ছবি: সংগৃহীত

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিদায়ী সংবর্ধনা পেলেন আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্মানে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবর্ধনায় তার দায়িত্বকালীন কর্মদক্ষতা, নেতৃত্ব, সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ‘অসামান্য অবদান’ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

আরো পড়ুন:

স্বাগত জানালেও সুষ্ঠু নির্বাচনের পথে শঙ্কা দেখছে রাষ্ট্র সংস্কার আন্দোলন

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার আহ্বান ইসলামী ফ্রন্টের

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন অধিদপ্তর–সংস্থার প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, “আজ বিদায় নয়, কৃতজ্ঞতার অনুষ্ঠান।” তিনি বলেন, “উপদেষ্টা আসিফ মাহমুদের দিকনির্দেশনা স্থানীয় সরকার ব্যবস্থায় গতি, স্বচ্ছতা ও জনবান্ধবতা এনেছে। তার বিচক্ষণ নেতৃত্বে স্থানীয় পর্যায়ের সেবা সম্প্রসারণ ও প্রকল্প বাস্তবায়ন উল্লেখযোগ্যভাবে অগ্রসর হয়েছে।”

সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বলেন, ২০২৪-এর গণ-অভ্যুত্থানের অন্যতম মহানায়ক আসিফ মাহমুদ শুধুই উপদেষ্টা নন— তিনি একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। তার ক্যারিশমাটিক নেতৃত্ব ও ফটোজেনিক মেমোরি কর্মক্ষেত্রকে করেছে আরও গতিশীল।

ভবিষ্যতে উপদেষ্টাকে আরো বড় দায়িত্বে দেখতে পাব বলে আশাবাদ ব্যক্ত করেন সচিব মাহবুব-উল-আলম।

বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “এই দুই মন্ত্রণালয়ের প্রতিটি কর্মকর্তার নিষ্ঠা, আন্তরিকতা ও সহযোগিতা আমার কাজকে সহজ করেছে।”

দেশের উন্নয়ন নিশ্চিত করতে যৌথ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কর্মকর্তাদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, “আপনাদের একটি সিদ্ধান্ত অসংখ্য মানুষের ভাগ্য বদলে দেয়। নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করুন।”

ঢাকা/এএএম/রাসেল

সম্পর্কিত নিবন্ধ