দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম পাসের হার কুমিল্লা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার মাত্র ৪৮ দশমিক ৮৬ শতাংশ।

বোর্ডটিতে ভরাডুবি হয়েছে ইংরেজি ও উচ্চতর গণিত বিষয়ে। তবে পাসের হার ও জিপিএ-৫ অর্জনে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।

আরো পড়ুন:

এইচএসসি ফলাফল: নরসিংদীর দেশসেরা কলেজেও ধস

এইচএসসির ফলাফল: পঞ্চগড়ে ৩ কলেজে পাস করেনি কেউ

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বোর্ড কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো.

শামছুল ইসলাম এ তথ্য জানান।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নেন ৯৯ হাজার ৫৭৬ জন। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৫৭ হাজার ৫২৪ এবং ছেলে পরীক্ষার্থী ৪২ হাজার ৫২ জন। পাস করেছেন মোট ৪৮ হাজার ৬৫৭ জন। এর মধ্যে মেয়েদের পাসের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৪২ দশমিক ৭০ শতাংশ।

এ বোর্ডে মোট ২ হাজার ৭০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে মেয়ে ১ হাজার ৭৪৯ এবং ছেলে ৯৫৮ জন।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে পাসের হার ৬২ দশমিক ৬৪ শতাংশ, ব্যবসায় শিক্ষা শাখায় ৪৪ দশমিক ৮ শতাংশ এবং মানবিক শাখায় ৪৩ দশমিক ৯০ শতাংশ।

দেশের অন্যান্য বোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড, হার ৬৪ দশমিক ৬২ শতাংশ। এরপর বরিশাল ৬২ দশমিক ৫৭ শতাংশ, রাজশাহী ৫৯ দশমিক ৪০ শতাংশ, দিনাজপুর ৫৭ দশমিক ৪৯ শতাংশ, সিলেট ৫১ দশমিক ৮৬ শতাংশ, ময়মনসিংহ ৫১ দশমিক ৫৪ শতাংশ, চট্টগ্রাম ৫২ দশমিক ৫৭ শতাংশ এবং যশোর বোর্ডে ৫০ দশমিক ২০ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। সবচেয়ে নিচে কুমিল্লা বোর্ড ৪৮ দশমিক ৮৬ শতাংশ।

ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, “এ বছর ইংরেজি ও উচ্চতর গণিতে সবচেয়ে খারাপ ফল হয়েছে। ইংরেজিতে পাসের হার ৬৫ দশমিক ২৮ শতাংশ এবং উচ্চতর গণিতে ৬০ দশমিক ৪৮ শতাংশ।”

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। বিপরীতে নয়টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করেনি।

স্থানীয় শিক্ষাবিদরা ড.কামাল হোসেন বলছেন, কুমিল্লা অঞ্চলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সংখ্যা তুলনামূলক কম হওয়া, ইংরেজি শিক্ষাদানের দুর্বলতা ও প্রস্তুতির ঘাটতি—এই তিন কারণ মিলেই সার্বিক ফলাফল নিচের দিকে নেমে গেছে।

ঢাকা/রুবেল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এইচএসস ফল পর ক ষ প স কর ফল ফল দশম ক

এছাড়াও পড়ুন:

গোপালগঞ্জে দুই কলেজে শতভাগ ফেল

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে গোপালগঞ্জ জেলার দুই কলেজের শতভাগ শিক্ষার্থী ফেল করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এমন তথ্য জানা গেছে।

শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলো হলো- গোপালগঞ্জ সদর উপজেলার গোপালগঞ্জ আইডিয়াল কলেজ। এ কলেজ থেকে ৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছেন।

অপরটি টুঙ্গিপাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা শেখ কবীর হোসেন আইডিয়াল কলেজ। এ কলেজ থেকে ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সবাই অকৃতকার্য হয়েছেন।

ফলাফল প্রকাশের পরে সরেজমিন গোপালগঞ্জ আইডিয়াল কলেজে গিয়ে দেখা যায়, কলেজের গেটে তালা ঝুলছে। প্রায় এক ঘন্টা অবস্থান করেও কোনো শিক্ষক বা শিক্ষার্থীর দেখা মেলেনি। একই অবস্থা দেখা যায়, বীর মুক্তিযোদ্ধা শেখ কবীর হোসেন আইডিয়াল কলেজের। তবে, এ কলেজের গেট খোলা থাকলেও পাওয়া যায়নি কোনো শিক্ষক বা শিক্ষার্থীকে।

এ বিষয়ে জানতে দুই কলেজের অধ্যক্ষের মোবাইলে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি।

গোপালগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন বলেন, ‘‘এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে সারা দেশের মতো গোপালগঞ্জেও হতাশাজনক। এর মধ্যে, দুই কলেজ থেকে কেউ পাশ করেনি। ওই কলেজগুলোর বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে এবং ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।’’

ঢাকা/বাদল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • এইচএসসির পর পড়তে পারেন আয়ুর্বেদ ও ইউনানি বিষয়ে
  • রংপুরে এবারো শীর্ষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, দ্বিতীয় পুুলিশ লাইন্স
  • ‘বাবা দেখে যেতে পারলেন না’, জিপিএ–৫ পেয়েও মন খারাপ করে বসে ছিলেন নামিরা
  • এইচএসসি ফলাফল: নরসিংদীর দেশসেরা কলেজেও ধস
  • এইচএসসির ফলাফল: টাঙ্গাইলের ৭ কলেজে শতভাগ ফেল
  • এইচএসসির ফলের আড়ালে চোখের জল, শিক্ষায় কীসের সংকেত
  • এইচএসসির ফলে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানে অসাধারণ সাফল্য
  • কালীগঞ্জে এইচএসসি ফলাফলে পাসের চেয়ে ফেল বেশি
  • গোপালগঞ্জে দুই কলেজে শতভাগ ফেল