পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি রংপুর ফাউন্ড্রি লিমিটেডে দুইজন স্বতন্ত্র পরিচালক নিয়োগে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রবিবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

পুঁজিবাজারে মূলধন কমেছে ১০ হাজার ৭৬৮ কোটি টাকা

কারণ ছাড়াই বাড়ছে আরো ২ কোম্পানির শেয়ার দর

তথ্য মেতে, কোম্পানিটিতে আবু তাহের চৌধুরী ও জাকিয়া সুলতানাকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ প্রদানে সম্মতি দিয়েছে বিএসইসি। এ বিষয়টি চূড়ান্ত অনুমোদন পাবে কোম্পানিটির আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম)।

১৯৯৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় রংপুর ফাউন্ড্রি লিমিটেড। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০ কোটি ও পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা। সে হিসেবে মোট শেয়ার সংখ্যা ১ কোটি। সর্বশেষ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫৯.

৮৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩১.৩৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৮.৭৪ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নেগেটিভ ইক্যুইটি ও লস প্রভিশনিংয়ের সময় পাচ্ছে আরো ৮ প্রতিষ্ঠান

পুঁজিবাজারের মধ্যস্থতাকারী আরো ৮ প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের জন্য শর্তসাপেক্ষে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই তালিকায় স্টকব্রোকার, ডিলার ও মার্চেন্ট ব্যাংকসহ একাধিক বাজার মধ্যস্থতাকারী রয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৮৫তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

ডিএসইতে সূচকের সামান্য পতন, সিএসইতে বড় উত্থান

পুঁজিবাজারে বড় উত্থান, লেনদেনে বেড়েছে গতি

প্রতিষ্ঠানগুলো হলো- সিটি ব্রোকারেজ লিমিটেড, ওয়ান সিকিউরিটিজ লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ, বিডি সানলাইফ সিকিউরিটিজ লিমিটেড, আইএফআইসি সিকিউরিটিজ, এপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেড, এবাসি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সোনালী ইনভেস্টমেন্ট পিএলসি।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটটি প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়সংক্রান্ত অ্যাকশন প্ল্যান বিবেচনা করে শর্তসাপেক্ষে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১৪ নভেম্বর ৯৮৪তম কমিশন সভায় ২৮ প্রতিষ্ঠানকে নেতিবাচক ইক্যুইটি ও অবাস্তব লোকসানের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের জন্য শর্তসাপেক্ষে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিএসইসি।
 

ঢাকা/এনটি/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • এখন অনলাইনেই সব নথি জমা দেওয়া যাবে
  • খসড়া আইপিও রুলস নিয়ে বিভিন্ন কোম্পানির সঙ্গে বিএসইসির বৈঠক
  • নিরাপত্তা সঞ্চিতিতে ছাড় পেল ৮ ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক
  • খসড়া আইপিও রুলস নিয়ে অংশীজনদের সঙ্গে বিএসইসির বৈঠক
  • নেগেটিভ ইক্যুইটি ও লস প্রভিশনিংয়ের সময় পাচ্ছে আরো ৮ প্রতিষ্ঠান
  • পুঁজিবাজারে বন্ড খাতের উন্নয়নে ইউএনডিপির সঙ্গে চুক্তি করবে বিএসইস