না’গঞ্জ মহানগরীতে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন
Published: 12th, October 2025 GMT
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সিটি কর্পোরেশন এলাকায় এ বছর ২ লক্ষাধিক শিশুকে এ টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকালে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। এ সময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.
সকালে শহরের ইসদাইরস্থ ইমপেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে ওই উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-ইমপেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সালিনা এ চৌধুরী, সিটি কর্পোরেশনের টিকা কর্মকর্তা নাসির উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. জাকির হোসেন বলেন, সরকারের পক্ষ থেকে বিনামূল্যে এ টাইফয়েড টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১০ দিন স্কুলে স্কুলে এ টিকা দেয়া হবে। সকল অভিভাবকদের আরও সচেতন হয়ে এ কার্যক্রমে এগিয়ে আসা উচিত।
অনুষ্ঠানে মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম বলেন, এ টিকা সম্পূর্ণ নিরাপদ। টিকা নিয়ে অনেক গুজব থাকলেও সেগুলো সঠিক নয়।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এ বছর ২ লাখ ১৫ হাজার শিশুকে টাইফয়েড টিকা দিবে সিটি কর্পোরেশন। আগামী ১০ কার্যদিবস স্কুলে স্কুলে ও পরে আরো ৮ দিন স্থায়ী টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম চলবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ট ইফয় ড ট ক অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
নবাগত জেলা প্রশাসকের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময়
নারায়ণগঞ্জ জেলায় নবাগত জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ। ২৫ নভেম্বর-২০২৫ ইং, মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে উক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে বই দিয়ে স্বাগত জানান এবং নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা, যানজট নিরসন ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহআলম, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের ফতুল্লা থানা সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, প্রমুখ।