বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম (মুকুল) ও নাভারন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল থেকে উপজেলার বেনেয়ালী এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও নাভারন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীকে গ্রেপ্তার করা হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবলুর রহমান খান বলেন, বিস্ফোরক দ্রব্য আইন ও অন্যান্য ধারার মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। দুজনের বিরুদ্ধে দুটি করে মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তাঁরা আত্মগোপনে ছিলেন।
এদিকে যশোরে আত্মগোপনে থাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ শীর্ষ নেতাদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ অভিযান চালিয়েছে। আজ রোববার দুপুরে গাড়ির বহরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য নিয়ে এমন অভিযান চালানো হয়। গণ–অভ্যুত্থানের পর থেকে এসব নেতা আত্মগোপনে আছেন।

পুলিশ বলছে, দলীয় পরিচয়ের কারণে কোনো নেতার বাড়িতে অভিযানে যায়নি পুলিশ। বিভিন্ন মামলার আসামি আটক, মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

পোস্টাল ভোটের জন্য সিলেট বিভাগে নিবন্ধন করেছেন ৩১ হাজার প্রবাসী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিনে। যারা প্রবাসে আছেন, তাদের নির্বাচনে অংশ গ্রহণের জন্য থাকছে পোস্টাল ভোটের ব্যবস্থা। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিলেটে বিভাগে এখন পর্যন্ত ৩১ হাজার ১৩ জন ভোটার নিবন্ধন করেছেন। 

প্রবাসী এই ভোটারদের মধ্যে পুরুষ ২৭ হাজার ৪৬৪ জন এবং নারী রয়েছেন ৩ হাজার ৫৪৭ জন। সিলেট বিভাগে ভোটার নিবন্ধনের অনুমোদনের অপেক্ষায় রয়েছ্নে ৪৯ জন প্রবাসী।

আরো পড়ুন:

তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে বিএনপির মিছিল

কুষ্টিয়ায় মুফতি আমির হামজার নির্বাচনী গণমিছিল ও সমাবেশ

আরো পড়ুন: পোস্টাল ভোটের নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত

শুক্রবার (১২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, সিলেট জেলায় প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন ১৬ হাজার ৯৮৩ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৭০১ জন, নারী ভোটার ২ হাজার ২৮২ জন এবং অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৩০ জন।

মৌলভীবাজার জেলায় ৮ হাজার ২৭৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৭ ভোটার ৪৫২ জন ও ৮২১ নারী ভোটার। এ জেলায় প্রসাবী ভোটার হিসেবে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ১২ জন। 

হবিগঞ্জ জেলায় প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন ৩ হাজার ৫২০ জন, যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ হাজার ২৭৫ জন ও নারী ভোটার রয়েছেন ২৪৫ জন এবং অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৫ জন প্রবাসী ভোটার।

এদিকে, সুনামগঞ্জ জেলায় ৩ হাজার ৮৬৯ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। পুরুষ ভোটার রয়েছেন ৩ হাজার ৫৩৮ জন এবং নারী ভোটার রয়েছেন ৩৩১ জন এবং অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৩ জন প্রবাসী ভোটার।

নির্বাচন কমিশন জানায়, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধে জানানো হয়েছে। 

ইসির বার্তায় বলা হয়েছে, পোস্টাল ব্যালট পেতে হলে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় আপনার অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা প্রদান করুন। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিত জনের ঠিকানা প্রদান করুন। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতিরেকে পোস্টাল ব্যালট পেপার ভোটারগণের কাছে প্রেরণ করা সম্ভব হবে না।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন, সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য, সঠিক ঠিকানা প্রদান করা অপরিহার্য।

ঢাকা/রাহাত/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ