চলতি বছর আগস্টে বাংলাদেশ সফর করার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সূচিও প্রকাশিত হয়েছিল। সেই সফর হবে এক বছর পরে, অর্থাৎ ২০২৬ সালের সেপ্টেম্বরে।
নানা গুঞ্জনের পর অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এলো। শনিবার বিকেলে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিবৃতিতে বিসিবি জানায়, দুই বোর্ডের মধ্যে আলোচনার পর, আন্তর্জাতিক ক্রিকেটের সূচি এবং উভয় দলের সময়সূচির সুবিধা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ১৫ এপ্রিল এই সিরিজের সফরসূচি প্রকাশ করে বিসিবি। ১৭ আগস্ট থেকে ঢাকা ও চট্টগ্রামে সিরিজটি হওয়ার কথা ছিল।
ঢাকা/রিয়াদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড
রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩টা ৪০মিনিটে এই আগুন লাগার খবর পাওয়ার কথা জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।
আরো পড়ুন:
রাজধানীর চকবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল সন্ত্রাসীরা
তিনি বলেন, “একটি ছয়তলা আবাসিক ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।”
তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ঢাকা/মাকসুদ/সাইফ