ব্লুজরা। আর যোগ করা সময়ে পাবলো নেতোর গোলে জয় নিশ্চিত করেছে চেলসি। এই জয়ে ৩৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে চেলসি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর স ন ল ন ইট ড

এছাড়াও পড়ুন:

ঘরের ভেতর ষাঁড়-ঘোড়াকে ঢুকিয়ে দিল পোষা কুকুর

অস্ট্রেলিয়ার আইনসভার এক সদস্য বাড়িতে ফিরে একেবারে হতবাক। তাঁর পোষা কুকুর বাড়ির বসার ঘরে পোষা ষাঁড় ও ঘোড়াকে ঢুকিয়ে দিয়েছে।

অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির ডারউইনের রাজনীতিবিদ অ্যান্ড্রু ম্যাককে তাঁর পোষা প্রাণীর ক্যামেরায় ধারণ করা সেই ‘অপরাধের প্রমাণ’ সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।

ভিডিওতে দেখা গেছে, ম্যাককের দুটি পোষা কুকুর বাড়ির বসার ঘর থেকে বেরিয়ে উঠানে যাচ্ছে। তাদের মধ্যে ‘থান্ডার’ নামের একটি কুকুর কাচের দরজা আলতো করে খুলে দেয়।

এরপর ‘সু’ নামের একটি পোষা ষাঁড় সাবধানে ডারউইনের সেই বাড়ির ভেতরে ঢোকে। ষাঁড়কে অনুসরণ করে ‘ক্রিকেট’ নামের একটি পোষা ঘোড়াও বসার ঘরে ঢুকে পড়ে। ঘোড়াটি সোফার কাছে গিয়ে কিছু একটা শুঁকে দেখে।

ঘটনার সময় ম্যাককে ও তাঁর বাগ্‌দত্তা বাইরে খেতে গিয়েছিলেন। আইনসভার সদস্য তাঁর পোষা প্রাণীর ক্যামেরা চেক করার সময় ‘একটি গরুর মাথা ফ্রেমে ঢুকতে’ দেখে দ্রুত বাড়ি ফিরে আসেন।

ম্যাককে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা রাতের খাবার খেতে বের হওয়ার ১০ মিনিট পর কুকুরগুলো কাচের দরজা খুলে নিজেরাই বাইরে বেরিয়ে যায়।’

এর কিছুক্ষণ পরই ষাঁড়টি দরজায় ঘাড় চুলকাতে গেলে দরজাটি পুরোপুরি খুলে যায়। এরপর ষাঁড় ও ঘোড়াটি বাড়ির বসার ঘরে ঢুকে যায়।

ম্যাককে বলেন, পরের দেড় ঘণ্টা ধরে তারা পালা করে ভেতরে খেলছিল, আর ক্যাবিনেট থেকে জিনিসপত্র ফেলে দিচ্ছিল।

ঘোড়াটি মুরগিদের জন্য রাখা সবজির একটি বাটি খুঁজে পায়। সে বাটির জিনিসপত্র ঘরের চারদিকে ছড়িয়ে দিয়েছে।

ম্যাককে আরও বলেন, ‘মাছের ট্যাংক থেকে তারা পানি খেয়েছে। আগে ট্যাংকে কয়টা মাছ ছিল, জানি না। তবে ধরে নিচ্ছি, সব মাছই বেঁচে আছে।’

ম্যাককে হাসতে হাসতে আরও যোগ করেন, ষাঁড় আর ঘোড়া মিলে ট্যাংক থেকে বেশ কিছুটা পানি কমিয়ে দিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ৮ ম্যাচে মাত্র ২ জয় রিয়ালের, চাকরি হারানোর শঙ্কার মুখেও ‘ইতিবাচক’ আলোনসো
  • ঘরের ভেতর ষাঁড়-ঘোড়াকে ঢুকিয়ে দিল পোষা কুকুর
  • সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত করে চলছে সুড়ঙ্গ করার কাজ
  • ভালোবাসা দিয়ে পথ দেখালে তরুণেরা পথ হারাবে না
  • নির্বাচন করব, পদত্যাগের বিষয়ে যথাসময়ে জানবেন: আসিফ মাহমুদ
  • নারীর সঙ্গে সম্পর্ক ঘিরে তরুণকে খুন করে দেহ টুকরা টুকরা করলেন বন্ধু
  • কুষ্টিয়ায় সাপের কামড়ের পর জ্যান্ত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক
  • মন্দির নির্মাণে ১৩৬ কোটি টাকা দান, অভিনেত্রীর আধ্যাত্মিক জীবন
  • বাজারে এসেছে নতুন আলু, দাম কত
  • মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের জামিন আবারও নামঞ্জুর