‘‘এ আয়, এ ফেলা (প্রাচীর ভেঙে ফেলতে বলছেন), মাল রেডি রাখ (সহযোগীদের উদ্দেশ্যে), এ ধর, ধর, আমি কাঞ্চন।’’ ভিডিওর ২০ সেকেন্ডের মাথায় প্রতিবেশীদের কেউ একজন বাধা দিতে গেলে, তাকে লাঠি নিয়ে আসতে বলে ধাক্কা দিয়ে বিদায় করে দেন। এরপর তাকে বলতে শোনা যায়, ‘‘এ এটা পূর্ব পাড়ার কাঞ্চন আমি। একটা মার্ডার করেছি, আরো একশটা মার্ডার করব।’’ ভিডিওর একপর্যায়ে প্রাচীরের বাকি অর্ধেক অংশ ভেঙে ফেলার শব্দের কারণে কথা অস্পষ্ট শোনা গেছে। তবে যে ব্যক্তি বাড়ির ভিতর থেকে ভিডিও করছিলেন, তার পাশে থেকে এক নারীকে বলতে শোনা যায়, ‘‘এটা কাজটা কি ঠিক করল?’’  বেশকিছু সময় মাথায় টুপি পরিহিত এক বৃদ্ধকে অসহায়ভাবে এ ঘটনা দেখতে দেখা যায়।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ১ মিনিট ২৭ সেকেন্ডের এমন ভিডিও ছড়িয়ে পড়ে।  ভিডিওতে লাঠি হাতে চিৎকার করে প্রকাশ্য হত্যার এমন হুমকি দেন গাইবান্ধার আলোচিত রকি হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চন হোসেন। 

কাঞ্চন হোসেন গাইবান্ধায় শহরের পূর্বপাড়া এলাকার নওয়াব আলীর ছেলে। ২০২১ সালের ১১ জুলাই ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকিকে শহর থেকে বাড়ি ফেরার পথে পূর্বপাড়ার মূল সড়কের চারমাথায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। সেই হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চন। ওই মামলায় বর্তমানে কাঞ্চন জামিনে রয়েছেন। তিনি দাদন ব্যবসায়ী।

আরো পড়ুন:

ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

চৌদ্দগ্রামের ৩ মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

গাইবান্ধা শহরের পূর্ব পাড়ায় প্রতিবেশী তুহিন সরদারের সীমানা প্রাচীর ভাঙা নিয়ে দ্বন্দ্ব হয় কাঞ্চন হোসেনের। সেই সীমানা প্রাচীর ভাঙার সময় এ ভিডিওচিত্র ধারণ করা হয়।

প্রকাশ্যে হত্যার হুমকি ও বাড়িঘর ভাঙচুর করতে চাওয়ায় সমালোচনার সৃষ্টি হয়েছে। ফেসবুকে পোস্টের কমেন্টে নিন্দা জানানোর পাশাপাশি হত্যা মামলার আসামি কাঞ্চনকে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন অনেকে। জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। 

ঘটনার তিন দিন পার হলেও হত্যার হুমকিদাতা কাঞ্চনকে গ্রেপ্তার করতে না পারায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। তাদের আশঙ্কা, কাঞ্চন হত্যা মামলার আসামি এবং মাদকাসক্ত, তিনি যে কোনো সময় পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারেন। 

ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, ঘটনার দিন বারবার পুলিশ ও সেনাবাহিনীর সহায়তা চেয়েও বাড়ির প্রাচীর ভাঙা রোধ করতে পারেননি তারা। মামলার পর কাঞ্চনের পরিবারের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হলেও কাঞ্চনকে আইনের আওতায় আনতে পারেনি পুলিশ। 

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী পরিবারের সদস্য শাওন জামান  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘‘আমি হাইকোর্ট বিভাগের আইনজীবী। কাঞ্চনের হাতে আমার পরিবার বারবার হুমকি ও হামলার শিকার হচ্ছে।’’

তিনি পোস্টে আরো উল্লেখ করেন, ‘‘এটা কি সেই নতুন বাংলাদেশ? যেখানে হত্যা মামলার আসামি আইনজীবীর পরিবারের ওপর সন্ত্রাসী হামলা চালায়, আর প্রশাসন চুপ থাকে? একইসঙ্গে তিনি দেশবাসীর কাছে পরিবারের নিরাপত্তা কামনা করেন।’’ 

কী কারণে কাঞ্চন বারবার আপনাদের উপর হামলা করছে, জানতে চাইলে ভুক্তভোগী পরিবারের সদস্য তুহিন সরদার বলেন,  ‘‘অনেকদিন ধরে কাঞ্চন আমাদের কাছে জমির অংশ দাবি করে আসছিলেন। এ নিয়ে থানায় সালিশও হয়। সেখানে জমির কাগজপত্র দেখাতে ব্যর্থ হন তিনি। পরে তিনি আমাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনার পর আমরা থানায় কাঞ্চনের নাম উল্লেখ করে চাঁদাবাজির অভিযোগ দাখিল করি। এরপর তিনি আরো বেপরোয়া হয়ে ওঠেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিতে থাকেন। আমরা বাড়িতে তিন ভাই ও এক ভাইয়ের স্ত্রী বসবাস করি। কাঞ্চনকে গ্রেপ্তার করতে না পারায় আমরা ভীষণ নিরাপত্তাহীনতায় আছি।’’

হুমকির ঘটনায় তুহিন সরদার  বাদী হয়ে কাঞ্চনকে প্রধান আসামি করে আটজনের নামে গাইবান্ধা সদর থানায় মামলা করেন। মামলায় আরো ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত কাঞ্চনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। 

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুন্ড জানান, অভিযুক্ত কাঞ্চন ও তার সহযোগীদের গ্রেপ্তার করতে জেলা ও জেলার বাইরেও পুলিশের একাধিক টিম কাজ করছে। তিনি আশা করেন, শীঘ্রই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।
 

ঢাকা/মাসুম/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ব র র সদস য ক ঞ চনক প রক শ হত য র র করত

এছাড়াও পড়ুন:

ইউক্রেন-রাশিয়ার ওপর হতাশ ট্রাম্প, দনবাস নিয়ে নতুন প্রস্তাব

রাশিয়া ও ইউক্রেনের ওপর হতাশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ থামাতে তাঁর পরিকল্পনায় দুই দেশকে রাজি করাতে না পারায় বেশ চটেছেন তিনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানেও পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে।

প্রায় চার বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। এ যুদ্ধ ঘিরে ট্রাম্পের অসন্তোষ নিয়ে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিত। তিনি বলেন, এই যুদ্ধের দুই পক্ষকে নিয়েই ব্যাপক হতাশ প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এ নিয়ে আর কোনো আলোচনা করতে চান না। তিনি কাজ চান। তিনি চান এই যুদ্ধ যেন শেষ হয়।

চলতি বছর ক্ষমতায় বসার পর থেকে এই যুদ্ধ থামাতে কম চেষ্টা করেননি ট্রাম্প। সম্প্রতি ২৮ দফা শান্তি পরিকল্পনাও দিয়েছিলেন। তবে ওই পরিকল্পনা মস্কোঘেঁষা—এমন দাবি করে আপত্তি তুলেছিল কিয়েভ। পরে তা সংস্কার করে ২০ দফা করা হয়। যদিও সবশেষ এই পরিকল্পনা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করে মার্কিন প্রতিনিধিরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি।

‘মুক্ত অর্থনৈতিক অঞ্চলের’ প্রস্তাব

রাশিয়া ও ইউক্রেনের সমঝোতায় সবচেয়ে বড় বাধা দনবাস অঞ্চল। এর প্রায় সবটুকু নিয়ন্ত্রণ করছে রুশ বাহিনী। যুদ্ধ বন্ধের বিনিময়ে পুরো দনবাসকে নিজেদের সঙ্গে যুক্ত করতে চায় রাশিয়া। তবে তা মানতে নারাজ ইউক্রেন। এরই মধ্যে গণভোটের মাধ্যমে ইউক্রেনের দনবাস, জাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করেছে রাশিয়া। তবে তা আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি।

এই ভূখণ্ড নিয়ে ট্রাম্পের নতুন এক প্রস্তাব সম্পর্কে বৃহস্পতিবার কথা বলেছেন জেলেনস্কি। কিয়েভে সাংবাদিকদের তিনি বলেন, দনবাসে যেটুকু অঞ্চল ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে, ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়ে তোলার কথা বলেছে যুক্তরাষ্ট্র। ওই অঞ্চল থেকে ইউক্রেনের সেনাদের সরে যেতে হবে। সেখানে রুশ বাহিনীও প্রবেশ করবে না। তবে এই অঞ্চল কে শাসন করবে, তা বলা হয়নি।

এ ছাড়া নতুন প্রস্তাব অনুযায়ী ইউক্রেনের দক্ষিণে যেসব অঞ্চলে রুশ সেনারা অবস্থান করছেন, তাঁরাও সরে যাবেন না বলে উল্লেখ করেছেন জেলেনস্কি। তবে দেশটির উত্তরাঞ্চলে নিজেদের দখল করা এলাকাগুলো ছেড়ে দেবে মস্কো। জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের কোনো ভূখণ্ড বিচ্ছিন্ন করার ক্ষেত্রে সে দেশের মানুষের মতামত বা গণভোটের প্রয়োজন।

যুক্তরাষ্ট্রের নতুন এই প্রস্তাব নিয়ে আরও একটি আপত্তি তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউক্রেনীয় সেনারা মূলত অবস্থান করছেন দনবাসের দোনেস্কের একটি ছোট অঞ্চলে। জেলেনস্কি বলেন, ‘যুদ্ধের অপর পক্ষ (রাশিয়া) কেন উল্টো দিকে একই দূরত্বে পিছিয়ে যাবে না?’ ট্রাম্পের শান্তি প্রস্তাব ঘিরে ‘অনেক বড় বড় প্রশ্নের এখনো’ সুরাহা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

আগামী সপ্তাহ গুরুত্বপূর্ণ

ট্রাম্পের নতুন প্রস্তাবের পর এ নিয়ে ভিডিও কনফারেন্সে আলোচনা করেছে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা। এরপর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি ইউক্রেন ও দেশটির মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। এই সঙ্গে ইউরোপ-আটলান্টিক অঞ্চল ঘিরে আমাদের যে নিরাপত্তার বিষয় রয়েছে, তার জন্যও গুরুত্বপূর্ণ।’

ইউক্রেনের জন্য একটি ন্যায্য ও টেকসই শান্তির পথ খুঁজে পেতে আগামী সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ বলে বৃহস্পতিবার উল্লেখ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, টেকসই মানে এমন একটি শান্তিচুক্তি, যাতে ভবিষ্যৎ সংঘাতের এবং ইউরোপীয় নিরাপত্তা কাঠামো অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা থাকবে না।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর প্রচেষ্টায় ইউরোপকে একপ্রকার দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছেন ট্রাম্প। তিনি তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের কূটনীতির মাধ্যমে রাশিয়ার ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের বিষয়ে সরাসরি সমঝোতা করতে চান। একটি চুক্তির জন্য যদিও কোনো সময়সীমা বেঁধে দেয়নি যুক্তরাষ্ট্র। তবে বড়দিনের আগেই একটি সমাধানে যাওয়ার ইচ্ছা ওয়াশিংটনের

আরও পড়ুনরাশিয়া ৫ বছরের মধ্যে হামলা চালাতে পারে, ন্যাটোর প্রধানের সতর্কবার্তা১৬ ঘণ্টা আগেআরও পড়ুনপাকিস্তানের এফ–১৬ যুদ্ধবিমান শক্তিশালী করে ভারতকে কী বার্তা দিতে চান ট্রাম্প৯ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ