রূপগঞ্জে "ইসলামিক দরিদ্র কল্যাণ সংস্থা"র উদ্যোগে এসএসসি ও সমমান দাখিল-২০২৫ শিক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকায় "দারুস সালাম এতিমখানা"র শিক্ষার্থীদের নিয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।

পরে এতিম শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামিক দরিদ্র কল্যান সংস্থার সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক মারুফ হাসান, উপদেষ্টা মহসিন মিয়া, অন্যতম সদস্য রুবেল মিয়া, শামীম মিয়া, চরপাড়া আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, "দরিদ্র সেবায় এগিয়ে আসি, গরিব দুঃখীকে ভালোবাসি" এই স্লোগানে ২০২২ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই বিনামূল্যে রক্তদান, বৃক্ষরোপণ, দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, অসহায়দের কর্মসংস্থান সৃষ্টি সহ জনকল্যাণমুখী নানান কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ দর দ র

এছাড়াও পড়ুন:

কুমিল্লা বোর্ডে উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৬৭ জনের জিপিএ-৫ অর্জন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফল পরিবর্তন হয়েছে ৮৪৪ জনের। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৭ জন। 

রবিবার (১০ আগস্ট) সকাল ১০ টায় পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়।

শিক্ষাবোর্ড সূত্র জানায়, কুমিল্লা বোর্ডে ৩৫ হাজার ৫৩১ জন শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেন। মোট ৭৫ হাজার ৮৭৭টি খাতা চ্যালেঞ্জ করেন। ৮৪৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ১৯০ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৭ জন।

আরো পড়ুন:

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

এ সপ্তাহের রাশিফল (৯-১৫ আগস্ট)

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে মোট ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। যা ফল পুনঃনিরীক্ষণের পর বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৭৭১ জন। এ বোর্ডে জিপিএ ৫ পায় ৯ হাজার ৯০২ জন। যা পুনঃনিরীক্ষণের পর বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৬৯ জনে।  

ফলাফল পুনঃনিরীক্ষণের বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, পুনঃনিরীক্ষণের যতগুলো আবেদন পড়েছে, গুরুত্বের সঙ্গে সবগুলো খাতা পুনরায় নিরীক্ষা করা হয়েছে। যাদের ফলাফল পরিবর্তনযোগ্য মনে হয়েছে, সেগুলো করা হয়েছে।
 

ঢাকা/রুবেল/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • শিবচরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির ওপর হামলা, আহত ২৫
  • আমাদেরকে স্বার্থক হতে হবে, আর স্বার্থক হতে গেলে কৃতজ্ঞ হতে হয় : অতি. জেলা প্রশাসক
  • একাদশে ভর্তিতে আবেদনের সময় বৃদ্ধি, পছন্দ সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ
  • এসএসসিতে পুনর্নিরীক্ষণ ফলাফল: শিক্ষার্থীদের একাদশে ভর্তিতে আবেদন আজ সন্ধ্যা থেকে
  • কুমিল্লা বোর্ডে উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৬৭ জনের জিপিএ-৫ অর্জন
  • এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
  • সাংবাদিক তুহিনের মোবাইল ফোন খুঁজে পাচ্ছে না পুলিশ 
  • সাংবাদিক তুহিন হত্যা: আরো একজন গ্রেপ্তার
  • একাদশ শ্রেণিতে ভর্তি: আবেদন শেষ কাল সোমবার
  •  রূপগঞ্জে সড়কে ডাকাতির চেষ্টাকালে গ্রেপ্তার ২