কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর গবেষণাকে আরও সহজ ও ব্যক্তিগত পর্যায়ে ছড়িয়ে দিতে আকারে ছোট এআই সুপারকম্পিউটার বিক্রি শুরু করেছে এনভিডিয়া। ‘ডিজিএক্স স্পার্ক’ নামের ব্যক্তিগত এআই সুপারকম্পিউটারটির বিষয়ে এনভিডিয়া জানিয়েছে, এই যন্ত্রের মাধ্যমে গবেষক, বিজ্ঞানী ও শিক্ষার্থীরা এখন নিজস্ব কর্মপরিসরে জটিল এআই মডেল তৈরি করতে ও প্রশিক্ষণ দিতে পারবেন। ফলে এআই গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

ডিজিএক্স স্পার্ক এআই সুপারকম্পিউটারটির নাম প্রথমে ‘ডিজিটস’ রাখা হয়েছিল। এনভিডিয়ার সর্বশেষ প্রযুক্তির জিবি১০ গ্রেস ব্ল্যাকওয়েল প্রসেসরে চলা সুপার কম্পিউটারটিতে রয়েছে ১২৮ গিগাবাইট ইউনিফায়েড মেমরি এবং সর্বোচ্চ ৪ টেরাবাইট এনভিএমই এসএসডি ধারণক্ষমতা। এনভিডিয়ার দাবি, সুপার কম্পিউটারটি প্রতি সেকেন্ডে এক পেটাফ্লপ পর্যন্ত গণনা করতে পারে। ফলে সুপার কম্পিউটারটির মাধ্যমে ২০০ বিলিয়ন প্যারামিটারবিশিষ্ট এআই মডেলও নির্বিঘ্নে চালানো যাবে।

আকারে ছোট হলেও ডিজিএক্স স্পার্কের নকশা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি ডেস্কে সহজে স্থাপন করা যায় এবং সাধারণ বিদ্যুৎ সংযোগেই চালানো যায়। শুধু তা–ই নয়, তৃতীয় পক্ষের বিভিন্ন প্রতিষ্ঠানও ডিজিএক্স স্পার্কের নিজস্ব সংস্করণ তৈরি করতে পারবে। ডিজিএক্স স্পার্কের দাম ধরা হয়েছে ৩ হাজার ৯৯৯ মার্কিন ডলার বা প্রায় ৪ লাখ ৮৮ হাজার টাকা (প্রতি ডলারের দাম ১২২ টাকা ধরে)। বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি এনভিডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে সুপারকম্পিউটারটি।

আরও পড়ুনপ্রযুক্তি দুনিয়ার ‘টেলর সুইফট’ কে, চেনেন কি১২ জুন ২০২৪

গত জানুয়ারিতে সুপার কম্পিউটারটি বাজারে আনার ঘোষণা দিয়ে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং বলেছিলেন, প্রত্যেক গবেষক, ডেটা সায়েন্টিস্ট ও শিক্ষার্থীর ডেস্কে একটি এআই সুপারকম্পিউটার পৌঁছে দেওয়া মানে তাঁদের হাতে ভবিষ্যৎ নির্মাণের ক্ষমতা তুলে দেওয়া।

সূত্র: দ্য ভার্জ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ড জ এক স স প র ক এনভ ড য় র

এছাড়াও পড়ুন:

কুবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলা বিভাগ বনাম ইংরেজি বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা- ২০২৫ উদ্বোধন করা হয়েছে। ম্যাচে ইংরেজি বিভাগকে ৪- ১ গোলে হারিয়ে বাংলা বিভাগ জয়লাভ করে। 

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

আরো পড়ুন:

হংকংয়ের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরল বাংলাদেশ

পেনাল্টি গোলে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “খেলোয়াড় সুলভ আচরণের মাধ্যমেই খেলা সম্পন্ন হোক এটাই আমাদের প্রত্যাশা। গতবারের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সুষ্ঠুভাবে খেলা সম্পন্ন হবে বলে আমি আশাবাদী। এছাড়া প্রশিক্ষকের মাধ্যমে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে জাতীয় পর্যায়ের দল গঠনের পরিকল্পনাও রয়েছে।”

ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, “খেলাধুলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা ভালো খেলবে, ভালো খেলা দেখবে। খেলাধুলার মাধ্যমে খেলোয়াড়দের মন হয় বড়, মানসিকতা হয় উন্নত। আর সেই মনোভাব যেন মাঠে প্রতিফলিত হয়।”

তিনি বলেন, “সৌহার্দ্যের জন্য খেলা, বন্ধুত্বের জন্য খেলা, বিরোধিতার জন্য নয়। খেলোয়াড়দের প্রতি আহ্বান জানাই, যেন তারা সুস্থ ও সুন্দরভাবে খেলা সম্পন্ন করে এবং মাঠে রেফারির সিদ্ধান্ত মেনে নিয়ে খেলা চালিয়ে যায়।”

এবারের টুর্নামেন্টে ১৯টি বিভাগ অংশগ্রহণ করেছে। আগামী ২৯ অক্টোবর ফাইনাল খেলার মধ্য দিয়ে ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর আনুষ্ঠানিকতা শেষ হবে।

ঢাকা/এমদাদুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ