আরব বাংলাদেশে (এবি) ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবারের পরিচালরা পর্ষদের সভায় তিনি পদত্যাগ করেন। নতুন করে ব্যাংকটির সাবেক একজন ব্যবস্থাপনা পরিচালককে চেয়ারম্যান করা হবে বলে আলোচনা রয়েছে।

বেসরকারি খাতের এবি ব্যাংক নানা সমস্যায় জর্জরিত। গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির ৩২ হাজার ৯৭৮ কোটি টাকা ঋণের ৮ হাজার ৫৭৩ কোটি টাকা বা ২৬ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে।

পদত্যাগ করা চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী ইউনিভার্সিটি অফ উলভার হ্যাম্পটন থেকে স্নাতক ডিগ্রি র্অজন করেন। পরবর্তীতে সিটি ইউনিভার্সিটি স্নাতকোত্তর এবং লন্ডনের লিঙ্কনস্ ইন থেকে বার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পদত য গ পদত য গ

এছাড়াও পড়ুন:

বন্দরে ২ নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

বন্দরে ১০৯ পিছ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রি নগদ ১৫ হাজার ৭৮০ টাকাসহ ২ নারী মাদক কারবারিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো বন্দর থানার মাহামুদনগর এলাকার মৃত নাসির উদ্দিন মিয়ার ২ মেয়ে নিঝুম (২৬) ও জেরিন (২৪) একই থানার সোনাকান্দা বেপারীপাড়া এলাকার সোবহান মিয়ার ছেলে নয়ন (২২) ও মদনগঞ্জ সৈয়ালবাড়ী ঘাট এলাকার শাহজাহান মিয়ার ছেলে রাজু (২৩)।

ইয়াবা ট্যাবলেট উদ্ধার  ও মাদক বিক্রি নগদ টাকা জব্দের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক কামরুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে  মঙ্গলবার  দুপুরে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৬(৮)২৫।

গ্রেপ্তারকৃতদের উল্লেখিত মামলায় মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ১২টায় বন্দর থানার মাহামুদনগর এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত আসামী নিঝুমের বসত ঘরে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়। 
 

সম্পর্কিত নিবন্ধ