সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ছাত্রদল
Published: 18th, May 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার (১৮ মে) বিকেল ৪টায় ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় সেখানে যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর শাখাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত আছেন।
একই দাবিতে দুপুর সাড়ে ১২টার পর থেকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ঢাবির শিক্ষর্থীরা।
গত ১৩ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন।
সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ও এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন তিনি।
গত ১৪ মে সকালে সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। ১৫ মে তাদের কারাগারে পাঠানো হয়। আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা/রায়হান/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল শ হব গ অবস থ
এছাড়াও পড়ুন:
ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান ইউরোপের চার নেতা
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ জানিয়েছেন, তিনি এবং যুক্তরাজ্য, ফ্রান্স এবং পোল্যান্ডের নেতারা সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান। ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপের আগেই তারা এটি করতে চান।
রবিবার সাংবাদিকদের কাছে মার্জ জানান, ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তিনি ভ্যাটিকানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও দীর্ঘসময় কথা বলেছেন।
মার্জ বলেন, “আমি মার্কো রুবিওর সাথে কথা বলেছি, আগামীকাল ফোনালাপের বিষয়েও। আমরা একমত হয়েছি যে (পুতিনের সাথে) এই কথোপকথনের প্রস্তুতির জন্য আমরা চার রাষ্ট্রীয় নেতা মার্কিন রাষ্ট্রপতির সাথে আবার কথা বলব।”
চলতি সপ্তাহে ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধের “রক্তপাত” বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করার জন্য তিনি পুতিন এবং জেলেনস্কির সাথে কথা বলার পরিকল্পনা করেছেন।
মস্কোতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ান সংবাদ সংস্থাগুলোকে নিশ্চিত করেছেন যে পুতিন এবং ট্রাম্পের মধ্যে কথোপকথনের প্রস্তুতি চলছে।
যুদ্ধ বন্ধের লক্ষ্যে তুরস্কে শুক্রবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা হয়েছিল। এই বৈঠকে পুতিনের উপস্থিতি দাবি করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে পুতিন সেখানে হাজির না হয়ে রুশ প্রতিনিধি দল পাঠিয়েছিলেন। বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে উল্লেখযোগ্য কোনো আলোচনা হয়নি। এর পরেই ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধ বন্ধে তিনি পুতিনের সঙ্গে সরাসরি কথা বলবেন।
ঢাকা/শাহেদ