নতুন আইপ্যাড ও ম্যাকবুক আনার ঘোষণা দিল অ্যাপল, দাম কত
Published: 16th, October 2025 GMT
নিজেদের তৈরি হালনাগাদ প্রযুক্তির এম৫ প্রসেসরে চলা আইপ্যাড, ম্যাকবুক ল্যাপটপ ও ভিশন প্রো হেডসেট বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। তৃতীয় প্রজন্মের এম৫ প্রসেসরে রয়েছে ১০ কোর সিপিইউ ও জিপিইউ। প্রতিটি জিপিইউ কোরেই যুক্ত করা হয়েছে নিউরাল অ্যাক্সেলারেটর, যা মেশিন লার্নিংয়ের কাজ দ্রুত করতে পারে। আগের মডেলের তুলনায় এম৫ প্রসেসরটি ৩ দশমিক ৫ গুণ দ্রুত এআইনির্ভর বিভিন্ন কাজ করতে পারে। নতুন আইপ্যাড, ম্যাকবুক ল্যাপটপ ও ভিশন প্রো হেডসেটের তথ্য জেনে নেওয়া যাক।
আইপ্যাড প্রোআইপ্যাড প্রো এখন পর্যন্ত অ্যাপলের তৈরি সবচেয়ে হালকা ও পাতলা ট্যাবলেট কম্পিউটার। ফাইনাল কাট প্রো ও লজিক প্রো সফটওয়্যার স্বচ্ছন্দে ব্যবহার করা যায় ট্যাবলেট কম্পিউটারটিতে। শক্তিশালী ব্যাটারিযুক্ত আইপ্যাড প্রোতে জেনারেটিভ ইমেজ তৈরির পাশাপাশি অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধাও ব্যবহার করা সম্ভব। সংস্করণ ভেদে আইপ্যাড প্রোর সর্বনিম্ন দাম ৯৯৯ ডলার বা প্রায় ১ লাখ ২২ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১২২ টাকা ধরে)। ২২ অক্টোবর বাজারে আসবে আইপ্যাড প্রো।
ম্যাকবুক প্রো.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আইপ য ড প র অ য পল
এছাড়াও পড়ুন:
চ্যাটজিপিটি ব্যবহারকারীদের নিরাপত্তা সতর্কতা পাঠিয়েছে ওপেনএআই, কেন
তৃতীয় পক্ষের বিশ্লেষণ সেবাদাতা প্রতিষ্ঠান মিক্সপ্যানেলের সিস্টেমে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের তথ্য ফাঁসের ঘটনা শনাক্তের পর চ্যাটজিপিটি ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠিয়েছে ওপেনএআই। আকস্মিক এই সতর্কবার্তা পাওয়ায় অনেক ব্যবহারকারী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে ব্যবহারকারীদের আশ্বস্ত করে ওপেনএআই জানিয়েছে, ফাঁস হওয়া তথ্য খুবই সীমিত এবং এগুলোতে ব্যবহারকারীদের চ্যাটের ইতিহাস, পাসওয়ার্ড, এপিআই কি, আর্থিক তথ্য, পরিচয়পত্রের মতো সংবেদনশীল তথ্য নেই। ফলে সাধারণ চ্যাটজিপিটি ব্যবহারকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
ওপেনএআইয়ের তথ্য মতে, গত ৯ নভেম্বর মিক্সপ্যানেলের অবকাঠামো ব্যবহার করে চ্যাটজিপিটির একটি সিস্টেমের কিছু বিশ্লেষণমূলক তথ্য ফাঁস হয়েছে। পরে ২৫ নভেম্বর মিক্সপ্যানেল তথ্যগুলো ওপেনএআইকে সরবরাহ করে। তথ্য ফাঁসের বিষয়টি জানার পর ওপেনএআই ধাপে ধাপে ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠিয়েছে এবং ক্ষতিগ্রস্ত এপিআই ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আলাদাভাবে দিকনির্দেশনা দিয়েছে।
তথ্য ফাঁসের এ ঘটনায় সাধারণ চ্যাটজিপিটি ব্যবহারকারীদের কোনো তথ্য ফাঁস হয়নি বলে জানিয়েছে ওপেনএআই। ফাঁস হওয়া তথ্যগুলো মূলত ওপেনএআইয়ে মিক্সপ্যানেলের তৈরি এপিআই ব্যবহার করা ডেভেলপার, প্রতিষ্ঠান বা সংস্থার। এসব তথ্যের মধ্যে ছিল ব্যবহারকারীর নাম, ই–মেইল ঠিকানা, অবস্থানের তথ্য, ব্যবহৃত অপারেটিং সিস্টেম ও ব্রাউজারের ধরন এবং এপিআই সংযুক্ত প্রতিষ্ঠান ও ব্যবহারকারীদের শনাক্তকারী নম্বর। আর তাই ঘটনার পর মিক্সপ্যানেলে সব সেবা চ্যাটজিপিটি থেকে বাদ দিয়েছে ওপেনএআই।
চ্যাটজিপিটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের এপিআই ব্যবহারকারীদের সন্দেহজনক ই–মেইল বা বার্তা যাচাই করার পরামর্শ দিয়েছে ওপেনএআই। এ ছাড়া ওপেনএআইয়ের নামে পাঠানো যেকোনো বার্তার উৎস যাচাইয়ের পাশাপাশি অপরিচিত লিংকে প্রবেশ না করা, কোনো অবস্থাতেই সংবেদনশীল তথ্য ই–মেইল বা বার্তার মাধ্যমে শেয়ার না করা পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: ইন্ডিয়া টুডে