আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের বিকল্প নেই- মাও. জব্বার
Published: 26th, June 2025 GMT
নারায়ণগঞ্জ পশ্চিম সাংগঠনিক থানা জামায়াতের উদ্যােগে ২৬ জুন বৃহস্পতিবার বাদ মাগরিব ফতুল্লা উত্তর মাসদাইর গাবতলি ড্রিম কনভেনশন হলে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর এবং নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুুল জব্বার বলেন গত এক বছর আগে আমরা এভাবে হল রুমে বসে প্রোগ্রাম করবো কল্পনাও করতে পারিনি।
আপানাদের মনে রাখতে হবে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আর আজকে যারা চাদাঁবাজি করছেন তারাও আল্লাহর বিচার থেকে রেহাই পাবেনা। তাই আপানাদের মনে রাখতে হবে ভোট একটি আমানত, এটা কখনোই খেয়ানত করা যাবেনা। তিনি আরো বলেন দেশে শান্তি চাইলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের বিকল্প নেই।
সুধী সমাবেশে পশ্চিম থানা আমীর মজিবুর শেখের সভাপতিত্বে ও ফয়ছুল আলমের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুুল কাইয়ুম, মহানগরী কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ ওমর ফারুক, সাঈদ তালুকদার, মহানগরী শূরা সদস্য শেখ ফরিদ সহ পাচঁ শতাধিক জামায়াত নেতৃবৃন্দ ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ সদস য
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্ক করা নাফ পরিবহনের একটি মিনিবাস আগুন লেগে পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।
আজ শনিবার ভোর ছয়টার দিকে শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অফিসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সওজ অফিসের সামনে বাসটি রেখে যান চালক। শনিবার ভোরে স্থানীয় লোকজন বাসের ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের সিট, কাচসহ ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে বাসে কেউ না থাকায় প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম প্রথম আলোকে বলেন, মহাসড়কের পাশে পার্ক করা একটি বাস আগুন লেগে পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিক ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।