জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে আন্দোলনে নেমেছেন ‘জুলাই শহীদের পরিবার ও আহত’ ব্যক্তিরা। 

শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে দেখা গেছে, তারা অনুষ্ঠানস্থলের অতিথিদের জন্য সাজানো চেয়ারে অবস্থান নিয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মঞ্চ ও আন্দোলনকারীদের মাঝখানে অবস্থান নিয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ করেন ‘জুলাই শহীদের পরিবার ও আহত’ ব্যক্তিরা। আজ সকালে সংসদ ভবনের ফটক অতিক্রম করে দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন তারা। পুলিশ তাদেরকে থামাতে চেষ্টা করলেও আন্দোলনকারীরা চেয়ারে বসে পড়েন এবং এখন পর্যন্ত সেখানেই আছেন।

আন্দোলনকারীদের প্রধান দুই দাবি হলো:
১.

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা।
২. শহীদ পরিবার ও যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তির জন্য আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন।

বিকেল ৪টায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। পরিস্থিতি শান্ত রাখার জন্য জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করিম বলেছেন, আমরা তাদেরকে অনুরোধ করেছি সরে যেতে। কিন্তু, তারা জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবেন।

এদিকে, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা অনিশ্চয়তা বিরাজ করছে। কিছু রাজনৈতিক দল এতে অংশ নেবে না বলে ইতোমধ্যে জানিয়েছে।

ঢাকা/এএএম/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন পর ব র ও

এছাড়াও পড়ুন:

ক্ষোভ-বিক্ষোভের মুখে অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন

ক্ষোভ-বিক্ষোভের মুখে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

দফাটিতে আগে ছিল, গণ-অভ্যুত্থানপূর্ব ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব।

এখন সংশোধিত দফায় বলা হয়েছে, ‘গণ-অভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান কালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর, আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবো।’

আজ শুক্রবার দুপুরের দিকে জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধনের কথা জানানো হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • মাটিরাঙ্গায় বাস উল্টে নিহত ২
  • ক্ষোভ-বিক্ষোভের মুখে অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন
  • সনদ স্বাক্ষর অনুষ্ঠানের চেয়ারে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা