গাজীপুরে অগ্নিকাণ্ডে ২১ কক্ষ পুড়ে ছাই
Published: 11th, October 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির ২১টি কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ পশ্চিম পাড়া এলাকায় নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। কক্ষগুলো ভাড়া দিয়েছিলেন তিনি।
আরো পড়ুন:
নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণ: চিকিৎসাধীন ভাই-বোনের মৃত্যু
শেরপুরে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্ম, কোটি টাকার ক্ষতি
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ২১টি কক্ষ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া আব্দুল মান্নান বলেন, “আগুনে সবকিছু পুড়ে গেছে। নগদ টাকা ও মালামালসহ আমার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
মাওনা ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার ইন্সপেক্টর আজাদ বলেন, ‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’’
ঢাকা/রফিক/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিশ্বকাপের টিকিট কাটল ঘানা
পঞ্চম আফ্রিকান দেশ হিসেবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ঘানা। আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে গতকাল রাতে মোহাম্মদ কুদুসের গোলে কোমোরোসকে ১–০ গোলে হারিয়েছে ‘ব্ল্যাক স্টার্স’খ্যাত দলটি।
এর ফলে আফ্রিকার উত্তরাঞ্চলের বাইরের প্রথম দেশ হিসেবে এবার বিশ্বকাপে জায়গা করল ঘানা। এর আগে আফ্রিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছিল আলজেরিয়া, মিসর, মরক্কো ও তিউনিসিয়া। এই দেশগুলো উত্তর আফ্রিকার, ঘানা পশ্চিমের।
আক্রায় পাওয়া এই জয়ে গ্রুপ ‘আই’তে ঘানার পয়েন্ট ১০ ম্যাচে ২৫। দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কার থেকে ৬ পয়েন্টে এগিয়ে আছে তারা। ৯ গ্রুপের রানার্সআপদের মধ্যে শীর্ষ চারে থেকে আঞ্চলিক প্লে–অফ নিশ্চিত করতে মাদাগাস্কারকে মালির বিপক্ষে জিততেই হতো। কিন্তু বামাকোতে গতকাল রাতে মালির কাছে ৪–১ গোলে হেরে লড়াই থেকে ছিটকে গেছে তারা।
আরও পড়ুন১২ বছর পর বিশ্বকাপে মাহরেজের আলজেরিয়া, রইল বাকি ২৮১০ অক্টোবর ২০২৫ঘানা অবশ্য এই ম্যাচের আগেই নিজেদের পঞ্চম বিশ্বকাপ টিকিট নিয়ে অনেকটাই নিশ্চিত ছিল। ঘানাকে পেছনে ফেলে বিশ্বকাপ খেলতে মাদাগাস্কারকে গতকাল নিজেদের ম্যাচে জেতার পাশাপাশি পোষাতে হতো ৮ গোলের ঘাটতিও; সঙ্গে ঘানার হার তো আছেই। ফলে মাদাগাস্কারের যেটুকু সম্ভাবনা ছিল, তা শুধু কাগজে–কলমেই। তবে সে হিসাব–নিকাশে যাওয়ার প্রয়োজনই পড়েনি।
গতকাল রাতে জিতেছে আগেই বিশ্বকাপ নিশ্চিত করা মিসরও