রূপগঞ্জে "ইসলামিক দরিদ্র কল্যাণ সংস্থা"র উদ্যোগে এইচএসসি ও সমমান আলিম-২০২৫ শিক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকায় "দারুস সালাম এতিমখানা’র শিক্ষার্থীদের নিয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। 

পরে এতিম শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামিক দরিদ্র কল্যান সংস্থার সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক মারুফ হাসান, উপদেষ্টা মহসিন মিয়া, অন্যতম সদস্য রুবেল মিয়া, শামীম মিয়া, চরপাড়া আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, "দরিদ্র সেবায় এগিয়ে আসি, গরিব দুঃখীকে ভালোবাসি" এই স্লোগানে ২০২২ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই বিনামূল্যে রক্তদান, বৃক্ষরোপণ, দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, অসহায়দের কর্মসংস্থান সৃষ্টি সহ জনকল্যাণমুখী নানান কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ দর দ র

এছাড়াও পড়ুন:

সাংবাদিক তুহিন হত্যা: আরো একজন গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় শহিদুল ইসলাম নামে আরো একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ নিয়ে গ্রেপ্তার আসামির সংখ্যা দাঁড়ালো আটজনে। 

শনিবার (৯ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের পুরানবাজার থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪।  

গ্রেপ্তার শহীদুল ইসলাম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মৃত আবদুল করিমের ছেলে।

আরো পড়ুন:

সাংবাদিক হত্যার বিচার দাবিতে ববিতে মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যা: ৭ আসামি দুই দিনের রিমান্ডে

রবিবার (১০ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি শাহিন খান বলেন, সাংবাদিক হত্যা মামলার আসামি শহিদুলকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪। আসামিকে বাসন থানায় হস্তান্তর করেন তারা। আদালতের মাধ্যমে তাকে আজ কারাগারে পাঠানো হবে। 

গত শনিবার গাজীপুরের পুলিশ কমিশনার কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, বাদশা নামে এক ব্যক্তি ব্যাংক থেকে ২৫ হাজার টাকা তুলে ফিরছিলেন। এসময় আসামি গোলাপী তাকে হানিট্রাপে ফেলার চেষ্টা করেন। এটি যখন বাদশা বুঝতে পারেন তখন তার থেকে ছুটতে চান এবং কিল-ঘুষি মারেন। এসময় আগে থেকে ওৎপেতে থাকা অন্য আসামিরা এসে বাদশাকে কোপাতে শুরু করে। 

এসময় বাদশা প্রাণ বাজাতে দৌঁড়াতে থাকেন। এটি সাংবাদিক তার পেশাগত কারনেই ভিডিও করেন। আসামিরা সাংবাদিক তুহিনকে ভিডিও ডিলেট করতে বলে কিন্তু তিনি রাজি হননি। একপর্যায়ে আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। 

নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার রাতে চন্দনা চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীদের তাণ্ডবের ভিডিও ধারণ করায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • শিবচরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির ওপর হামলা, আহত ২৫
  • সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, এইচএসসি থেকে স্নাতকোত্তরে আবেদন
  • সাংবাদিক তুহিনের মোবাইল ফোন খুঁজে পাচ্ছে না পুলিশ 
  • সাংবাদিক তুহিন হত্যা: আরো একজন গ্রেপ্তার
  •  রূপগঞ্জে সড়কে ডাকাতির চেষ্টাকালে গ্রেপ্তার ২