ইউক্রেনজুড়ে বিভিন্ন স্থাপনায় তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গত বুধবার রাতভর এ হামলা চলানো হয় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, ৩০০টির বেশি ড্রোন ও ৩৭টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মধ্য ভিনিতসিয়া ও পোলতাভা অঞ্চলে হামলা চালানো হয়। একই সঙ্গে উত্তরে সুমি ও খারকিভ অঞ্চলেও হামলা হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাতে রাশিয়ার ছোড়া ড্রোনগুলোর মধ্যে ৩৭টি এবং ক্ষেপণাস্ত্রগুলোর ১৪টি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে। এ সময় ২৮৩টি ড্রোন ও পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে তারা।

গত সাড়ে তিন বছরের বেশি সময় ধরে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ চলছে। এ সময়টাতে প্রতিবছরই শীতকালে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি কাঠামোগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে মস্কো।

ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নাফতোগ্যাসের প্রধান নির্বাহী সের্গি কোরেতস্কি বলেন, শুধু চলতি মাসেই দেশটির গ্যাস–সংক্রান্ত অবকাঠামোগুলোয় ছয়টি বড় হামলা হয়েছে। এতে ইউক্রেনের গ্যাস উৎপাদনের ওপর প্রভাব পড়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন র

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩টা ৪০মিনিটে এই আগুন লাগার খবর পাওয়ার কথা জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

আরো পড়ুন:

রাজধানীর চকবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল সন্ত্রাসীরা

তিনি বলেন, “একটি ছয়তলা আবাসিক ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।”

তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ঢাকা/মাকসুদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ