আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের বিকল্প নেই- মাও. জব্বার
Published: 26th, June 2025 GMT
নারায়ণগঞ্জ পশ্চিম সাংগঠনিক থানা জামায়াতের উদ্যােগে ২৬ জুন বৃহস্পতিবার বাদ মাগরিব ফতুল্লা উত্তর মাসদাইর গাবতলি ড্রিম কনভেনশন হলে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর এবং নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুুল জব্বার বলেন গত এক বছর আগে আমরা এভাবে হল রুমে বসে প্রোগ্রাম করবো কল্পনাও করতে পারিনি।
আপানাদের মনে রাখতে হবে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আর আজকে যারা চাদাঁবাজি করছেন তারাও আল্লাহর বিচার থেকে রেহাই পাবেনা। তাই আপানাদের মনে রাখতে হবে ভোট একটি আমানত, এটা কখনোই খেয়ানত করা যাবেনা। তিনি আরো বলেন দেশে শান্তি চাইলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের বিকল্প নেই।
সুধী সমাবেশে পশ্চিম থানা আমীর মজিবুর শেখের সভাপতিত্বে ও ফয়ছুল আলমের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুুল কাইয়ুম, মহানগরী কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ ওমর ফারুক, সাঈদ তালুকদার, মহানগরী শূরা সদস্য শেখ ফরিদ সহ পাচঁ শতাধিক জামায়াত নেতৃবৃন্দ ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ সদস য
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।
২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।