জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে বন্ধুর ফোন চুরি করে ইয়াবা সেবনের অভিযোগ
Published: 11th, October 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বন্ধুর মোবাইল ফোন চুরি করে বিক্রির টাকা দিয়ে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত শিক্ষার্থীকে বাঁচাতে ছাত্রদলের একজন নেতা তদবির করছেন বলে জানা গেছে।
অভিযুক্ত শিক্ষার্থী হলেন, জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৩ ব্যাচের সামিউল আজীম।
আরো পড়ুন:
আন্দোলনে যাচ্ছেন না শিক্ষক-কর্মকর্তারা, রাকসু নির্বাচনে বাধা নেই
জাবিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসব
গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ১০০৮ নম্বর কক্ষে ফোন চুরির ঘটনাটি ঘটে। পরে ঘটনাটি জানাজানি হলে অভিযুক্তকে হল অফিসে আনা হলে তাকে প্রশাসনিক ব্যবস্থা থেকে বাঁচাতে তদবির করেন কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান ইমন।
ভুক্তভোগী শিক্ষার্থী সাগর গোলজার জানান, বৃহস্পতিবার ঘুম থেকে উঠে তিনি তার ফোন খুঁজে পাননি। পরে হলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, পাশের রুমের ছাত্র সামিউল আজীম তার কক্ষে প্রবেশ করে কিছুক্ষণ পর বেরিয়ে যায়। সে সময় কক্ষে ভুক্তভোগী ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না।
ফুটেজ দেখে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করলে সামিউল মোবাইল চুরির কথা স্বীকার করেন। তিনি জানান, ফোনটি টুঙ্গীতে নিয়ে বিক্রি করে সেই টাকা দিয়ে ইয়াবা সেবন করেছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর সন্ধ্যায় যখন অভিযুক্ত সামিউলকে হল অফিসে আনা হয়, তখন সেখানে উপস্থিত হন ওই হলের ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান ইমন। তিনি হল ওয়ার্ডেন সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডলের সঙ্গে কথা বলে বিষয়টিকে ‘সিম্পল’ ও নিজেদের মধ্যে সমাধানযোগ্য বলে উল্লেখ করেন।
এর জবাবে ওয়ার্ডেন বলেন, “আমরা অভিযুক্তের বিষয়ে আগেও কিছু ইস্যু পেয়েছি। তোমরা তো সেগুলো জানো। এটাকে কিভাবে সিম্পল বলো?”
সাংবাদিকরা বিষয়টি ভিডিও করতে চাইলে ইমন তার সুর পালটে বলেন, “আমি জানতাম না এখানে মাদকের বিষয় আছে। ভেবেছিলাম শুধু ফোন চুরির ঘটনা।”
এ বিষয়ে ওয়ার্ডেন সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডল বলেন, “অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে এটাই প্রথম এ ধরণের ঘটনা নয়। এর আগেও তাকে মাদক সংশ্লিষ্টতার কারণে আমরা আটক করেছিলাম। পরবর্তীতে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কিছুদিন পর তার প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে, ফর্ম পূরণ করার জন্য তার মা তাকে হলে রেখে গেছে। এ সময়ের মধ্যেই আবার এই ধরনের ঘটনা ঘটলো।”
ছাত্রদল নেতার তদবিরের বিষয়ে তিনি বলেন, “আমরা যখন হল অফিসে বিষয়টি নিয়ে কাজ করছিলাম, তখন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান ইমন সেখানে আসে। সে বলে, ‘স্যার ও তো আমার বিভাগের জুনিয়র। আমার কাছে বলেছে, তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব ছিল, তাই সে ফোনটা নিয়েছে। এটা তো ছোটখাটো একটা ঘটনা।’ তখন ইমনকে আমি বলি, দেখো ইমন, তুমি এটাকে তুচ্ছ ঘটনা বলছো, কিন্তু চুরি হওয়া ফোনটি এখনো উদ্ধার হয়নি। ভুক্তভোগী জানিয়েছে, ফোনে তার অনেক ডকুমেন্টস আছে। তাই ফোনটা তার কাছে গুরুত্বপূর্ণ। তাছাড়া অভিযুক্তের মাদক সংশ্লিষ্টতার বিষয়ে আমরা আগে থেকেই ওয়াকিবহাল ছিলাম। তাই এটিকে তুচ্ছ ঘটনা বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।”
তদবিরের বিষয়ে জানতে ছাত্রদল নেতা মেহেদি হাসান ইমনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “যেখানে ফোনটি বিক্রি করা হয়েছে, সেখানে প্রতিদিন হাজারখানেক মানুষ ইয়াবা সেবন করতে যায়। সেখান থেকে ফোন উদ্ধার করা কঠিন হতে পারে। আমরা ফোনটির বিষয়ে পরে সিদ্ধান্ত নেব। অভিযুক্ত মাদকাসক্ত ছেলেটিকে একজন মনোরোগ বিশেষজ্ঞ দেখছেন এবং তার পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/আহসান/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হ স ন ইমন ছ ত রদল স ম উল তদব র র ঘটন ব ষয়ট
এছাড়াও পড়ুন:
রিয়াল নিচ্ছে না, ব্রাজিল ডাকছে না, কী হয়েছে বিস্ময় বালক এনদ্রিকের
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে রিয়াল মাদ্রিদ লা লিগায় পরের ম্যাচটা খেলবে ১৯ অক্টোবর, হেতাফের বিপক্ষে। ওই ম্যাচেও যদি দলে সুযোগ না পান এনদ্রিকে, তাহলে তাঁর বেকারত্বের সময়কাল বেড়ে দাঁড়াবে ১৫৪ দিনে। মানে প্রায় পাঁচ মাস!
১৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সর্বশেষ খেলেছিলেন এই বছর ১৮ মে, সেভিয়ার বিপক্ষে, আগের মৌসুমের শেষ দিকের এক ম্যাচে। তারপর অনেক কিছু বদলে গেছে—রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জাবি আলোনসো, এনদ্রিক পেয়েছেন ক্লাবের ৯ নম্বর জার্সি, তারপর দুবার চোটে পড়েছেন, আবার গ্রীষ্মের দলবদলে তাঁর ক্লাব ছাড়ার গুঞ্জনও ছড়িয়েছে, কিন্তু তিনি কোথাও যাননি।
ওদিকে এ নিয়ে টানা তৃতীয় আন্তর্জাতিক বিরতি যাচ্ছে, যেখানে এনদ্রিক ব্রাজিল দলে নেই। মার্চে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হারের ম্যাচেই সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে তুলেছিলেন এই ফরোয়ার্ড। সেই হারের পরই বরখাস্ত হন কোচ দরিভাল জুনিয়র, তাঁর জায়গায় বসানো হয় কার্লো আনচেলত্তিকে। কিন্তু এনদ্রিকের আর ব্রাজিলের হয়ে খেলা হয়নি।
ব্রাজিলের অনুশীলনে এনদ্রিক