এইচএসসির ফলাফল: রংপুরের ৪ কলেজে পাস করেনি কেউ
Published: 17th, October 2025 GMT
এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৪৩টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে রয়েছে রংপুর জেলার চারটি কলেজ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
আরো পড়ুন:
তিস্তা মহাপরিকল্পনার ‘আঁধার কাটাতে’ ৫ জেলায় আলোর মশাল
জোটের বিষয়ে কোনো দলের সঙ্গে এনসিপির বৈঠক হয়নি: আখতার
জানা যায়, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নয়জন, বদরগঞ্জ উপজেলার কুতুবপুর হাই স্কুল ও কলেজের চারজন, পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল ও কলেজের একজন এবং গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ী কলেজের একজনসহ মোট ১৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে সবাই ফেল করেছেন। বিষয়টা নিয়ে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ওই ৪৩টি কলেজ থেকে মোট ১৮২ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে নীলফামারী জেলার ১০টি কলেজের ৪০ জন, কুড়িগ্রামের নয়টি কলেজের ৫৪ জন, ঠাকুরগাঁওয়ের ছয়টি কলেজের ২৫ জন, লালমনিরহাটের পাঁচটি কলেজের ১৪ জন, রংপুরের চারটি কলেজের ১৫ জন, দিনাজপুরের চারটি কলেজের ১৭ জন, পঞ্চগড়ের তিনটি কলেজের ১১ জন এবং গাইবান্ধা জেলার দুইটি কলেজে ছিলেন ছয়জন পরীক্ষার্থী।
মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মাহেদুল আলম জানান, তার কলেজ থেকে এবার নয়জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তারা কেউই পাস করতে পারেননি। নয়জনের মধ্যে পাঁচজন এক বিষয়ে ফেল করেছেন এবং অন্য চারজন একাধিক বিষয়ে ফেল করেছেন।
যারা এক বিষয়ে ফেল করেছেন, তাদের ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা হবে বলেও জানান তিনি।
ঢাকা/আমিরুল/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এইচএসস ফল জন পর ক ষ র থ ফ ল কর ছ ন ও কল জ র উপজ ল র
এছাড়াও পড়ুন:
বগুড়া নেকটারে কম্পিউটার বিষয়ে অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স, যোগ্যতা এইচএসসি পাস
জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমিতে (নেকটার) অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স অন কম্পিউটার ট্রেনিং (সি-৭২তম ও সি-৭৩তম ব্যাচ) কোর্সে একাডেমির নির্ধারিত ফরমে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
কোর্সের তথ্য—
১. কোর্সের মেয়াদ : ছয় মাস,
২. কোর্স ফি : ৫ হাজার ৫০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ক্লাসের সময়
—সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতীত সি-৭২তম ব্যাচের ক্লাস প্রতিদিন সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত এবং সি-৭৩তম ব্যাচের ক্লাস প্রতিদিন বেলা ২টা হতে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
—অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।
ভর্তি পরীক্ষার বিষয়
১.ভর্তি পরীক্ষা ৫০ নম্বরের,
২.এমসিকিউ ধরনের প্রশ্ন হবে,
৩. বিষয় থাকবে: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণজ্ঞান ও আইসিটি ।
প্রয়োজনীয় যা লাগবে
১. ভর্তি ফরমের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি,
২. নাগরিকত্বের সনদ বা জাতীয় পরিচয়পত্রের,
৩. শিক্ষাগত যোগ্যতার সব সনদ পত্রের ফটোকপি।
আবেদন সংগ্রহ করতে হবে
কম্পিউটার ল্যাব (রুম নং-১১০) থেকে টাকা জমা দেওয়ার রশিদ সংগ্রহ করে জনতা ব্যাংক, ফুলদিঘি শাখা, বগুড়ায় ১০০ টাকা জমা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমিতে (নেকটার) ছয় মাসের কোর্সের ফি ৫ হাজার ৫০০ টাকা