ছবি: সংগৃহীত

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘ম্যাকগাইভার’ নিয়ে স্মৃতিকাতর সজল

ম্যাকগাইভার সিরিয়ালের সঙ্গে জড়িয়ে আছে কত স্মৃতি। তিন দশক আগের সেসব স্মৃতিই অভিনেতা আবদুন নূর সজলকে শৈশবে নিয়ে গেল। অভিনয়ের পাশাপাশি এখন নিয়মিত ডাবিংয়ের কাজও করেন এই অভিনেতা। ম্যাকগাইভার-এর বাংলা ডাবিংয়ে তিনি ম্যাকগাইভার চরিত্রে কণ্ঠ দিয়েছেন।

সজল জানালেন, ম্যাকগাইভারের চরিত্রে কণ্ঠ দেওয়ার জন্য পরপর দুবার অডিশন দিয়েছেন। তবু সুযোগটি হাতছাড়া করতে চাননি। ‘ম্যাকগাইভার চরিত্রের কথা আমি কখনোই ভুলব না। শৈশবে এই চরিত্র পর্দায় দেখে বাসায় নানা রকম দুষ্টুমিতে মেতে উঠতাম। অনেক বকা, কান মলা খেতাম। ভয়েস দিতে এসে, সিরিয়ালটি আবার দেখছি, সেই দিনগুলোর কথা চোখের সামনে ভেসে উঠছে,’ বলেন সজল।

ডাবিংয়ে সজল। ছবি: শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ