বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এবার যুক্ত হলেন হলিউডের মর্যাদাপূর্ণ ‘ওয়াক অব ফেম’-এ। ২০২৬ সালের জন্য ঘোষিত ‘মোশন পিকচার’ বিভাগের নতুন তালিকায় জায়গা করে নিয়েছেন এই ভারতীয় অভিনেত্রী। হলিউড চেম্বার অব কমার্স আয়োজিত সরাসরি সম্প্রচারে এ ঘোষণা আসে, যেখানে দীপিকা একমাত্র ভারতীয় হিসেবে এই স্বীকৃতি পাচ্ছেন। খবর বলিউড হাঙ্গামার

এ তালিকায় দীপিকার পাশাপাশি রয়েছেন এমিলি ব্লান্ট, টিমোথি শ্যালামে, রামি মালেক, র‍্যাচেল ম্যাকঅ্যাডামস, ডেমি মুর, স্ট্যানলি টুচি ও মাইলি সাইরাসের মতো আন্তর্জাতিক তারকারা। অভিনয়ে নিজের সুনাম ও আন্তর্জাতিক পরিসরে প্রভাবের জন্য এই স্বীকৃতি দীপিকার ঝুলিতে যুক্ত করল আরও একটি গৌরব।

দীপিকা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিডি থাই ফুডে নতুন ভারপ্রাপ্ত এমডি নিয়োগ

পুঁজিবাজারে খাদ‌্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে নতুন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ পদে নিয়োগ সম্পন্ন করেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

নয় মাসে মুনাফা থেকে লোকসানে এনআরবি ব্যাংক

বদলে যাচ্ছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের নাম

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (অ্যাক্টিং) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রবিউল আলম। গত ১৪ অক্টোবর থেকে তিনি কোম্পানির ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২২ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৮১ কোটি ৫০ লাখ টাকা। সে হিসাবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ১৫ লাখ। সর্বশেষ চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৫.৬১ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩১.১২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৩.২৭ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ