নিখোঁজ প্রবাসীর সন্ধানে হেলিকপ্টার ও ড্রোন, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান
Published: 10th, May 2025 GMT
ছবি: সংগৃহীত
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পুঁজিবাজার বিষয়ক প্রশিক্ষণ: বিএএসএম-জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুঁজিবাজারভিত্তিক বাস্তব জ্ঞান সম্প্রসারণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)। সেই লক্ষ্যে রবিবার (৩০ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিএএসএম এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বিএএসএম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
৯ ব্রোকার হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিল ডিএসই
ডিএসইর চিঠির জবাব দেয়নি খুলনা প্রিন্টিং
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে নন-ফাইনান্সিয়াল রিসোর্স শেয়ারিং এবং বিএএসএম অনলাইন-অফলাইন লাইব্রেরি অ্যাক্সেস আনুষ্ঠানিকভাবে শুরু হবে। বিএএসএমের মহাপরিচালক কামরুল আনাম খান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল ইসলাম স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. আবুদ দারদা, ডিন, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এবং ব্যবসা প্রশাসন বিভাগের সভাপতি এস এম মুজাহিদুল ইসলাম।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল ইসলাম সমাপনী বক্তব্যে বলেন, “এই সমঝোতা স্মারক উচ্চশিক্ষায় পুঁজিবাজারভিত্তিক বাস্তব জ্ঞান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রিসোর্স শেয়ারিংয়ের মাধ্যমে শিক্ষার্থীর দক্ষতা উন্নয়ন আরো সহজ হবে।”
বিএএসএম মহাপরিচালক কামরুল আনাম খান বলেন, “বর্তমান আর্থিক পরিবেশে তথ্যভিত্তিক বিনিয়োগ শিক্ষা নতুন প্রজন্মের জন্য অপরিসীম গুরুত্ব বহন করে। এই চুক্তি সচেতন বিনিয়োগ শিক্ষার মাধ্যমে স্থিতিশীল আর্থিক সমাজ গঠনে সহায়ক হবে।”
উল্লেখ্য, অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও সমন্বয় করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মো. সাইফুল ইসলাম এবং আয়োজক বিএএসএম-এর পক্ষ থেকে মো. সাদ্দাম হোসাইন খাঁন।
ঢাকা/এনটি/ফিরোজ