নতুন আইপ্যাড ও ম্যাকবুক আনার ঘোষণা দিল অ্যাপল, দাম কত
Published: 16th, October 2025 GMT
নিজেদের তৈরি হালনাগাদ প্রযুক্তির এম৫ প্রসেসরে চলা আইপ্যাড, ম্যাকবুক ল্যাপটপ ও ভিশন প্রো হেডসেট বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। তৃতীয় প্রজন্মের এম৫ প্রসেসরে রয়েছে ১০ কোর সিপিইউ ও জিপিইউ। প্রতিটি জিপিইউ কোরেই যুক্ত করা হয়েছে নিউরাল অ্যাক্সেলারেটর, যা মেশিন লার্নিংয়ের কাজ দ্রুত করতে পারে। আগের মডেলের তুলনায় এম৫ প্রসেসরটি ৩ দশমিক ৫ গুণ দ্রুত এআইনির্ভর বিভিন্ন কাজ করতে পারে। নতুন আইপ্যাড, ম্যাকবুক ল্যাপটপ ও ভিশন প্রো হেডসেটের তথ্য জেনে নেওয়া যাক।
আইপ্যাড প্রোআইপ্যাড প্রো এখন পর্যন্ত অ্যাপলের তৈরি সবচেয়ে হালকা ও পাতলা ট্যাবলেট কম্পিউটার। ফাইনাল কাট প্রো ও লজিক প্রো সফটওয়্যার স্বচ্ছন্দে ব্যবহার করা যায় ট্যাবলেট কম্পিউটারটিতে। শক্তিশালী ব্যাটারিযুক্ত আইপ্যাড প্রোতে জেনারেটিভ ইমেজ তৈরির পাশাপাশি অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধাও ব্যবহার করা সম্ভব। সংস্করণ ভেদে আইপ্যাড প্রোর সর্বনিম্ন দাম ৯৯৯ ডলার বা প্রায় ১ লাখ ২২ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১২২ টাকা ধরে)। ২২ অক্টোবর বাজারে আসবে আইপ্যাড প্রো।
ম্যাকবুক প্রো.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আইপ য ড প র অ য পল
এছাড়াও পড়ুন:
সন্ধ্যায় সারা দিনের আলোচিত খবর
ছবি: সৌরভ দাশ