ইবিতে শিক্ষার্থীদের হাতে ছাত্রলীগ নেতা আটক, থানায় সোপর্দ
Published: 13th, May 2025 GMT
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনদ উত্তোলন করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা আটক হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকা থেকে আড্ডারত অবস্থায় শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে তাকে ক্যাম্পাসস্থ থানায় সোপর্দ করা হয়।
আটককৃত ছাত্রলীগ নেতার নাম সায়মুম খান। সায়মুম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির কৃষিশিক্ষা বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে ক্যাম্পাসে থাকা অবস্থায় শিক্ষার্থীদের উপর নানারকম হয়রানি ও নির্যাতনের অভিযোগ রয়েছে। সর্বশেষ গতবছরের জুলাই আন্দোলনের আগে ৫ জুন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের খাইরুল ইসলাম সৌরভকে বেয়াদবি করার অভিযোগ এনে শহীদ আনাস হলের (পূর্বের শেখ রাসেল হল) ছাদে ডেকে নিয়ে মারধর ও ছাদ থেকে ফেলে প্রাণনাশের হুমকি দেয়। তখন এ ঘটনায় ভুক্তভোগী বিচার চেয়ে তৎকালীন প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। তবে তখন ছাত্রলীগ নেতাদের চাপে বিষয়টির সুরাহা হয়নি বলে দাবি ভুক্তভোগীর।
এদিকে সোমবার সন্ধ্যার পর ছাত্রলীগের ওই নেতা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে থাকার খবর পেয়ে ভুক্তভোগী সৌরভসহ অন্য শিক্ষার্থীরা গিয়ে তাকে আটক করে। পরে শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাদের কাছে তুলে দিলে নিরাপত্তা কর্মকর্তারা তাকে ক্যাম্পাসস্থ থানায় সোপর্দ করে।
ভুক্তভোগী খাইরুল ইসলাম সৌরভ বলেন, ‘ওর গার্লফ্রেন্ড আমার বিভাগে পড়ে, আমার বান্ধবী। তার সাথে একদিন আমি ঘুরেছিলাম। যে কারণে সে আমাকে ডেকে নিয়ে মারধর করে এবং ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেয়। সেদিন আমি অনেক কষ্টে ওখান থেকে পালিয়ে আসি। দৌড়ে পালিয়ে আসার সময় সে আমাকে ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেয়। এতে আমি গুরুতর আহত হই।’
অভিযুক্ত ছাত্রলীগ নেতা সায়মুম বলেন, সনদ তুলতে ক্যাম্পাসে এসেছি। মেইন গেইটের বাইরে বসে ছিলাম, ক্যাম্পাসের ভিতরেও প্রবেশ করিনি। হঠাৎ করে এমন আক্রমণ। কেন তার এমন করেছে জানি না।
এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘শিক্ষার্থীরা ওই ছেলেকে থানায় সোপর্দ করে। জানতে পেরেছি সে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের পোস্টেড নেতা। ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত দেখিয়ে তাকে আজ কোর্টে চালান করা হবে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: আটক থ ন য় স পর দ
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনার ফাঁসি কার্যকরের দাবি শহীদ রাকিবুলের মা-বাবার
শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ঝিনাইদহের রাকিবুল হোসেনের মা ও বাবা।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আরো পড়ুন:
ফ্যাসিবাদ ও জুলুমের বিরুদ্ধে ঐতিহাসিক রায়: খেলাফত মজলিস
রায়ে খুশি শহীদ আবু সাঈদের বাবা-মা
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
রায়ের পর সোমবার বিকেল সাড়ে ৪টায় শহীদ রাকিবুল হোসেনের বাবা আবুবকর সিদ্দিক ও মা হাফিজা খাতুন সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে উল্লিখিত দাবি জানান।
হাফিজা খাতুন বলেছেন, শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখতে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ দিয়েছিল। আদালতে আজ সব অভিযোগ প্রমাণিত হয়েছে। শহীদের মা হিসেবে আমি আজ আংশিক সন্তুষ্ট। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ যেন আমাকে হায়াত দেন। আমি যেন শেখ হাসিনার ফাঁসি কার্যকর দেখে যেতে পারি।
আবুবকর সিদ্দিক বলেন, শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামালসহ জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত সকলের ফাঁসি নিশ্চিত করতে হবে। যারা গণহত্যা চালিয়ে বিদেশে পালিয়ে গেছে, তাদের দেশে ফিরিয়ে আনতে হবে। দেশের মাটিতে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করতে হবে। আজ আমরা খুশি। শেখ হাসিনা বহু মায়ের বুক খালি করেছে। একজন নারী হয়েও সে কীভাবে এত মায়ের সন্তানকে হত্যার আদেশ দিয়েছে, তা আমরা ভেবে পাই না।
ঢাকা/সোহাগ/রফিক