চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে লক্ষ্মীপুরের ৩টি কলেজে কেউ পাস করেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুরাইয়া আক্তার লাকী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লক্ষ্মীপুরে এবার ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে, ৪ হাজার ৭৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছেন ১৫৭ জন। এছাড়া, জেলার তিনটি কলেজের কেউ পাশ করতে পারেনি। ওই তিন প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ছিল ১৮ জন।

অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে সদর উপজেলার পশ্চিম চন্দ্রগঞ্জ বাজার এলাকার ক্যামব্রিজ সিটি কলেজের ৪ জন, কমলনগর উপজেলার তোরাবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ৪ জন ও রামগতির সেবাগ্রাম ফজলুল রহমান স্কুল অ্যান্ড কলেজের ১২ জন।

বিষয়টি জানতে সদর উপজেলার চন্দ্রগঞ্জের ক্যামব্রিজ সিটি কলেজের শিক্ষক রানাকে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি। তার প্রতিষ্ঠানে মানবিক বিভাগ থেকে ৪ জন পরীক্ষা দিয়ে সবাই অকৃতকার্য হয়েছে।

স্থানীয় এক ব্যক্তি জানান, প্রতিষ্ঠানটি নিষ্ক্রিয় ছিল। সেখান থেকে উঠে এবার ৪ জন পরীক্ষায় অংশ নেয় বলে জানতে পেরেছি।

তোরাবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক কামাল উদ্দিন বাহার বলেন, ‘‘আমাদের প্রতিষ্ঠান থেকে মানবিক বিভাগে ৪ জন পরীক্ষা দিয়েছে। সবাই অকৃতকার্য হয়েছে। ঠিকমতো পড়ালেখা না করায় তার কৃতকার্য হতে পারেনি।’’

রামগতি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.

দিদার হোসেন বলেন, ‘‘সেবাগ্রাম ফজলুল করিম স্কুল অ্যান্ড কলেজের ১২ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে, সবাই ফেল করেছেন।’’

ঢাকা/লিটন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ক ল অ য ন ড কল জ র পর ক ষ উপজ ল

এছাড়াও পড়ুন:

এইচএসসিতে শতভাগ জিপিএ-৫ পেল মির্জাপুর ক্যাডেট কলেজ

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এবারের এইচএসসি পরীক্ষায় এই শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস.এম ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

‘এবার এইচএসসির ফলে বাস্তব চিত্র সামনে এসেছে’ 

দিনাজপুরের ৪৩ কলেজের সবাই ফেল

চলতি বছর এই ক্যাডেট কলেজ থেকে ৪৬ জন শিক্ষার্থী এচইএসসি পরীক্ষায় অংশ নেন। তাদরে মধ্যে বিজ্ঞান বিভাগে ছিলেন ৪২ জন এবং চারজন ছিলেন মানবিক বিভাগে।

কলেজ সূত্র জানায়, এই কলেজ ৪৬ জন ক্যাডেট এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে তাদের প্রত্যেকেই জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগের ২২ জন পেয়েছেন গোল্ডেন এ প্লাস।

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস. এম ফয়সাল বলেন, “১৯৬৩ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে একাগ্র অধ্যাবসায় ও নিষ্ঠা, কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকি। এই কৃতিত্ব ভবিষ্যতেও ক্যাডেট কলেজের গৌরব ও ঐতিহ্যকে সমুন্নত রাখবে এমনটি আশা রাখছি।”

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • গোপালগঞ্জে দুই কলেজে শতভাগ ফেল
  • ৩৬ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য শামীম মৃধা
  • টাঙ্গাইলের দুই বোন এইচএসসিতে জিপিএ-৫, হতে চান ম্যাজিস্ট্রেট
  • ভিকারুননিসায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে
  • রাজশাহীতে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ 
  • এইচএসসিতে শতভাগ পাসের প্রতিষ্ঠান কমেছে হাজারের বেশি
  • এইচএসসিতে সিলেট বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ
  • সিলেট বোর্ডে ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, কমেছে জিপিএ-৫
  • এইচএসসিতে শতভাগ জিপিএ-৫ পেল মির্জাপুর ক্যাডেট কলেজ