গাজীপুরে অগ্নিকাণ্ডে ২১ কক্ষ পুড়ে ছাই
Published: 11th, October 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির ২১টি কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ পশ্চিম পাড়া এলাকায় নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। কক্ষগুলো ভাড়া দিয়েছিলেন তিনি।
আরো পড়ুন:
নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণ: চিকিৎসাধীন ভাই-বোনের মৃত্যু
শেরপুরে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্ম, কোটি টাকার ক্ষতি
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ২১টি কক্ষ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া আব্দুল মান্নান বলেন, “আগুনে সবকিছু পুড়ে গেছে। নগদ টাকা ও মালামালসহ আমার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
মাওনা ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার ইন্সপেক্টর আজাদ বলেন, ‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’’
ঢাকা/রফিক/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
১৮ ঘণ্টা পরও হংকংয়ে আবাসিক কমপ্লেক্সের আগুন নেভেনি, ৩ জন গ্রেপ্তার
হংকংয়ের তাই পো এলাকায় আগুনে পুড়ে যাওয়া বহুতল ভবন কমপ্লেক্স থেকে আজ বৃহস্পতিবার ভোরেও ধোঁয়া উঠতে দেখা গেছে। নগরীতে তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ৪৫ জন এবং নিখোঁজ রয়েছেন ২৭৯ জন।
গতকাল বুধবার রাতে হতাহতের এ খবর জানান হংকং শহরের প্রধান নির্বাহী জন লি।
হংকং ফায়ার সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় গতকাল বেলা ২টা ৫১ মিনিটে তারা প্রথম বহুতল ভবনে আগুন লাগার খবর পায়।
আগুন লাগার পর কমপ্লেক্সের শত শত বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। যাঁদের পুনর্বাসন প্রয়োজন পড়বে, তাঁদের জন্য জরুরি আবাসন বরাদ্দ করা হচ্ছে।আজ সকাল ৮টায়ও ভবনগুলো থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। বহুতল ভবনের কোথাও কোথাও ছোট ছোট আগুনের শিখা তখনো জ্বলছিল। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে, চারটি ভবনের আগুন এখন নিয়ন্ত্রণে। তবে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে তাদের আজ সারা দিন লাগতে পারে।
ওয়াং ফুক কমপ্লেক্সের ভবনগুলো থেকে আজ বৃহস্পতিবার সকালেও ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ছবিটি স্থানীয় সময় সকাল ৮টায় তোলা