সনদ স্বাক্ষর অনুষ্ঠানের চেয়ারে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা
Published: 17th, October 2025 GMT
সনদ স্বাক্ষর অনুষ্ঠানের চেয়ারে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা
সেকশন: বাংলাদেশ:
ট্যাগ: জুলাই সনদ: রাজধানী:
ক্যাপশন:
একসাপট + সোশ্যাল:
মেটা:
সনদ স্বাক্ষর অনুষ্ঠানের চেয়ারে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দাবি আদায়ে অনড় রয়েছে জুলাই শহীদের পরিবার ও আহতরা। তাঁরা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে অবস্থান নিয়েছেন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে দেখা যায়, অনুষ্ঠানের মঞ্চের সামনে অতিথিদের জন্য সাজিয়ে রাখা চেয়ারে জুলাই শহীদের পরিবার ও আহতরা অবস্থান নিয়ে বসে আছেন। অনুষ্ঠানমঞ্চ ও অতিথিদের জন্য রাখা এই চেয়ারের মাঝামাঝি স্থানে অবস্থান নিয়েছে পুলিশ।
আজ বিকেল চারটায় এখানে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে। কয়েকটি দাবিতে গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ শুরু করে জুলাই শহীদ পরিবার ও আহতদের ঐক্যবদ্ধ প্যানেল।
বিক্ষোভকারীরা আজ সকালে জাতীয় সংসদ ভবনে প্রবেশের ফটক টপকে ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তাঁরা দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে চলে যান। তাঁদের বাধা দেওয়া চেষ্টা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে বিক্ষোভকারীরা অতিথিদের চেয়ারে বসে পড়েন। বেলা সোয়া ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা অবস্থান করছিলেন।
জুলাই শহীদ পরিবার ও আহতদের ঐক্যবদ্ধ প্যানেলের মূল দাবি দুটি। এগুলো হলো-শহীদ পরিবার-জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি আইন করে তার বাস্তবায়ন। এই বিষয়গুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম প্রথম আলোকে বলেন, বিক্ষোভকারীদের সরে যেতে বলা হয়েছিল। কিন্তু তাঁরা তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত যাবেন না বলে জানিয়েছেন। এখন জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা এখানে আসছেন। তাদের সঙ্গে বিক্ষোভকারীদের আলোচনা হবে। আলোচনার পর সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অবস থ ন ন য় ছ ন অন ষ ঠ ন র জ ল ই সনদ পর ব র ও
এছাড়াও পড়ুন:
কিয়েভের আবাসিক এলাকায় রাশিয়ার ড্রোন হামলা
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) ভোরে এই হামলা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। খবর বিবিসির।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, রাশিয়ার ড্রোন রাজধানীর বেশ কয়েকটি এলাকার আবাসিক ভবনে আঘাত হেনেছে। শহরজুড়ে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
আরো পড়ুন:
ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তিতে পৌঁছানোর নির্দিষ্ট সময়সীমা নেই: ট্রাম্প
ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির ‘খুব কাছাকাছি চলে এসেছি’: ট্রাম্প
তিনি জানান, হামলায় আহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক শিশু রয়েছে। চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, এই সপ্তাহের শুরুতে কিয়েভে একই ধরনের হামলায় সাতজন নিহত হয়। ইউক্রেনীয় আলোচকরা এই সপ্তাহান্তে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সংশোধিত মার্কিন শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার প্রস্তুতি নেওয়ার সময় সর্বশেষ বোমা হামলাটি ঘটেছে।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো নিশ্চিত করেছেন যে, শনিবারের হামলা রাজধানীর উপকণ্ঠে একাধিক লক্ষ্যবস্তুতে’ আঘাত হেনেছে।
তিনি টেলিগ্রামে লিখেছেন, ‘শত্রুর ড্রোন শহরের উপর দিয়ে রয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিক্রিয়া দিচ্ছে।বর্তমানে কিয়েভে মোট একজন নিহত ও সাতজন আহত হয়েছে, যার মধ্যে একজন শিশুও রয়েছে।’
তাকাচেঙ্কো জানান, শহরের পশ্চিমে সভিয়াতোশিনস্কি জেলায় উদ্ধারকারীরা একজনের মরদেহ উদ্ধার করেছে।
কিয়েভের পূর্বে ব্রোভারি শহরে আহতদের মধ্যে দুই নারী রয়েছেন। আঞ্চলিক গভর্নর অভিযোগ করেছেন যে, আবাসিক এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
এই সপ্তাহের শুরুতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাতভর মারাত্মক হামলা-পাল্টা হামলার ঘটনায় কিয়েভে একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন ধরে যায় ও সাতজন নিহত হয়, অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবারের হামলাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি খসড়া শান্তি পরিকল্পনা গ্রহণের জন্য উভয় পক্ষকে চাপ দেওয়ার মধ্যেই ঘটল। খসড়া পরিকল্পনাটি প্রাথমিকভাবে মস্কোর অনুকূলে ছিল। পরবর্তীতে জেনেভায় ইউক্রেনীয় ও মার্কিন আলোচকদের মধ্যে আলোচনার সময় এটি সংশোধন করা হয়েছে।
বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের অবসানের জন্য তার মূল দাবিতে দ্বিগুণ জোর দিয়ে বলেন, রাশিয়া কেবল তখনই আক্রমণ বন্ধ করবে যদি ইউক্রেনের সৈন্যরা মস্কোর দাবিকৃত অঞ্চল থেকে প্রত্যাহার করে নেয়।
পুতিন জানান, মার্কিন খসড়া শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য আগামী সপ্তাহের প্রথমার্ধে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সহ একটি মার্কিন প্রতিনিধিদল মস্কোতে আসবেন।
ঢাকা/ফিরোজ