এনসিএল শুরু ২৫ অক্টোবর, প্রথমবার অংশ নিচ্ছে ময়মনসিংহ
Published: 15th, October 2025 GMT
জাতীয় ক্রিকেট লিগে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে ময়মনসিংহ। ২৫ অক্টোবর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামবে নবাগত এই দলতি, প্রতিপক্ষ স্বাগতিক সিলেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এবার থাকছে না ঢাকা মেট্রো। তবে সেই দলেরই বেশির ভাগ ক্রিকেটারকে নিয়ে গড়া হচ্ছে ময়মনসিংহ দল।
মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এবার জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ হবে মাত্র দুটি। এ ছাড়া সিলেট ও কক্সবাজারের দুটি মাঠে খেলা হবে। খুলনা বিভাগীয় স্টেডিয়াম, রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি ও বগুড়া আছে ভেন্যুর তালিকায়।
আরও পড়ুনবাংলাদেশ–আফগানিস্তান সিরিজে সেরা পাঁচ ব্যাটসম্যান ও বোলার কারা৪ ঘণ্টা আগেএ ছাড়া জাতীয় ক্রিকেট লিগের এবারের আসরের প্রথম দুটি ম্যাচে ডিউক বল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্ট কমিটি। নভেম্বরের মাঝামাঝি আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্টের প্রস্তুতির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় ক্রিকেট লিগের সূচি আরও পড়ুনবাংলাদেশকে ধসিয়ে দিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে রশিদ ও আজমত৪ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
স্বীকৃতির ১০ বছর পর ময়মনসিংহ জাতীয় ক্রিকেট লিগে
দেশের অষ্টম বিভাগ হিসেবে ১০ বছর আগে আত্মপ্রকাশ করেছে ময়মনসিংহ। ক্রিকেট বোর্ডের ‘স্বীকৃতি’ পেতে ময়মনসিংহের লাগল ১০ বছর! বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত আগস্টে ময়মনসিংহকে জাতীয় ক্রিকেট লিগে অন্তর্ভূক্ত করেছে।
বিসিবি জানায়, জাতীয় লিগে ঢাকা মেট্রো নয়, ময়মনসিংহ নামে দল খেলবে। এজন্য ঢাকা মেট্রোর ক্রিকেটাররা বিসিবির সঙ্গে অনুরোধ করেছিলেন পুরোনো নামেই দল পরিচালনা করতে। কিন্তু তাদের সেই অনুরোধ রাখা হয়নি।
আরো পড়ুন:
এনসিএল টি-টোয়েন্টিতে কে কোন পুরস্কার পেলেন
খুলনাকে উড়িয়ে অপ্রতিরোধ্য রংপুর জিতল শিরোপা
আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগে অভিষেক হতে যাচ্ছে ময়মনসিংহের। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রো খেলেছিল। এবার বড় দৈর্ঘর ক্রিকেটে মাঠে নামবে ময়মনসিংহ। ঢাকা থেকে দুটি দলের অংশগ্রহণ ছিল জাতীয় লিগে। ঢাকা বিভাগীয় দল থেকে যাবে আগের মতোই। তবে ময়মনসিংহকে জায়গা করে দিকে বিলুপ্ত হয়ে যাবে ঢাকা মেট্রো।
প্রসঙ্গত, ২০১১ সালে যখন রংপুর বিভাগীয় দল আসে তখন টুর্নামেন্টের দলসংখ্যা ৬টি থেকে ৭টি করা হয়। ঢাকা মেট্রো দল তৈরি করা হয় যাতে ৮টি দল হয়। এবার ময়মনসিংহকে আনলে দল ৯টি হয়ে যাচ্ছে। আগের সেই কারণে সমানসংখ্যক দল রাখতে ঢাকা মেট্রোকে বাদ দেওয়া।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ময়মনসিংহের প্রথম ম্যাচ সিলেট বিভাগের বিপক্ষে। আউটার মাঠে খেলবে রংপুর বিভাগ ও ঢাকা বিভাগ। খুলনা আতিথেয়তা দেবে বরিশাল বিভাগকে। এছাড়া রাজশাহীতে খেলবে রাজশাহী বিভাগ ও চট্টগ্রাম বিভাগ। এই চার মাঠ ছাড়া মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম, কক্সবাজারের দুই মাঠ, বগুড়া ও চট্টগ্রামেও হবে খেলা।
প্রসঙ্গত, লিগের প্রথম দুই রাউন্ডের খেলা হবে কুকাবুরা বলে। আয়ারল্যান্ডের সঙ্গে আগামী মাসের টেস্ট সিরিজের প্রস্তুতির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি রাউন্ডগুলো হবে ডিউক বলে।
ঢাকা/ইয়াসিন/আমিনুল