জাতীয় ক্রিকেট লিগে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে ময়মনসিংহ। ২৫ অক্টোবর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামবে নবাগত এই দলতি, প্রতিপক্ষ স্বাগতিক সিলেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এবার থাকছে না ঢাকা মেট্রো। তবে সেই দলেরই বেশির ভাগ ক্রিকেটারকে নিয়ে গড়া হচ্ছে ময়মনসিংহ দল।

মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এবার জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ হবে মাত্র দুটি। এ ছাড়া সিলেট ও কক্সবাজারের দুটি মাঠে খেলা হবে। খুলনা বিভাগীয় স্টেডিয়াম, রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি ও বগুড়া আছে ভেন্যুর তালিকায়।

আরও পড়ুনবাংলাদেশ–আফগানিস্তান সিরিজে সেরা পাঁচ ব্যাটসম্যান ও বোলার কারা৪ ঘণ্টা আগে

এ ছাড়া জাতীয় ক্রিকেট লিগের এবারের আসরের প্রথম দুটি ম্যাচে ডিউক বল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্ট কমিটি। নভেম্বরের মাঝামাঝি আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্টের প্রস্তুতির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় ক্রিকেট লিগের সূচি  আরও পড়ুনবাংলাদেশকে ধসিয়ে দিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রশিদ ও আজমত৪ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইতিহাস গড়ে প্রথমবার এমএলএস কাপের ফাইনালে মায়ামি

মেসির ইন্টার মায়ামি অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটাল। ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো তারা জায়গা করে নিল এমএলএস কাপের ফাইনালে। বাংলাদেশ সময় রোববার (৩০ নভেম্বর) সকালে ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে নিউ ইয়র্ক সিটি এফসিকে ৫–১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে নাম লেখায় দ্য হেরন্সরা।

ফাইনাল নিশ্চিত করার রাতে ইন্টার মায়ামির নায়ক ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে। শুরুতেই ২৩ মিনিটে দুটি গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। নিউ ইয়র্ক বিরতির ঠিক আগে জাস্টিন হাকের গোলে আশা দেখালেও, মায়ামির রক্ষণভাগ আর গোলরক্ষক রোকো রিয়োস নোভো তাতে বেশি বাড়তে দেয়নি।

দ্বিতীয়ার্ধে আগস্টে দলে যোগ দেওয়া মাতেও সিলভেত্তি মেসির দারুণ অ্যাসিস্ট থেকে দলকে ৩–১ করেন। বদলি হিসেবে নামার ১০ মিনিটের মাথায় গোল যোগ করেন তেলাসকো সেগোভিয়া।

শেষদিকে আলেন্দে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করলে উৎসব আরো রঙিন হয়ে ওঠে। প্লে-অফে আট গোল করে, এর মধ্যে তিনবার মাল্টিগোল করে, তিনি হয়েছেন ম্যাচসেরাও।

ইন্টার মায়ামি প্রথম রাউন্ডে হারায় ন্যাশভিল এসসিকে, এরপর সেমিফাইনালে সিএফ সিনসিনাটিকে। এর আগে ২০২৪, ২০২২ ও ২০২০; কোনোবারই প্লে-অফের প্রথম রাউন্ড পেরোতে পারেনি তারা। সেই হতাশা ধুয়েমুছে এখন ইতিহাস রচনা করেছে দলটি।

রেগুলার সিজনে ইন্টার মায়ামি টেবিলে ছিল পূর্বাঞ্চলে তৃতীয়, পয়েন্ট ৬৫। আর পশ্চিমাঞ্চলের চ্যাম্পিয়ন ভ্যানকুভার হোয়াইটক্যাপস পায় ৬৩ পয়েন্ট। তাই ফাইনালের আয়োজক মেসিরাই। ভ্যানকুভার একই দিন সান ডিয়েগোতে ৩–১ গোলে জিতে তাদের প্রথম ওয়েস্টার্ন কনফারেন্স শিরোপা নিশ্চিত করেছে।

ম্যাচ শেষে ইস্টার্ন কনফারেন্সের শিরোপা হাতে তুলে ধরলেন লিওনেল মেসি। আর সেই মুহূর্তে ক্লাবের সহ-মালিক হোর্হে মাস মনে করিয়ে দিলেন, কাজ এখনো শেষ হয়নি, “আর মাত্র একটা ম্যাচ। আরেকটি ট্রফি।”

তিনি আরও বলেন, “এই শিরোপা মায়ামির মানুষদের জন্য, আমাদের ‘লা ফামিলিয়া’ সমর্থকদের জন্য। ক্লাব অসাধারণ প্রচেষ্টা করেছে। কিন্তু এটাই শেষ নয়, একটা শেষ ধাপ বাকি।”

মায়ামির কোচ জাভিয়ের মাসচেরানোর চোখ অবশ্য এখন বড় ট্রফিতে। তিনি বলেন, “এই টুর্নামেন্টে নিয়মিত মৌসুম আর প্লে-অফ-দুটোই আসলে আলাদা লড়াই। আজকের এই অর্জন স্মরণীয় থাকবেই। তবে আসল পুরস্কারটি এখনো আমাদের সামনে।”

এদিন গুরুত্বপূর্ণ এই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন টেনিস তারকা কার্লোস আলকারাজসহ যুক্তরাষ্ট্র নারী দলের কয়েকজন সদস্যও। মেসিদের জয়গাথা মাঠে বসেই দেখলেন তারা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • প্রথমবার খেলতে এসেই সোনারগাঁওয়ের জয়ের নায়ক জয়
  • ভিডিও বানাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ময়মনসিংহের এক কনটেন্ট ক্রিয়েটর
  • সাগরে নতুন ৬৫ প্রজাতির মাছের সন্ধান
  • বোলারদের দাপটের দিনে জিল্লুরের প্রথম সেঞ্চুরি
  • শিশুদের টাইফয়েড টিকার স্বাস্থ্যঝুঁকি আছে কি? 
  • ময়মনসিংহে ধারের টাকা ফেরত নিতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ১
  • প্রথমবার তৈরি হলো বিকেএসপির থিম সং, মডেল হলেন মুশফিকুর রহিম, লিটন, ঋতুপর্ণারা
  • ইতিহাস গড়ে প্রথমবার এমএলএস কাপের ফাইনালে মায়ামি
  • প্রথমবারের মতো মসজিদ পরিদর্শনে গেলেন পোপ লিও
  • এইচএসসিতে বৃত্তি পাচ্ছেন সাড়ে ১০ হাজার শিক্ষার্থী, দেখুন বোর্ডভিত্তিক তালিকা