নানা আয়োজনে দেশব্যাপী পরিবেশ দিবস পালন
Published: 25th, June 2025 GMT
‘প্লাস্টিকদূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এ প্রতিপাদ্য নিয়ে সারা দেশে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। এ বছর ৫ জুন ঈদের ছুটি থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২৫ জুন এ দিবস পালনের সিদ্ধান্ত নেয়।
বুধবার (২৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্যে দিয়ে এ দিবস পালন করা হয়।
রাজশাহী
রাজশাহী বিভাগীয় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় নানা কর্মসূচি গ্রহণ করে। সকাল ১০টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। সেটি জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো.
অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাছমিনা খাতুন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া, উপস্থিত সকলকে গাছের চারা উপহার দেওয়া হয়।
গোপালগঞ্জ
দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসন স্কুলে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় চত্ত্বরে একটি হরতকি চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
দিবস উপলক্ষে জেলা প্রশাসকের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সারোয়ার হোসেন, জেলা বন কর্মকর্তা বিবেকান্দ মল্লিক, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশবিদ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি।
শরীয়তপুর
সকাল ১১ টায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল নোমান। অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম হোসাইন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, এনডিসি মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মো. খলিলুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির। উপস্থিত ছিলেন পরিবেশকর্মী, গবেষক, প্রশাসনিক কর্মকর্তা, উন্নয়নকর্মী ও গণমাধ্যমকর্মীরা।
ঝালকাঠি
সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফুর রহমান ও বিশেষ অতিথি পুলিশ সুপার উজ্জ্বল কুমার।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরহানা ইয়াসমিন, ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা।
পরে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে অনুষ্ঠানের অতিথিরা।
লক্ষ্মীপুর
সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক প্রমুখ।
বক্তব্য রাখেন জেলা পরিবেশ কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান, পরিদর্শক মোজাম্মেল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও দেশের অন্যান্য স্থানে নানা আয়োজনের মধ্যে দিয়ে পরিবেশ দিবস পালন করা হয়েছে।
ঢাকা/কেয়া/বাদল/আকাশ/অলোক/লিটন/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত অন ষ ঠ ন প রস ক র ম হ ম মদ র রহম ন ব র কর সরক র উপস থ
এছাড়াও পড়ুন:
সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে নিবন্ধন শুরু
আড়াইহাজারের সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০৭ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।
বিদ্যালয় সূত্রে জানা যায়, নিবন্ধনের জন্য ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও ১,০০০ টাকা (সর্বনিম্ন) নিবন্ধন ফি জমা দিতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়ন তহবিলে অতিরিক্ত অনুদানও গ্রহণ করা হবে।
শতবর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখতে প্রকাশিতব্য স্মারক গ্রন্থের জন্য বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে কবিতা, গল্প, প্রবন্ধ (অরাজনৈতিক) ইত্যাদি রচনা আহ্বান করা হয়েছে। রচনা জমা দেওয়ার শেষ তারিখও আগামী ৩০ অক্টোবর।
এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্যালয়ে অথবা সমন্বয়কারী মো. সেলিমের (মোবাইল: ০১৯১৪-৯৭১৪৬১) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। বিশেষ প্রয়োজনে মোবাইল: ০১৯১২-৫৯০৩৬৯, ০১৯১২-২৫৬৬৬৬।