কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমে জনপ্রিয় সুফিগান ‘মাস্ত কালান্দার’ গাইলেন সংগীতশিল্পী রুনা লায়লা। রুনা লায়লার জন্মদিনকে (১৭ নভেম্বর) সামনে রেখে আজ রাত সাড়ে আটটায় গানটি প্রকাশ পেয়েছে। এই গান দিয়ে তৃতীয় মৌসুমের ইতি ঘটছে।

গানটি নিয়ে রুনা লায়লা বলেন, ‘“মাস্ত কালান্দার” সব সময়ই আমার হৃদয়ের খুব কাছের একটি গান। নতুনভাবে, তরুণ শিল্পীদের সঙ্গে আবার গানটি গাইতে পেরে আমি আনন্দিত। প্রজন্ম-পরম্পরায় গানটির নতুনভাবে ফিরে আসা আমাকে আনন্দ দিয়েছে।’

গানটি প্রযোজনা করেছেন অর্ণব এবং সুরকার ও প্রযোজক অদিত রহমান। গানটি নিয়ে অর্ণব বলেন, ‘এই গান স্মৃতি, ভক্তি ও সংস্কৃতির অনুভূতি বহন করে। রুনা লায়লা আপুর কণ্ঠে নতুনভাবে এই গানটিকে পাওয়া আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত। “মাস্ত কালান্দার” শুধু গান নয়, এটি সব শ্রোতার সঙ্গে এক সেতুবন্ধ, যাঁরা এই গানকে জীবন, শিক্ষা ও ভালোবাসার সঙ্গে জড়িয়ে রেখেছেন।’

কোক স্টুডিও বাংলা জানিয়েছে, গানটিতে চিরায়ত কাওয়ালির আধ্যাত্মিক সুর, বাংলার লোকজ ভাব ও আধুনিক সংগীতের মিশ্রণ ঘটেছে। গানের শুরুতে হাসন রাজার একটি গানের অংশবিশেষ শোনাবেন মাখন মিয়া। এরপর সুফি ঘরানার গভীরতা, লোকজ ছন্দ ও সমসাময়িক বাদ্যযন্ত্র যুক্ত হয়েছে।

গানটিতে ফোয়াদ নাসের বাবুসহ কোক স্টুডিও বাংলার নতুন প্রজন্মের শিল্পীরাও অংশ নিয়েছেন।

রুনা লায়লার ক্যারিয়ারে ‘মাস্ত মালান্দার’ গানটি বিশেষ স্থান দখল করে আছে। ছয় দশকের বেশি সময় ধরে গান গাওয়া এই শিল্পী ১৮টিরও বেশি ভাষায় গান করেছেন। বাংলাদেশের বাইরে ভারত, পাকিস্তানসহ পুরো দক্ষিণ এশিয়ায় তাঁর জনপ্রিয়তা রয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এই গ ন

এছাড়াও পড়ুন:

দেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদারের জয়ের গল্প আসছে

২০১০ সাল থেকে ৪০টির বেশি দেশের সঙ্গে বাংলাদেশেও হয় মাউন্টেন ফেস্টিভ্যাল। ২১ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে বসবে এবারের আসর। উৎসবে প্রিমিয়ার হবে বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদারের ওপর নির্মিত তথ্যচিত্র ‘সামিট ইজ আ ওমেন’। তথ্যচিত্রটি নির্মাণ করেছেন মুনতাসির মামুন। এ ছাড়া উৎসবে কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, স্পেন ও ফ্রান্সের ৭টি চলচ্চিত্র দেখানো হবে।

প্রথম বাংলাদেশি নারী হিসেবে নিশাত মজুমদারের এভারেস্ট জয় সহজ ছিল না। এ জন্য নিতে হয়েছে দীর্ঘ প্রস্তুতি, যাওয়ার পর নানা শারীরিক ও মানসিক বাধা টপকে এভারেস্টের শীর্ষে আরোহণ করেছেন নিশাত। নির্মাতা জানান, ১৩ মিনিট ৫ সেকেন্ড দৈর্ঘ্যের ‘সামিট ইজ আ ওমেন’-এ উঠে আসবে সেই গল্প।

‘সামিট ইজ আ ওমেন’–এর পোস্টার। নির্মাতার সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ