কয়েক দিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষ হওয়ার পরই এই অনির্ধারিত বৈঠক শুরু হয়।

আজ শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয় । প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত রয়েছেন। সম্মেলন কক্ষের বাইরে পতাকাবাহী ১৯টি গাড়ি দেখা গেছে।

এর আগে এনইসি সম্মেলন কক্ষে বেলা ১১টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়। দুপুর সোয়া ১২টার দিকে একনেক সভা শেষ হয়। বৈঠকে দশটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সভাসূত্রে জানা যায়, উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি। একনেক বৈঠক শেষে একে একে মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিবসহ সব সরকারি কর্মকর্তাকে এনইসি কক্ষ থেকে বের হয়ে যেতে দেখা গেছে। চলমান রাজনৈতিক অস্থিরতায় উপদেষ্টা পরিষদের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।

আজ বিকেলে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপদ ষ ট একন ক

এছাড়াও পড়ুন:

ইউনূসের রোম সফর নিয়ে ফ্যাক্ট চেক

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালি যান মুহাম্মদ ইউনূস। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরা নানা খবরের সত্যতা যাচাই করা হয়। জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকের খবরটি সঠিক নয়। পূর্বের সফরে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিজে অভ্যর্থনা জানিয়েছিলেন, যা ভিন্ন ছিল ইউনূসের সফরের প্রটোকল থেকে। রোমের মেয়রের সঙ্গে সাক্ষাৎ এবং তাঁর দেওয়া বক্তব্য নিয়েও বিভ্রান্তি ছড়ানো হয়। এছাড়া, পুরাতন ভিডিও ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ